হাদীস বর্ণনায় সাহাবায়ে কেরামের অভূতপূর্ব সতর্কতা:মাওলানা মহিউদ্দীন মুহাম্মদ আনিছ কাসেমী
পৃথিবীর বুকে নবীজীকে সবচে বেশি মূল্যায়ন করেছেন সাহাবায়ে কেরাম রা.। নিজের সর্বস্বকে তাঁর সমীপে সঁপে দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা প্রিয় নবীর জন্য এ বিশেষ জামাত নির্বাচন করেছেন।
যাঁদের হৃদয়সমগ্র ছিল নবীজীর ভালোবাসায় ভরপুর।
নবীজীর প্রতিটি কথা, কাজ, সর্মথন, সীরাত ও সিফাত পুঙ্খানুপুঙ্খ অনুসরণ ছিলো যাঁদের দিবারাত্রির প্রধানতম কাজ।
তাঁরা অধীর আগ্রহ নিয়ে নবীজীর মুখনিঃসৃত বাণীর প্রতীক্ষায় থাকতেন।
Page Content Highlights
হাদীস বর্ণনায় সাহাবায়ে কেরামের অভূতপূর্ব সতর্কতার পাশাপাশী সংরক্ষণ ও করেছিলেন
সর্বপ্রকার উপায় উপকরণ অবলম্বন করে নবীজীর হাদীসের সংরক্ষণ করেছিলেন।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচারের ভয়ানক পরিণতি শুনে তাঁরা হাদীস বর্ণনায় ঐতিহাসিক সজাগ সচেতনতার বিকাশ ঘটিয়েছেন।
কোনো কোনো সাহাবী অধিক হাদীস জানা সত্ত্বেও বর্ণনা করেছেন খুব সীমিত পরিমাণ।
ভুল বা মিথ্যারোপ হয়ে যায় কি না- এ ভয়ে সর্বদা তটস্থ থাকতেন। যে পরিমাণই বর্ণনা করতেন, সর্বাত্মক চেষ্টা থাকত অক্ষরে অক্ষরে বর্ণনা করার।
তথাপি তাঁদের সকল থেকে একটি হাদীসও ছুটে বা হারিয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদীস সম্মিলিতভাবে সুসংরক্ষণে সক্ষম হয়েছিলেন।
(আররিসালা- ইমাম শাফেয়ী রহ.- ৩৪ পৃষ্ঠা)
হাদীস বর্ণনায় সাহাবায়ে কেরামের অভূতপূর্ব সতর্কতার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতেন
সাহাবায়ে কেরাম রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদীস জালকরণের সমস্ত ছিদ্রপথ বন্ধ করে দিয়েছেন। সামান্য সন্দেহের উদ্রেক হলেই সত্যাসত্যি যাচাইয়ের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতেন।
নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত ব্যক্তি থেকে কোনো হাদীস গ্রহণ করেননি। সাহাবাচরিত বিষয়ক কিতাবসমূহে এ সংক্রান্ত বহু ঘটনার উল্লেখ আছে।
এমনিভাবে তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচারী এবং হাদীস জালকারীদের চিহ্নিত করেছেন।
তাদের অপতৎপরতা থেকে রাসূলের হাদীসকে সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ রেখেছেন।
হাদীসের এই অতন্দ্রপ্রহরীগণ হাদীস বর্ণনায় কী পরিমাণ সাবধান ও সতর্ক ছিলেন এর বিস্তারিত বিবরণ হাদীস ও তারাজিম বিষয়ক কিতাবে সবিস্তারে উল্লেখ হয়েছে।
উদাহরণস্বরূপ এখানে দুয়েকটি উল্লেখ করা সমীচিন মনে হচ্ছে।
হযরত আমর বিন মায়মুন রা. বলেন,
مَا أَخْطَأَنِي ابْنُ مَسْعُودٍ عَشِيَّةَ خَمِيسٍ إِلَّا أَتَيْتُهُ فِيهِ. قَالَ: فَمَا سَمِعْتُهُ يَقُولُ لِشَيْءٍ قَطُّ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ ذَاتَ عَشِيَّةٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَكَسَ، فَنَظَرْتُ إِلَيْهِ وهُوَ قَائِمٌ مُحَلَّلَةً أَزْرَارُ قَمِيصِهِ، قَدْ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ، وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ. قَالَ: أَوْ دُونَ ذَلِكَ، أَوْ فَوْقَ ذَلِكَ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، أَوْ شَبِيهًا بِذَلِكَ
“আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ইবনে মাসঊদ রা. এর মজলিসে হাযির হতাম।
কিন্তু তাঁকে কোনোদিন ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন’ এভাবে হাদীস বর্ণনা করতে শুনিনি।
এক মজলিসে ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন’ বলে হাদীস বর্ণনা করলেন। বর্ণনাকারী বলেন, তখন তিনি মাথা নিচু করে ফেললেন।
আমি তাঁর প্রতি তাকালাম, তিনি তখন দাঁড়ানো ছিলেন। জামার বোতাম খোলা ছিলো।
তাঁর চক্ষুদ্বয়ে অশ্রুর বর্ষণ শুরু হলো। শিরাগুলো ফুলে উঠছিলো।
এরপর তিনি বলছেন, ‘নবীজী এর কাছাকাছি বলেছেন’, এর কমবেশী বলেছেন, এর অনুরূপ বলেছেন।”
(সুনানে ইবনে মাজাহ [২৩])
হযরত আবদুর রহমান বিন আবু লায়লা রহ. বলেন,
قُلْنَا لِزَيْدِ بْنِ أَرْقَمَ: حَدِّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: كَبِرْنَا وَنَسِينَا، وَالْحَدِيثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَدِيدٌ
“আমরা যায়েদ ইবনে আরকাম রা.কে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে কিছু হাদীস আমাদের বর্ণনা করুন। উত্তরে তিনি বললেন, আমাদের বয়স হয়েছে, স্মৃতিশক্তিতেও ভাটা পড়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস তো খুব কঠিন বিষয়।” (মুসনাদে আহমাদ- ১৯৩০৪, সুনানে ইবনে মাজাহ- ২৫)
পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। আছে অনেক বাদ ও মতবাদ।
কিন্তু কোনো ধর্ম বা মতবাদের প্রধান ও শীর্ষব্যক্তির কথা, কাজ, আচরণ, উচ্চারণ, সিরাত ও সিফাত ওভাবে সংরক্ষণ হয়নি, ভবিষ্যতেও হবে না যেভাবে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ, আচরণ, উচ্চারণ, সিরাত ও সিফাত।
ষড়যন্ত্রকারীদের সহস্র চক্রান্ত সত্ত্বেও সুষ্ঠুভাবে এ কাজ আল্লাহ তাআলা সম্পাদন করেছেন। এটি ইসলামের এক নযীরবিহীন স্বতন্ত্র বৈশিষ্ট্য।
[মাসিক মুঈনুল ইসলাম। সফর- 1441। অক্টোবর- 2019]
আরো পড়ুন:
- পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়
- জ্ঞানার্জনে দিগ দিগন্তে গমনের ফযীলত ও হাদীসের আলো ।
- হিফজ খানার শিক্ষক ও ছাত্রদের জন্য নসিহত
- একজন দুনিয়া বিমুখ আলেম