Payoneer কি | পেওনিয়ার মাস্টার কার্ড

বাঙালি ভাই-বোনেরা অনেকেই এখন ফ্রিল্যান্সিং করেন।তাই মাস্টার কার্ড ওঅনেকেরই প্রয়োজন হয়।আর সে কারণেই আজ আমাদের আলোচনার বিষয় বস্তু অনেকগুলো বিষয়ের উপর হবে।যেমন:   Payoneer কি | পেওনিয়ার মাস্টার কার্ড পেওনিয়ার মাস্টার কার্ড, payoneer একাউন্ট খোলার নিয়ম, পাইওনিয়ার মাস্টার কার্ড, মাস্টার কার্ড কিভাবে করব ,মাস্টার কার্ড কিভাবে পাবো , মাস্টার কার্ড করার নিয়ম, mastercard কিভাবে পাব , কিভাবে payoneer account খুলব কিভাবে, payoneer account খুলব ,পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম  এই সব বিষয়ই লেখায় উপস্থিত থাকবে ।আস্তে আস্তে বিভিন্ন তথ্য এড করা হবে।

 

Payoneer কি | পেওনিয়ার মাস্টার কার্ড

পেওনিয়ারের মাধ্যমে কোন ধরণের লেনদেন নিষিদ্ধ?

অনলাইন পেমেন্ট সমস্যা সমাধানে পেওনিয়ার দ্বায়বদ্ধ। কিন্তু এমন কিছু লেনদেন আছে যা পেওনিয়ারের নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ, বেআইনি। এ সংশ্লিষ্ট কার্যক্রমে পেওনিয়ার নিজেকে বিরত রাখে।

উদাহরণ স্বরুপ, অবৈধ এবং যে কোন ধরণের জালিয়াতি এবং প্রতারণাপুর্ণ কার্যক্রম এর লেনদেন পেওনিয়ারের মাধ্যমে সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

পেওনিয়ার সেসব ব্যক্তি বা দেশে অর্থনৈতিক লেনদেন কার্যক্রম পরিচালনা করবে না, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রন দপ্তর দ্বারা সীমাবদ্ধ।

অনলাইন ডেটিং, সিউডো-ফার্মাসিউটিক্যালস, পর্নোগ্রাফি, আতশবাজিসহ এ ধরণের কাজের সাথে যুক্ত লেনদেনের ক্ষেত্রে পেওনিয়ারের নিষেধাজ্ঞা রয়েছে।

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করুন

পেওনিয়ার মাস্টার কার্ড | নিষিদ্ধ লেনদেন

আমাদের শর্তাবলী এবং নিষিদ্ধ লেনদেনের সম্পূর্ণ তালিকা দেখুন।
নিষিদ্ধ লেনদেন

  1. বেআইনি,
  2. জালিয়াতি,
  3. প্রতারণার সাথে সংশ্লিষ্ট যেকোন ধরণের নিষিদ্ধ কার্যক্রমে আপনি পেওনিয়ারের সার্ভিস এবং ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না।
  4. যদি আপনার এই অনৈতিক, বে-আইনি, প্রতারণার কর্মকান্ডের সাথে পেওনিয়ারের শর্ত এবং নীতিমালা সাংঘর্ষিক পরিলক্ষিত হয় তাহলে পেওনিয়ার আপনার একাউন্ট সেবা এবং লেনদেন কার্যক্রম স্থগিত এবং আজীবনের জন্য নিষিদ্ধ করে দিতে পারে। আইন লংঘনের প্রবণতা এবং সক্রিয়তা কার্যক্রমের উপর নির্ভর করে আমরা আইন প্রয়োগকারি সংস্থাকে অবহিত করি।

68 টি কর্মকান্ডকে অর্থ প্রদান এবং গ্রহন কঠোরভাবে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়  | payoneer mastercard এর ক্ষেত্রে

 

যেসব কর্মকান্ডে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন অর্থাৎ অর্থ প্রদান এবং গ্রহন কঠোরভাবে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়, সেগুলো নিম্নরুপঃ

