কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব

যারা গতকালের পোষ্টটি দেখেছেন তারাই কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব বুঝবেন।
이중 모음 = 11개 (সংযুক্ত/যৌগিক স্বরবর্ণ) = ১১টি)

কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব লেকচার 2:

কোরিয়ান ভাষায় (সংযুক্ত/যৌগিক স্বরবর্ণ) ১১ টি।

সংযুক্তস্বরবর্ণঃ–모음
বর্ণ–글자 উচ্চারণ–음가

যথাঃ–
ㅏ+ㅣ  ­­­  ㅐ    애  =  য়্যা
ㅑ+ㅣ    ㅒ    얘  =  ইয়্যা
ㅓ+ㅣ    ㅔ     에  = এ
ㅕ+ㅣ    ㅖ     예  = ইয়ে
ㅗ +ㅏ   ㅘ     와  = ওয়া
ㅗ+ㅐ    ㅙ     왜  = ওয়্যা
ㅗ+ㅣ   ㅚ      외  = ওই
ㅜ+ㅓ    ㅝ     워  = উয়
ㅜ+ㅔ    ㅞ     웨  = উয়ে
ㅜ+ㅣ    ㅟ     위  = উই
ㅡ+ㅣ    ㅢ      의  = ঊই

যাইহোক, জানি এভাবে কোরিয়ান ভাষা শেখানো সম্ভব না,তবুও নতুনদের প্রাথমিক ধারণা দেয়ার জন্য  পোষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। এতে মোটামুটি একটু হলেও ধারণা আসবে ইনশা আল্লাহ।

 

কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব লেকচার 3:

কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ ১৪ টি।

যথাঃ-
ব্যঞ্জনবর্ণ–자음
বর্ণ–글자 উচ্চারণ–음가

বাংলা অক্ষর উচ্চারণ

ㄱ গিয়ক   উচ্চারণ – খ,গ,ক
ㄴ নিয়ন   উচ্চারণ –  ন,ণ
ㄷ দিগুত   উচ্চারণ – থ,দ,ত
ㄹ রিউল   উচ্চারণ – র,ল
ㅁ মিউম   উচ্চারণ – ম
ㅂ বিউপ   উচ্চারণ –  ফ,ব,প
ㅅ সিওত   উচ্চারণ – ছ,স,ত
ㅇ ইউং     উচ্চারণ – ং,ঙ
ㅈ জিউত   উচ্চারণ –  ছ,জ,ত
ㅊ ছিউত    উচ্চারণ – ছ
ㅋ খিউক    উচ্চারণ –  খ
ㅌ থিউত     উচ্চারণ – থ,ট
ㅍ ফিউপ     উচ্চারণ –  ফ
ㅎ হিউত      উচ্চারণ –  হ

লেকচার 4

কোরিয়ান ভাষায় সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ৫ টি।

যথাঃ–
সংযুক্ত ব্যঞ্জনবর্ণঃ–자음
বর্ণ–글자 উচ্চারণ–음가

ㄲ    ছ্যাং   গিয়ক    উচ্চারণ – ক
ㄸ    ছ্যাং   দিগুত    উচ্চারণ – ত
ㅃ    ছ্যাং    বিউপ  উচ্চারণ – প
ㅆ     ছ্যাং   সিওত  উচ্চারণ – শ
ㅉ     ছ্যাং    জিউত  উচ্চারণ – চ

পড়ার নিয়ম:

ব্যঞ্জনবর্ণ  + স্বরবর্ণ

  • 가 = ㄱ + ㅏ = গ + আ = গা
  • 너 = ㄴ + ㅓ = ন +অ = ন
  • 도 = ㄷ + ㅗ = দ  + ও = দো
  • 루 = ㄹ + ㅜ = ল + উ , র +  উ   = লু/ রু
  • 므 = ㅁ + ㅡ = ম + উ = মু
  • 비 = ㅂ + ㅣ = ব +  ই   =বি

 

কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত

আমরা অনেক কিছুই শিখলাম

এবার এগুলো ভালোকরে খাতাই লিখে লিখে পড়ুন ।

ভূল ত্রুটি ক্ষমার যোগ্য,আমি ভূলের উর্ধে নই।

 

আরও পড়তে পারেন:

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

ইপিএস কর্মীগণ দেশে ফিরে কোরিয়ান কোম্পানিতেই চাকরি করতে পারবেন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

 

 

কোরিয়ান ভাষা ও কোরিয়ান বিভিন্ন আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।
ক্লিক করুন এখানে

Related Posts

4 Comments

  1. Sohana khan
    • Sohana khan
      • modernitbd
    • modernitbd

Add Comment

You cannot copy content of this page