KYUNG HEE CYBER UNIVERSITY ADMISSION:
গিয়ংহি সাইবার ইউনিভার্সিটিতে ভর্তির ইচ্ছা প্রকাশ করে বেশ কিছু ব্যক্তি আমাকে মেইল পাঠিয়েছেন। আগেই বলেছি, ভর্তির ব্যপারে সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে।
আমরা শুধু ইপিএস কর্মীদেরকে স্কলারশীপের জন্য রেকমেন্ডেশন লেটার দিয়ে থাকি। ইউনভার্সিটির সাথে যোগাযোগ করে তারা ভর্তি নিবে বললে এবং নিজে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করার পর এখানে সংযুক্ত আবেদন পত্রটি পূরন করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট (আবেদনপত্রে উল্লেখিত)গুলো সহ আমাকে পাঠালে রেকমেন্ডেশন লেটারটি আমরা সরাসরি ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেব।
KYUNG HEE CYBER UNIVERSITY ADMISSION
এখন আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটোই ভর্তি চলছে।
KYUNG HEE CYBER UNIVERSITY
OFFICE OF EXTERNAL RELATIONS
26 Kyungheedae-ro, Dongdaemun-gu, Seoul, 02447, KOREA
Tel 02-3299-8884 / Fax 02-3299-8816
한국어학과 02-3299-8648 (조은희 선생님)
E-mai: icc@khcu.ac.kr, ikorean@khcu.ac.kr
• http://khcu.ac.kr/en/main/index.do
경희사이버대학교 한국어 학과(외국인전용) 신입생 모집
খিয়ংহি সাইবার ইউনিভার্সিটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আন্ডার গ্র্যাজুয়েট (অনার্স কোর্স) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চলছে।
ভর্তির সময়সীমাঃ 2020.12.01~2021.01.12
যোগাযোগঃ 82-2-3299-8648
কোরিয়াস্থ ইপিএস কর্মী (ই৯ এবং ই৯থেকে ভিসা স্ট্যাটাস পরিবর্তনকারী) রা কাজের ফাঁকে অবসর সময়ে অনলাইনে পড়াশুনা করে কোরিয়ায় অর্থের পাশাপাশি ইউনিভার্সিটি ডিগ্রীও অর্জন করে রাখতে পারেন। এই কোর্স করলে আপনার টপিক লেভেল সিক্স এর প্রস্তুতিও হয়ে যাবে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর ডিগ্রী নেয়ার পাশাপাশি ডাবল মেজর হিসেবে অন্য সাবজেক্টের উপরও ডিগ্রী নেয়া যায়।
বাংলাদেশ ইপিএস সেন্টার থেকে রেকমেন্ডেশন লেটার নিলে এডমিশন ফি ১০০% মওকুফ, টিউশন ফি ৫০% মওকুফ পাওয়া যাবে।
ভর্তি প্রক্রিয়াঃ
সর্বশেষ অর্জিত সার্টিফিকেট ও মার্কশীট (বাংলাদেশের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি) টি প্রথমে শিক্ষা মন্ত্রণালয় তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার পর কোরিয়া দূতাবাস কনস্যূলার ডিপার্টমেন্ট থেকে সত্যায়িত করাতে হবে। দূতাবাসে নিজে না এসে অন্য কাউকে পাঠাতে হলে তার নামে কোরিয়া থেকে একটা অথরাইজেশন লেটার (উইইমচাং)বানিয়ে অরিজিনাল কপিটা পাঠাতে হবে। যাকে অথরাইজ করতে চান তার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের ফটোকপি নিয়ে কোরিয়ায় নোটারি পাবলিক ল’ইয়ারের কাছে গেলে করে দিবে। এখন দূতাবাসে সরাসরি আসা যায় না। আপনার প্রতিনিধি প্রথমে ডকুমেন্ট গুলোর স্ক্যান কপি এটাচ করে consuldhaka@mofa.go.kr এ মেইল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট চাইবে, কনস্যুলার ডিপার্টমেন্ট থেকে মেইলে অ্যাপয়েন্টমেন্ট তারিখ জানালে সময়মত কাগজপত্র (অরজিনাল সহ যতসেট সত্যায়িত করতে চান তত সেট ফটোকপি) নিয়ে দূতাবাসে হাজির হতে হবে। দূতাবাসে গিয়ে একটা ফর্ম পূরন করতে হয়, আবেদনকারী(প্রতিনিধি)র নাম, মোবাইল নাম্বার, এটাস্টেশনের উদ্দেশ্য(খিয়ংহি সাইবার ইউনিভার্সিটতে এডমিশন) ইত্যাদি লিখতে হয়। স্যতায়ন হয়ে গেলে আবার এসএমএস যাবে, দূতাবাসে গিয়ে কাগজগুলো উঠিয়ে নিয়ে আসলে চলবে।
ইপিএস সেন্টারে রেকমেন্ডেশনের আবেদনটা আগেই করে রাখতে পারেন (সত্যায়িত করার প্রয়োজন নাই)। একটা অনুরোধপত্র লিখতে হয়। এখানে ফরমেটটা সংযুক্ত করলাম। অনুরোধপত্রের নিচে যে ডকুমেন্টের তালিকা আছে সেগুলোর স্ক্যান কপি( পাসপোর্ট, ফরেনার্স রেজিস্ট্রেশন কার্ড উভয় দিক, এইচএসসি মার্কশীট ও সার্টিফিকেট)সহ epscenterinbd@gmail.comএ মেইল করতে হবে। ইপিএস সেন্টার থেকে রেকমেন্ডেশন লেটার বানিয়ে সরাসরি ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে, এবং আপনাকেও মেইল করবে।
ভর্তির আবেদন পক্রিয়া নিমরূপঃ
সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে তৈরি করবেন সেটার বুঝানোর জন্য স্টেপ থ্রীতে ‘সেম্পলবোগি’ ক্লিক করলে কয়েকটা সেম্পল আছে
এখন গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি চলছে
2020학년도 전기 신/편입생 모집 중
– 모집요강 : http://asp2.ezebn.com/Viewer/khcu_13
– 전공안내 : http://asp2.ezebn.com/Viewer/khcu_14

আরও পড়তে পারেন:
EPS এ পাশ করার পর করনীয়
কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব
ইপিএস কর্মীগণ দেশে ফিরে কোরিয়ান কোম্পানিতেই চাকরি করতে পারবেন
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়
পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়