কোরিয়ান কথোপকথন প্রথম পর্ব

হ্যাল্লো বন্ধুরা !কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আজকে আমরা কিছু বিষয়ের উপর কোরিয়ান কথোপকথন ও তাদের বাংলা অর্থ শিখবো। পড়ার সুবিধার জন্য আমরা এ গুলিকে ২টি পর্ব ও ৪ টি ক্লাস আকারে ভাগ করবো।তো আজকে কোরিয়ান কথোপকথন প্রথম পর্ব।

আর বরাবরের মত আমি মো: সোলাইমান আল হেলাল আছি আপনাদের সাথে।
তো চলুন শুরু করা যাক…..

 

কোরিয়ান কথোপকথন প্রথম পর্ব

কথোপকথন 01
বিষয়ঃ অভিবাদন, 인사/소개

1.হ্যালো
안녕하세요 ( আননিঅং হাসেইঅ )

2.দেখা হওয়ায় খুশী হলাম !
만나서 반갑습니다 (মাননাস ফাংগাপসমনিদা)

2.আমার নাম OOO
제 이름은 OOO입니다 (জে ইরম অন 000 ইমনিদা)

3.মাফ করবেন, আপনার নাম কি?
실례지만 성함이 어떻게 되시죠? ( সিলরেজিমান সংয়ামি অতক্ষে থেসিজো? )

4.আপনার নাম কি?
당신 이름이 무엇입니까? ( থাংশিন ইরমি মুশিমনিকা? )

5.আমি কি আপনার নাম ধরে ডাকতে পারি?
이름만 불러도 될까요? ( ইরুমমান বুল্ল-অতো থেল্কাইয়ো? )

6.আপনাকে ধন্যবাদ
감사합니다 ( খামসাহামনিদা )

7.আমি দুঃখিত
미안합니다 (মিআানহামনিদা)

 

8.আপনার অবস্থা আজ  কেমন?
오늘 컨디션이 어떻습니까? ( অনল কনদিশন ই অ-থ-সমনিকা? )

9.আগামীকাল সকাল এ দেখা হবে
내일 아침에 봅시다  ( নেইল আসিম য়ে ফোপশিদা )

10.আজ  আমার ভাল লাগছে
오늘 기분 좋아 보입니다. (অনল খিবুন জোয়া বোইমনিদা।)

11.দীর্ঘদিন দেখা নাই. আপনি কেমন আছেন?
오랜만입니다. 요즘 어떻게 지내세요? ( অরেনমানিমনিদা। ইয়োজম অতক্ষে জিনেসেইয়ো )

12.ইদানীং একটু ব্যস্ত.
요즘 조금 바쁩니다. ( ইয়োজোম জোগম বাপমনিদা।)

13.আপনার শরীর (আমি মনে করি) ভাল নয়
몸이 / 기분이  않좋아요 ( মোমি/কিবুনি আনজোয়া-ইয়ো।)

14.পরিবারের সবাই কেমন আছেন?
가족들은  잘  지내시죠? ( খাজুকদলউন ঝাল জিনেসিজইয়ো।)

15.সবাই ভাল আছেন
모두  잘  지내고  있습니다. ( মোদু ঝাল জিনেগো ইছস্মনিদা )

15.দেখা হওয়ায় খুশী হলাম
만나서  반갑습니다. ( মান্না-স ফানগাপসুমদিনা।)

16.পরে আবার দেখা হবে
다음에  또  봐요 ( দাওমে তো বায়ো।)

17.আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম।
만나뵈어서  매우  기쁩니다. ( মাননাবোইসো মেয়ু কিপপূমনিদা।)

18.হ্যাভ এ নাইস ডে
즐거운  하루  되세요 (জূল-গ-ওন হারু থেসেইয়ো।)

 

[বিঃদ্রঃ কোরিয়ান ভাষার সঠিক উচ্চারণ বাংলায় লেখা কষ্টসাধ্য । তাও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিক ভাবে উচ্চারণ তুলে ধরার জন্য।

কোরিয়ান ভাষা ও কোরিয়ান বিভিন্ন আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। ক্লিক করুন এখানে

 

কথোপকথন 02

বিষয়ঃ সময়/আবহাওয়া 시간,날씨

1.আজ  কত তারিখ ?
오늘이  몇일 이에요?  অনূরি মিয়চিল ইয়েইয়?

2.এখন কয়টা বাজে?
지금  몇시에요?  চিগূম মিয়তসিয়েইয়?

3.কয়টা বাজে যাব?
몇시에  갈까요?  মিয়তসিয়ে খালকা-ইয়?

  1. সন্ধ্যা ৭টার দিকে আসুন।
    저녁 일곱시 쯤에 오세요.  ঝনিয়গ ইলগোপশি চুম-এ ওসেও।

5.সময় দ্রুত চলে যায়।
시계가  빠르네요.  সিগেগা পারূনেইয়।

6.দক্ষিণ কোরিয়ার সাথে সময়ের পার্থক্য কত?
한국 과  시차가  얼마에요? হানগুগ গোয়া সিছাগা অল্মাএইয়?

  1. আবহাওয়া কেমন?
    날씨가 어떤가요? নালসিগা অতনগাইয়?

8.আবহাওয়া ভাল না
날씨가  좋지  않네요   নালসিগা জোজি আনেও।

9.আবহাওয়া কি খুবই ঠান্ডা?
날씨가  추운가요?  নালশিগা চূন গায়ো

 

10.আজকের তাপমাত্রা কত ডিগ্রী?
오늘은  기온이  몇도에요?  অনূরুন গিওনি মিয়ত-দোএইয়?

11.আজ   তাপমাত্রা -১৮ ডিগ্রী আছে।
오늘은  기온이  영하  십팔도에요.  অনূরুন গিওনি ইয়ংয়া সিপফাল- দোএইয়?

12.খুব ঠান্ডা
매우  추워요 মেয়ো ছুওঅইয়।

13.খুব গরম
무척  더워요  মুছঅগ থ-ওঅইয়।

14.তুষারপাত হয়েছিল?
서리가  내렸어요? সরিগা নেরিয়চ্ছঅ-ইয়?

15.কুয়াশা পড়ছে?
안개가  끼었어요  আনগেগা কি-অচ্ছ-ইয়?

16.পরিষ্কার আকাশ
하늘이 개었어요 হাণূড়ী ক্যাঅচ্ছ-ইয়

17.মেঘলা দিন
날이 흐리네요 নালি হুরিনেয়।

18.ঝড়ো বাতাস বইছে
바람이 많이 불어요 ফারামি মানি বুরঅ-ইয়?

19.দেয়ালে ছত্রাক হয়েছে
벽에 곰팡이가 피었어요  বিয়গে গুমফাংইগা ফিয়চ্ছ-ইয়।

কোরিয়ান কথোপকথন প্রথম পর্ব এখানেই সমাপ্ত

 

[বিঃদ্রঃ কোরিয়ান ভাষার সঠিক উচ্চারণ বাংলায় লেখা কষ্টসাধ্য । তাও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিক ভাবে উচ্চারণ তুলে ধরার জন্য।comment and share please

ভূল ত্রুটি ক্ষমার যোগ্য,আমি ভূলের উর্ধে নই।

আরও পড়তে পারেন:

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব

ইপিএস কর্মীগণ দেশে ফিরে কোরিয়ান কোম্পানিতেই চাকরি করতে পারবেন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

 

আমাদের ফেসবুক পেজে লাইক দিন। ক্লিক করুন এখানে

Related Posts

One Response

  1. RS Sumon Ahsan

Add Comment

You cannot copy content of this page