  1.  যে কোন ধরণের বে-আইনি এবং অনৈতিক কার্যক্রম।
  2. প্রাচীন শিল্পকর্ম
  3.  যে কোন ধরণের মাদক এবং নেশাজাতীয় পণ্য, এলকোহল বা এগুলো উৎপাদনকারী উপকরণ বা এগুলো ব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে এমন আইটেম
  4.  অশ্লীল এবং এর সাথে সংশ্লিষ্ট পণ্য এবং সেবা, পর্ণোগ্রাফি, এসকর্ট সার্ভিস, এডাল্ট সার্ভিস এবং এডাল্ট বিনোদনের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম।
  5.  ডিজিটাল এবং ক্রিপ্টোকারেন্সি সহ বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় এবং বিনিময়ের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম।
  6.  ফরেক্স, বাইনারি অপশন, ফিউচার ট্রেডিং, ব্রোকারেজ সার্ভিস এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম।
  7. যে কোন ধরণের ঋণ এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম।
  8. ঋণ সংক্রান্ত কর্মকান্ডে ঋণ অপসারণ, একত্রীকরণ এবং রুপান্তরকরণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম।
    যে কোন ধরণের দান
  9.  সংগ্রহ সংস্থা
  10. ক্রেডিট প্রটেকশন বা পরিচয় প্রতারণা সনাক্তকরণ সংক্রান্ত সার্ভিস এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম।
  11.  ইউটিলিটি বিল পরিশোধ সেবা।
  12.  লটারি টিকেট, জুয়া, ক্যাসিনো, বেটিং সংক্রান্ত বেআইনি কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম।
  13.  নিজস্ব তহবিলে আর্থিক লেনদেন
  14.  ট্রাস্ট এবং এসেট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট কার্যক্রম।
  15.  ক্রাউডফান্ডিং
  16.  ব্যবসায়িক উদ্দেশ্যে সম্পর্কিত নয় এমন ব্যক্তিগত উদ্দেশ্যে অর্থ প্রদানের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম
  17. মূল্যবান ধাতু, পাথর এবং পৃথিবীতে বিরল খনিজ সম্পদ
  18.  অনলাইন সহ যে কোন ডেটিং সার্ভিস
  19.  সিউডো-ফার্মাসিউটিক্যালস
  20.  বিনিয়োগ প্রতিষ্ঠান সহ অন্যান্য আর্থিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান
  21. বীমা বিক্রয় ও এই সম্পর্কিত সেবা
  22. পুজিবাজার
  23.  ট্যাক্স রিফান্ড
  24. মানি-অর্ডার বা বৈদেশিক মুদ্রার বিক্রয়।
  25.  ওয়্যার ট্রান্সফার মানি অর্ডার।
  26.  প্রি-পেইড কার্ড, গিফট, সার্টিফিকেট পুনরায় ক্রয় বিক্রয়।
  27.  ব্যক্তিগত উদ্দ্যেশ্যে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে আর্থিক লেনদেন, যেমন উপহার, ঋণ।
  28. প্রেসক্রিপশন ড্রাগ।
  29.  ই-সিগারেট সহ তামাক জাতীয় পণ্যের ক্রয় বিক্রয়।
  30.  ফার্মাসিউটিক্যাল এবং ফার্মেসি পরিসেবা।
  31. প্রেসক্রিপশন ডিভাইস, অনুমোদনহীন ওষুধ অথবা মেডিকেল ডিভাইস
  32.  চিকিৎসা, পুনর্বাসন, টিকা প্রদান, চেক আপ, সাইকোলজিকাল কাউন্সেলিং, ডায়াবেটিকস, প্লাস্টিক সার্জারি, মাসাজ, সারোগেসি এবং অন্যান্য স্বাস্থ্য সেবা।
  33.  হিংসা, বিদ্বেষ, এবং বর্ণ বৈষম্যমুলক কার্যক্রম।
  34. ফাইল শেয়ারিং ওয়েবসাইট যেখানে কপিরাইট কন্টেন্ট প্রদর্শন এবং আদান প্রদান করা হয়।
  35.  অন্য কারও মেধাসত্ত্ব অধিকার (intellectual property rights) লঙ্ঘন করে এমন পন্য বা সেবা
