আল-হাইআতুল উলয়া বাংলাদেশের দাওরায়ে হাদীসের ফলাফল ২০২১ | ১৪৪২ হিজরী এর ফলাফল প্রকাশীত হয়েছে।
প্রিয় ভাই-বোনেরা দাওরায়ে হাদীসের রেজাল্ট ২০২১ প্রকাশীত হয়েছে।
দাওরায়ে হাদীস (তাকমীল) এর ফলাফল প্রকাশ
১৪৪২ হিজরী/২০২১ সনের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলের পিডিএফ ফাইল ডাউনলোড করুন :লিংকে ক্লিক করুন :
ব্যক্তিগত ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন :লিংকে ক্লিক করুন :
Page Content Highlights
দাওরায়ে হাদীসের ফলাফল ২০২১ | ১৪৪২ হিজরী|দাওরায়ে হাদীসের রেজাল্ট
আবশেষে অনেক অপেক্ষার প্রকাশীত হল বাংলাদেশে কওমী মাদরাসার সব থেকে বড় বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদীসের রেজাল্ট।
দাওরায়ে হাদীসের রেজাল্ট প্রকাশীত হয়েছে।আল হাইয়াতুল উলইয়ার রেজাল্ট দেখতে আপনাদের যা করতে হবে তা নিচে দেওয়া হলঃ
আরো পড়ুন: বেফাক পরীক্ষার ফলাফল 2021
দাওরায়ে হাদীস (তাকমীল) এর ফলাফল প্রকাশ
১৪৪২ হিজরী/২০২১ সনের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলের পিডিএফ ফাইল ডাউনলোড করুন :লিংকে ক্লিক করুন :
ব্যক্তিগত ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন :লিংকে ক্লিক করুন :
দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল|দাওরায়ে হাদীসের ফলাফল 2021
১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল রবিবার ৭ যিলহজ্জ ১৪৪২ হিজরী মুতাবিক ১৮ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে প্রকাশিত হয়েছে।
১৪৪২ হিজরী।২০২১ সনের দাওরায়ে হাদীস পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করুন হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট থেকে।
ওয়েব সাইট এড্রেস— https://alhaiatululya.com
দাওরায়ে হাদীস এর ফলাফল প্রকাশ
মোবাইলে sms এর মাধ্যমে দাওরায়ে হাদীসের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করুন ২৯৯৩৩ নম্বরে
দাওরায়ে হাদীসের ফলাফল ২০২১ | ১৪৪২ হিজরী|দাওরায়ে হাদীস পরীক্ষায় পাসের হার ৭৩.২৫%
অদ্য ৭ জিলহজ্জ ১৪৪২ হিজরী, ১৮ জুলাই ২০২১ ঈসাব্দ, রবিবার আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪২ হিজরী, ১৪২৭ বঙ্গাব্দ, ২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৮,৫৪৬ জন; ছাত্রী ১১,৪৪২ জন; মোট ২৯,৯৮৮ জন। সারাদেশে ৮৮টি ছাত্র ও ১৩৪টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২০,০০৪ জন, অনুত্তীর্ণ ৭,২৬৮ জন, স্থগিত ২৬ জন এবং অনুপস্থিত ২,৬৮২ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,২১৯ জন এবং ছাত্রী ৬,৭৮৫ জন। পাসের হার ছাত্র ৭৯.৪২%, ছাত্রী ৬৩.৬৩%। গড় পাসের হার ৭৩.২৫%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১০৪৭ জন এবং ছাত্রী ৭৪ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩৯০০ জন, ছাত্রী ১১০৪ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫৭৫৬ জন, ছাত্রী ৩২৯১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২৫১৬ জন, ছাত্রী ২৩১৬ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ৮ জনের।
পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৭ তম ও ছাত্রী ২৩ তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে। ৯৩৫ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর মাদরাসার মো: মাকতুম আহমেদ, রোল নং ১৫৭৬৯। ৯৩১ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি মাদরাসার রেজাউল করিম নাঈম, রোল নং ১৫৩৪৪। ৯২৯ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলুরোড, মগবাজার, ঢাকা মাদরাসার মো: গালিব আনোয়ার সিদ্দীকী, রোল নং ১১১২৯।
৯০৩ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত গলগন্ডা মহিলা মাদরাসার মাসুমা, রোল নং ২২৪৩৬। ৮৯৩ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলূম গোলাপবাগ যাত্রাবাড়ী মহিলা মাদরাসার নাজিয়া সুলতানা, রোল নং ২৫৯৫৩। ৮৯১ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলার আয়েশা (রা.) লালখান বাজার মহিলা মাদরাসার মাইমুনা বিনতে রহীম উদ্দীন, রোল নং ২০৬৩৬।
আমরা সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলের সহায় হোন। আমীন।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশীত হয়েছে।
আলহামদুল্লাহ আমাদের কওমী মাদ্রাসা এই পর্যন্ত এগিয়ে এসেছ তাই আমরা গর্বিত।
আমরা চাইতেছি। স্কুল কলেজ ও ভার্সিটির ফলাফল যেমন একটি Apps এর দ্বারা দেখতে পাওয়া যায় ।
তার ভিতর এক জন ছাত্রের সকল তথ্থ। পাওয়া যায়। এবং শুরু থেকে এখন পর্যন্ত । যারা পরিখ্খা দিয়েছে । সকল বছরের ফলাফল এক apps এর ভিতরেই পাওয়া যায়।আমরা এমন একটি apps চাইতেছি। তাতে থাকবে ।
১।ছাত্র/ছাত্রির নাম।
২।পিতার নাম।
৩।মাতার নাম।
৪।জন্ম তারিখ।
৫।ফলাফল ।(Gpa/মোট নাম্বার)
৬।পাসের সন।
৭।রোল নাম্বার।
৮।রেজিস্টিশন নাম্বার।
৯।গ্রুপ/বিভাগ যদি থাকে।
HOBE SAMNE INSA-ALLAH
Add Comment