হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ বিউফো রানা
বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ ফাটক সাহেব বলেছেন, বিউফো রানা হচ্ছে  তাদের জন্য যাদের নিচের লক্ষনগুলো থাকবে।

• Moral depravity.– নৈতিকতার অবক্ষয় । যাদের উপর কোনভাবে ভরসা করা যায়না ।

• Idiocy; childish, silly, tittering.– বলদের মতো; শিশুর মতো আচরণ । বোকার মতো কাজকর্ম ও কথাবার্তা । লুকিয়ে লুকিয়ে চাপা হাসি যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছে ।

• Feeble minded. মনের স্প্রিট হারিয়ে গেছে ।
• Fears; animals, strangers; পশু প্রাণী এবং নতুন অপরিচিত মানুষের ভয় ।

 

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ

• Talks nonsense, then angry if not understood. এমন আলাপ করবে যা সমাজে চলে না; যেন সেন্স হারিয়ে আস্ত একটি গবেটের মতো কথা বলছে । আবার এরকম অযৌক্তিক কথা কেহ বুঝতে না পারলে রাগ করে বসে তিনি ।

• Walks the floor and wrings the hands. মেঝেতে হাটতে থাকে; চুপচাপ বসে থাকবে না । হাত ঘুরিয়ে ঘুরিয়ে রিং বানিয়ে হাটতে থাকে অথবা কেমন যেন মুচিড়াতে থাকে ।

• Desire for solitude, to practice masturbation.

#হস্তমৈথুন করার জন্য খালি সুযোগ খুজতে থাকে একা নিরিবিলি এবং নির্জনতা কোথায় সেদিকে তারনজর উদ্দেশ্য এরকম বদ অভ্যাসের চাহিদা মেটানো ।

• Inclination to bite. কামড় দেয়ার প্রবণতা ।

• Deceitfulness. কাজে কর্মে ; স্বভাবে আচরণে এবং কথা বার্তায় পুরোই প্রতারক টাইপের আচরণ ফুটে উঠে । চরিত্রের ওজন ও গ্রহণযোগ্যতা কমে যায় । ঠকবাজ টাইপের বলতে পারেন ।

The main medicine in the treatment of masturbation

• Music is unbearable. গানটান ভালো লাগে না বেচারির কাছে ।

একদম অসহ্য । কেননা আকাম আর হস্তমৈথুন করতেই তার সময় চলে যায় ।

সেখানেই তিনি মজা লুটে নেয়; বিনোদনের স্বাদ তুলে নেয় ।

• It arouses lowest passions; patient is not only low minded but develops low type of disease also. মনের উচ্ছ্বাস; স্পিরিট; আবেগ এগুলো তার তেমন থাকেনা । মনটা হীন ও নিস্তেজ থাকে । এমনকি তার ফিজিক্যাল রোগগুলোও নোংরা টাইপের রোগ হয়ে থাকে ।

• It is a remedy for depravities, due to bad inheritance. — নৈতিক অবক্ষয় বা ইবলিশ টাইপের ব্যাক্তিদের ক্ষেত্রে মেডিসিনটি বেশি প্রযোজ্য হয় । জেনেটিক্যালিই খারাপ স্বভাবগুলো পেয়ে থাকে ।

• Early broken down, prematurely senile person. বয়সের তুলনায় বেশি বুড়িয়ে যায় । শরীর মন ভেঙে যায় । দেহ মনের শক্তি লোপ পায় । পচিঁশ বছরের বালক যেন ষাটোর্ধ্ব বয়সের দেহ আর মস্তিষ্ক বহন করে চলছে ।

হস্তমৈথুনের চিকিৎসা:

এমন লক্ষন যাদের মাঝে আছে তারা বিউফো রানা  এই হোমিও ঔষধটি ৩০ শক্তিতে সকাল বিকাল ৩-৪ ফোটা করে খাবে।

 

আরো পড়ুন:

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

হোমিও সদৃশ্য ১২টি বায়োকেমিক ঔষধের সংক্ষিপ্ত পরিচয়

মায়াজমের (Miasm) পরিচয়ঃপর্ব এক

Related Posts

5 Comments

  1. Tamim
    • modernitbd
    • modernitbd

Add Comment

You cannot copy content of this page