  36.  সেসব পণ্য এবং পরিষেবা যা কোন স্পাইওয়্যার, ম্যালওয়্যার, ভাইরাস, ড্রপ ডেড ডিভাইস বা অন্যান্য প্রোগ্রাম ইনস্টল করার জন্য পপ-আপগুলি প্রসেস করে বা ধারণ করে, প্রচার করে, রেফার করে।
  37. জীবিত প্রাণীদের অবৈধ বাণিজ্য
  38.  সাপ, কুমির বা সিলের ত্বক থেকে তৈরি পণ্য দ্বারা অবৈধ বাণিজ্য
  39.  রিয়েল এস্টেট বিক্রয়, বিনিয়োগ এবং ভাড়া সংগ্রহ
  40. আতশবাজি
  41. আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র যেমন ছুড়ি, গোলাবারুদ, বন্দুক, মেশিনগান
  42. একাডেমিক প্রবন্ধ রাইটিং
  43.  লাইসেন্সবিহীন ব্র্যান্ডযুক্ত পণ্য সহ জালিয়াতি বা কপিরাইট লঙ্ঘন
  44.  ফ্রেশ ফুড ও প্রডিউস
  45.  জৈব সার
  46.  পেট্রোলিয়াম ওয়েল
  47.  ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস
  48.  শেল কর্পোরেশন
  49.  মারিজুয়ানা এবং এই সংক্রান্ত ব্যবসা
  50. অবৈধ ওষুধের অনুকরণের জন্য তৈরি উপকরণ
  51.  ক্লিনিক্যাল ট্রায়াল
  52.  স্টেরয়েড
  53. ক্যাশ স্টোরেজ এবং পরিবহন
  54.  আর্থিক পণ্য (মানি অর্ডার, কারেন্সি, চেক ইত্যাদি) ক্রয় বিক্রয়
  55. নিলামের ফি পরিশোধ
  56.  চেক ভাঙ্গানো
  57. শুকনো বীজ
  58.  ইন্টারনেট গেমিং, কন্টেস্ট, সুইপস্টেক, পণ্য বা পরিষেবা কেনার প্ররোচনা হিসাবে পুরষ্কার প্রদান
  59. প্রাকৃতিক খনিজ সম্পদ বিক্রয়, যেমন: কাঠ, কয়লা
  60.  ব্যবহৃত ঘড়ি, বই এবং উচ্চদামের পণ্য যেগুলোর মালিকানা যাচাই করা যায় না সেগুলোর ক্রয় বিক্রয়
  61.  পরিবহন ক্রয় বিক্রয় (নতুন বা ব্যবহৃত)
  62. নন প্রফিট প্রতিষ্ঠান
  63.  লাইসেন্সবিহীন এমএসবি এর এবং লাইসেন্সবিহীন এসক্রো এর পরিষেবাগুলি
  64. ফ্যান্টাসি স্পোর্টস
  65.  ভিডিও গেম বা ভার্চুয়াল ওয়ার্ল্ড ক্রেডিট বিক্রয়
  66.  সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইক, টুইটার ফলোয়ার, ইউটিউবে ভিউ বিক্রি
  67.  অন্যান্য ব্যবসা যা ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে পরিষেবা সরবরাহ, নগদীকরণ, পুনরায় ক্রয়বিক্রয় বা ডিজিটাল পণ্য বা পরিষেবায় রূপান্তর করতে পারে বা অন্যথায় ভার্চুয়াল বিশ্ব থেকে প্রস্থান করতে পারে
  68.  অন্যান্য ক্যাটাগরি যেটায় লেনদেন নিষিদ্ধকরণে পেওনিয়ার তার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করতে পারে।
    Source:1  Source:2
প্রশ্ন- কখন টাকা ব্যাংকে আসবে?
উওর – পেওনিয়ার থেকে ব্যাংকে ডলার ট্রান্সফার করার সময় অনেকের ৫+ দিনের মতো লাগে তখন অনেকে চিন্তায় থাকে।
তাদের উদ্দেশ্য বলছি, আপনার যদি ১-২ দিনের ভিতর ব্যাংকে টাকা নিয়ে আসতে চান তাহলে রবিবার- সোমবার- মঙ্গলবার-বুধবার মধ্যে পেওনিয়ার থেকে ডলার ট্রান্সফার করবেন তাহলে ১-২ দিনের ভিতর টাকা পাবেন।
আমি ১ দিন পর অনেকবার পয়েছে।
টাকা আসতে সময় নিলে চিন্তা করবেন না কারন ব্যাংক খোলা থাকলে ব্যবসায়ী ২-৫ দিনের ভিতর টাকা ব্যাংকে চলে আসে।
প্রশ্ন – ডলার রেট কখন বেশি পাওয়া যায়?
উওর – ডলার রেট ব্যাংক যেদিন খোলা থাকে সেদিন ১ টু বেশি পাওয়া যায় তবে রেট উঠা নামা করে কখন বেশি পাবেন বলা যায় না। তাই বার বার পেওনিয়ার অ্যাপ দিয়ে চেষ্টা করবেন।
আশা করি যাদের ডলার দেরি আসে এবং এসব সমস্যা সমাধান চাইছিলেন তাদের উপকার হবে।

আরো পড়ুন:

Related Posts

Add Comment

You cannot copy content of this page