কোরিয়ান E-7 ও F-2-6 ভিসার সুবিধা অসুবিধা

কোরিয়ান E-7 ও F-2-6 ভিসার সুবিধা অসুবিধা
অনেক ভাই বলেছেন E-৭ ও F-২-৬ ভিসার সুবিধা অসুবিধা গুলো জানালে উপকৃত হতাম।

নিচে তাদের জন্য অতি সংক্ষেপে আলোচনা করা হলো।

F2-6 ভিসা কে রেসিডেন্স ভিসা হিসাবে অভিহিত করা হয় এবং এটি E-9 ভিসা ও E-10 ভিসায় 4 বৎসর অবস্থান করার পরে পরিবর্তন করা যায়।

E7-4 ভিসা করতে 5 বছরের বেশি কোরিয়া অবস্থান করতে হবে নতুন নিয়ম হওয়ার পর যারা কোরিয়ায় প্রথম এসেছেন তারা কোরিয়ায় 4 বৎসর অতিবাহিত করার পর একটু চেষ্টা করলেই F2-6 ভিসা পরিবর্তন করতে পারবেন।

 

কোরিয়ান E-7 ভিসার সুবিধাঃ

  1. স্ত্রী সন্তানকে সাথে রাখতে পারে।
  2. ভিসা ১/২/৩ বছর পর পর বাড়ানো যায়।
  3. ১বছর পর পয়েন্ট বেইজ পদ্ধতিতে সাধারণ রেসিডেন্স ভিসায়য় পরিবর্তন করা যায়।
  4. পরবর্তীতে ৪বছর পর সরাসরি পার্মানেন্ট রেসিডেন্স ভিসার আবেদন করা যায়(নতুন আইন)।

কোরিয়ান E-7 ও F-2-6 ভিসার সুবিধা অসুবিধা

কোরিয়ান E-7 ভিসার অসুবিধাঃ

  1. কোম্পানি পরিবর্তন করা যায় না।
  2. স্ত্রী জব করতে পারে না।

কোরিয়ান F-2-6 ভিসার সুবিধাঃ

  • একই সেক্টর অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরে কোম্পানি পরিবর্তন করা যায়।
  • ৪ বছর পর পার্মানেন্ট রেসিডেন্স ভিসার আবেদন করা যায়(নতুন আইন)।
  • স্ত্রী জব করতে পারে শর্ত সাপেক্ষে।
  • নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়া যায় (বর্তমান নিয়ম, তবে আগামী বছর থেকে সম্ভব্য এই নিয়ম থাকছে না)।

কোরিয়ান F-2-6 ভিসার অসুবিধাঃ

ভিসা বাড়ানোর সময় কোরিয়ার খাতে বিনিয়োগ ২কোটি উওন (ভিসা করার সময় যেটা দেখাতে হয়) থাকতে হয়।

২০২১ সালে E7-4 ভিসা আপডেট ।

*২০২১ সালে E7-4 ভিসা আবেদনের কোটা এবং পয়েন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানুয়ারি মাসে ঘোষণা করবে ।
*বর্তমান পরিস্থিতির কারণে খুব বড় ধরনের পরিবর্তন থাকবেনা ভিসা আবেদনের ক্ষেত্রে ।
* বরাবরের মতো ২০২১ সালেও চার বার আবেদন করা যাবে । সিলেকশন পদ্ধতি এবং পয়েন্ট বিন্যাস জানুয়ারি মাসে নোটিশ আকারে জানাবে ।
* স্পেশাল কোটায় ২০২১ সালে E7-4 ভিসা আবেদন আগামী জানুয়ারি মাসের ১ তারিখ থেকে করা যাবে ।
উল্লেখ্য স্পেশাল কোটায় আবেদনের ক্ষেত্রে যেহেতু পয়েন্টের কথা তারা উল্লেখ করেনাই সেহেতু ধরে নেওয়া যাচ্ছে গত বছরের পয়েন্ট এখনো বহাল আছে অর্থাৎ ৬৫ পয়েন্ট হলেই আবেদন করা যাবে ।
বাংলাদেশি যাদের ৬৫ পয়েন্ট এর উপরে আছে তারা এখনই প্রস্তুতি নেয়া শুরু করেন। যেহেতু স্পেশাল কোটায় আবেদন করাটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাই কোটা শেষ হয়ে যাওয়ার আগেই আবেদন করার চেষ্টা করবেন ।

আরও পড়তে পারেন:

কোরিয়ান কথোপকথন প্রথম পর্ব

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

কোরিয়ান বর্ণমালা দ্বিতীয় পর্ব

Related Posts

No Responses

Add Comment

You cannot copy content of this page