দক্ষিণ কোরিয়াতে স্বর্ণের বাজার

দক্ষিণ কোরিয়াতে স্বর্ণের বাজার

순 অর্থ বিশুদ্ধ ,
금 অর্থ স্বর্ণ।
আজকে ২০২০ সালের 12 জানুয়ারি স্বর্ণের বাজার দর হচ্ছে,

বাংলাদেশে 1 গ্রাম 24 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে = 4249.95 টাকা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়াতে 1 গ্রাম 24 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 58216.26 KRW করিয়ান উয়ন।

(এখন লাভ লস এর হিসাব আপনার কাছে।)

দক্ষিণ কোরিয়াতে স্বর্ণের বাজার

দক্ষিণ কোরিয়াতে স্বর্ণের ইউনিটকে 돈 বলা হয়।
প্রতি বা 1 돈 হচ্ছে ৩.৭৫ গ্রাম এবং 1냥 এ হয় 10돈।
যেমন, আমাদের দেশে ভরি বলা হয়।

৩.১১ 돈 এ হচ্ছে ১ ভরি

খাঁটি সোনার 24 ক্যারেট বা কে = ক্যারেট, 14 ক্যারেট হচ্ছে 24/14)

24 ক্যারেট খাঁটি সোনার (99.99% খাঁটি সোনার)
স্বর্ণের পরিমাপ এবং বিশুদ্ধতা ….
১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি)

স্বর্ণ পরিমাপের এককঃ

১ ভরি = ১৬ আনা

ও ১ ভরি = ৯৬ রতি
১ আনা = ৬ রতি
১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম
প্রতি বা 1 돈 হচ্ছে ৩.৭৫ গ্রাম এবং 1냥 এ হয় 10돈।

সর্বশেষে আমি বলব, স্বর্ণ কেনার সময় যা জানা আপনার বেশী প্রয়োজন তাহলো আপনি কত ক্যরেটের স্বর্ণ কিনছেন বা কিনবেন। 

স্বর্ণ সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যরেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যরেটেরও স্বর্ণ আছে।

ক্যারেট অনুযায়ী পিউরিটির একটি তালিকা নিন্মে তুলে ধরছিঃ

২৪ ক্যারেট= ৯৯.৯৯ % পিউর
২২ ক্যারেট= ৯১.৬০ % পিউর
২১ ক্যারেট=৮৭.৫০% পিউর
১৮ ক্যারেট= ৭৫.০০ % পিউর
১৪ ক্যারেট= ৫৮.৫ % পিউর

২৪ ক্যারেট সোনা হচ্ছে খাঁটি সোনা | খাঁটি সোনা কেবল বার হিসাবে পাওয়া যায় |

এসব বারে সোনার পরিমাণ থাকে ৯৯.৯৯ ভাগ | তৈরি গহনার মধ্যে ২২ক্যারেট সবচেয়ে ভালো |

সাধারণত খাঁটি সোনা নরম। এই নরম সোনা দিয়ে গহনা করা যায় না।

স্বর্ণালংকার

এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তা প্রভৃতি ধাতু। তাই খাঁটি স্বর্ণ কিনতে হলে স্বর্ণের নমনীয়তা খেয়াল করুন।

সাধারণত ২৪ ক্যারেট স্বর্ণই হলো খাঁটি। ২৪ ক্যারেট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ।

কিন্তু দোকানে সাধারণত, ২২ ক্যারেট স্বর্ণ দিয়েই অলঙ্কার তৈরি হয়।

আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন, যাতে ২২ ক্যারেট স্বর্ণ দেওয়া হয়। ২২ ক্যারেট স্বর্ণ মানে ৯১.৬ শতাংশ খাঁটি স্বর্ণ। ইদানিং বড় বড় স্বর্ণালংকারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন চলে এসেছে।

স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে মাপার পর স্বর্ণে খাদ থাকলে সহজেই ধরা পড়ে যাবে। মেশিনই বলে দেবে কত ক্যারেটের স্বর্ণ আপনাকে দেওয়া হয়েছে। বিআইএস চিহ্ন দেখে স্বর্ণ কিনুন।

সাধারণত, স্বর্ণ কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনে। খাঁটি স্বর্ণ চেনার এটাই নিয়ম। এছাড়াও বিআইএস চিহ্ন দেখে স্বর্ণ কিনুন। তাতে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার স্বর্ণ সত্যিই খাঁটি।

ফ্লুরোসেন্স মেশিনে এক্সরে করিয়ে নিতে পারেন। যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করাটা একটু কঠিন। কারণ সব জায়গাতে সচরাচর এমন সুযোগ আপনি নাও পেতে পারেন।

তবুও চেষ্টা করে দেখতে পারেন। এই কারনে ক্যারেটভেদে স্বর্ণের দামে পার্থক্য পরিলক্ষিত হয়।

দক্ষিণ কোরিয়াতে স্বর্ণের বাজারের জন্য বিখ্যাত জায়গা হচ্ছে:

জংনো গহনা শপিং স্ট্রিট।
ঠিকানা হচ্ছে জঙ্গনো-গু, সিউল

সাবওয়ে – 종로3가역

লাইন 3 종로3가역

ও লাইন 5 종로3가역

লাইন 1 종로3가역
প্রস্থান 1, 2, 9, 10,11

এখানে ছুটির দিন, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার বন্ধ থাকে।
এছাড়া আনসানের বড় স্বর্ণের মার্কেট রয়েছে।

যা বুঝলাম, দক্ষিণ কোরিয়াতে বেশিভাগ স্বর্ণ 24 ক্যারেটের বা খাঁটি স্বর্ণ হয়ে থাকে। কিন্তু চেইনের ক্লিপ এগুলা হয়ে থাকে 18 ক্যারেট লেখা থাকে।

সকলের জন্য শুভকামনা। স্বর্ণ জমা থাকবে সম্পদ হিসাবে।

আরও পড়তে পারেন:

কোরিয়ান ই-৭ ও F-২-৬ ভিসার সুবিধা অসুবিধা

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

ইপিএস টপিক চূড়ান্ত রেজিস্ট্রেশন প্রত্যাশীদের করণীয়

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব

Related Posts

Add Comment

You cannot copy content of this page