জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায় এই শিরোনামে লেখার জন্য দুঃখিত। এখন সব জায়গায় একটাই কথা শুনি আর সেটা হলো ভাল চাকরি চাই।
আর চাকরি চাই বলেই শেষ নয় বরং সরকারী চাকরি চাই একথাই সবাই বলে।যত ঘুষ লাগে লাগুক।
কিন্তু ব্যবসা কেউ করতে চায় না।আমাদের মানুষিকতা একদিনে এরকম হয়নি।
আজকে আমার আলোচনার বিষয় হলঃচাকরি পাওয়ার উপায় ।
তো এই বিষয়ে নিচে খুবই প্রয়োজনিয় কিছু কথা বলেছি ।সে গুলো ফলো করলে আশা করি আপনাদের আর
চাকরি পাওয়ার উপায় খোজা লাগবে না।
Page Content Highlights
সরকারি চাকরির খবর কয়জন রাখে
শুধু টাকা থাকলেই সরকারী চাকরি হয় না।কিংবা মামা-খালু দিয়ে কাজ হয় না।কিছু পড়াশুনাও করতে হয়।
আমাদের এই বিশাল জনসংখ্যার সবাই যদি সরকারি চাকরির খবর পড়া শুরু করে আর সরকারি চাকরিজীবি হতে চায় তবে বেসরকারি চাকরির খবর কারা পড়বে একবার ভাবুনতো।
এখন দেশের যে অবস্থা বেসরকারি চাকরি বা কোম্পানি জব পাওয়া কঠিন ব্যাপার।
বিডিজবস।বিডি জব।বিডি জবস।bd jobs কি চাকরি দেয়?
জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায়
জব পাওয়ার টেকনিক:আপনি চাকরির পরীক্ষায় টিকতে পারছেন না। তার জন্য দায়ী আপনি নিজেই।
জব না পাওয়ার প্রধান প্রধান কারণসমূহ নিম্নরূপঃ
- সারাদিন ফোন নিয়ে বসে থাকেন।চ্যাটিং, গেমস, ডাউনলোড, ভিডিও, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন।।
- চাকুরীর সার্কুলার আসলে এত খুশি হন যে পড়ার টেবিলে বসার সময় পান না।
- বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আর্কষণ।
- কোন বই শেষ না করেই আরেকটা বই কিনে ফেলেন।
- অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন।
- আপনি অতিরিক্ত ঘুমান ।
- সব চাকরিতেই পরীক্ষা দেন । ব্যাংক, বিসিএস, নন ক্যাডার, প্রাথমিক সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন ইত্যাদি। কোনটাই হয় না শেষ পর্যন্ত।
- আপনি বন্ধুদের সময় দেন বেশি ।
- আরামদায়ক জীবন যাপন পছন্দ করেন।
- নেতিবাচক চিন্তা বেশি করেন ।
- বই পড়ে রেখে দিয়েছেন কিন্তু বার বার রিভিশন দেননি।
- আপনি এলোমেলো ভাবে পড়াশোনা করেছেন কিন্তু গুছিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বার বার পড়েননি।
- ইংরেজি ও ম্যাথ না বুঝে মুখস্থ করেছেন।
- ইংরেজি ও ম্যাথ বার বার চর্চার করেননি সময় ধরে।
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে পড়ে থাকেন সারাদিন অথচ সেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে,,যেগুলো স্থির থাকে সেগুলো কম পড়াশোনা করেছেন।
- মাসিক পত্রিকার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
- যে জবে আবেদন করেছেন সেই জবের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ভালো করে জানেন না।খালি সবাই আবেদন করতেছে তাই আপনিও করে গেছেন।
- একাডেমিক পড়াশোনা আর চাকরির পড়াশোনা ২ টাই এক মনে করে বসে আছেন না পড়ে।
- মেধা সবারই আছে কিন্তু জব পরীক্ষার ক্ষেত্রে কৌশল গত মেধাবী হতে হবে।
- যাহা পড়বেন গুছিয়ে নোট আকারে তৈরি করে রেখে দিয়েছেন আর সেগুলো বার বার রিভিশন দেননি। সিলেবাস সম্পর্কে জানা নেই।
টেকনিক ১ নং থেকে ২০ নং পর্যন্ত পয়েন্ট গুলোর বিপরীত করতে পারলে সহজে জব হয়ে যাবে।আশা করি।
জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায়।জব পাওয়ার টেকনিক
আরো কিছু বিষয়ে আমাদের সচেতন হতে হবে।যেগুলা আমরা সব সময় ভুল করে থাকি একটু সচেতনতা অবলম্বন করতে পারলে উন্নতি অবশ্যই হবে।
- কান কথায় বিশ্বাসী হওয়া যাবেনা।
- পরীক্ষার সিলেবাসে যা আছে সেটা আয়ত্ত করতে হবে।
- প্রশ্নের ধরন না বুঝেই উত্তর দেওয়া যাবে না।
- মানবন্টন ও সময় অনুযায়ী যথার্থ উত্তর প্রদান করতে হবে।
- প্রশ্নের চাহিদা অনুযায়ী যথার্থ উত্তর না দিয়ে অতিরিক্ত উত্তর দেয়া এটা করা যাবে না।
- আন্দাজে বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে পৃষ্ঠা সংখ্যা অধিক করে খাতা বড় করা যাবে না।
- অতিরিক্ত গ্যাপ দিয়ে লেখা যাবে না।
- ক্রমিক না লেখা,বৃত্ত ভরাট ভুল , কাঁটা কাটি ঘষামাজা, ধারাবাহিক না লিখে উল্টা পাল্টা আগে পরে ক্রম সাজানো যাবে না।
- গান, কবিতা, মোবাইল নম্বর , টাকা গেথে দেওয়া এসব করা যাবে না।
- প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে চিন্তায় ওহীর জন্য অপেক্ষা করা যাবে না।
- পরীক্ষার হলে দেরি করে যাওয়া, প্রশ্ন পত্র যাচাই না গড়ে সব বৃত্ত ভরাট করে আসা করা যাবে না।
মনে রাখবন জব = কঠোর পরিশ্রম + কৌশল গত মেধা + ভাগ্য + সৃষ্টিকর্তা রহমত + ধৈর্যশীল।
সফল হওয়ার উপায়।সফলতার গল্প
সফল হতে কি কি প্রয়োজনঃ
- নিজের ইচ্ছে শক্তি
-
স্কিল
-
ধৈর্য্য
-
পরিশ্রম
ধন্যবাদ সবাইকে।
আরো পড়ুন:
সরকারি বেতন স্কেল ও গ্রেডিং সিস্টেম
পাসপোর্ট আবেদন ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী
বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান
দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি
পাতায়া ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার

