prize bond draw | প্রাইজবন্ড ড্র | প্রাইজবন্ড কেনা কি হালাল?
উত্তর প্রদান করেছেন উস্তায Abdur Rahman Ad Dakhil (হাফি)
prize bond draw | প্রাইজবন্ড ড্র | প্রাইজবন্ড কেনা কি হালাল?
প্রাইজবন্ড সুদি লেনদেনের অন্তর্ভুক্ত। রিবা বা সুদ প্রধানত দুই প্রকার।
- ১, রিবা আল ফাদল।
- ২, রিবা আন নাসিয়্যাহ। বর্তমান সময়ে প্রচলিত অধিকাংশ সুদই এখানকার দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত, এমনকি এটিও।
সরকার প্রাইজবন্ড ছাড়ে। যা যে কোনো ব্যাংক থেকে ভাঙ্গানো যায়।
একটা নির্ধারিত মেয়াদের পর লটারীর মাধ্যমে ড্র করা হয়। এরপর বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়।
এই পুরস্কারটাই রিবা আন নাসিয়্যাহ বা সুদ।
প্রাইজবন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাংককে ঋণ প্রদান করা হচ্ছে। আর ব্যাংক প্রাইজ বা পুরস্কার দেয়ার নামে ক্রেতাকে সুদ দিচ্ছে।
এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত প্রবন্ধটি পড়া যেতে পারে—