ফ্রিল্যান্সিং এ প্যারালাইসিস বাই এনালাইসিসঃ বেশি ইনফরমেশন কি ভাল না খারাপ?
যখন আমরা নরমালি টাইটেল টার দিকে তাকাই, টপিক টাকে মনে হয় একটি নো ব্রেইনার। তাই না? অবশ্যই, যত বেশি ইনফরমেশন থাকবে তত ভাল।
যত বেশি ডাটা থাকবে কোন একটা টপিক এ, তত ভাল ভাবে সেই টপিক এর ওপর একটা সুনির্দিষ্ট ডিসিশন এ আসা যাবে এবং যত গভীর ভাবে সেই টপিক এর ওপর গবেষণা করা যাবে, ততই তা নিয়ে আরো জানা যাবে।
সাধারণ ভাবে ভাবলে এই ব্যপার টি সত্যি তবে আমাদের টাইটেল টা একদম ই তার উল্টো, তাই না?
Page Content Highlights
তার কারণ কি?
আজকে আমরা কথা বলবো প্যারালাইসিস বাই এনালাইসিস নিয়ে।
সহজ করে বললে, একটা ব্যপার নিয়ে এতো এনালাইসিস করা যে আসল কাজ ই করার সময় পাওয়া যায় না- এই ব্যপার টিকেই আমরা বলবো প্যারালাইসিস বাই এনালাইসিস।
প্যারালাইসিস বাই এনালাইসিস এর যে আন্তর্জাতিক সংজ্ঞা, তা থেকে আমরা ইন্সপিরেশন নেবো তবে আমরা মূলত বাংলাদেশের মার্কেট এর জন্য ব্যপার টা কিরকম গুরুত্ব বহন করে তা নিয়েই কথা বলবো আজকে এবং যেহেতু এই ব্লগ এর প্রায় সব রিডার ই অনলাইনে ক্যারিয়ার দাঁড় করাতে আগ্রহী, আমরা এই ইন্ডাস্ট্রির ওপরেই ফোকাস করবো।

ফ্রিল্যান্সিং এ প্যারালাইসিস বাই এনালাইসিসঃআসলে কি জিনিস???
আমরা একটু বোঝার চেষ্টা করি, প্যারালাইসিস ব্যপার টা কি? কেউ প্যারালাইসড হয়ে গেছে, তার মানে কি?
তার মানে হল তার মস্তিষ্ক ঠিক ই কাজ করছে কিন্তু সে কোন কাজ করতে বা একশন নিতে পারছে না, তাই না?
তাহলে প্যারালাইসিস বাই এনালাইসিস মানে কি?
মানে হল একটা ব্যপার নিয়ে এতো এনালাইসিস করা যে সেই ব্যপার টায় আপনার প্যারালাইসিস হয়ে যায় এবং শেষ পর্যন্ত কাজ করা হয় না।
আমরা একটা উদাহরণ নিয়ে কথা বলবো যেন সবার বুঝতে আরো সহজ হয় ব্যপার টি।
ধরুন আপনি ঠিক করলেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হবেন।
এখন আপনার প্রথম কাজ কি হওয়া উচিত? প্রথম কাজ হওয়া উচিত গ্রাফিক ডিজাইন বিষয়ক অনলাইনে যত আর্টিকেল আছে, যত ভিডিও আছে, সব দেখে ফেলা, তাইনা?
ধরলাম আপনি ১ মাস ধরে এই কাজ টি করলেন এবং এখন আপনার একটা বেশ ভাল আইডিয়া আছে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি টা কি সে ব্যপারে।
ঠিক এই সময় টি তেই আপনার প্যারালাইসিস বাই এনালাইসিস হতে পারে।
এই যে আপনি ১ মাস ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করলেন, এখন আপনার পরের স্টেপ টি হওয়া উচিত ফটোশপ, ইলাস্ট্রেটর সব ইন্সটল করে হাতে কলমে কাজ করা শুরু করা।
কিন্তু অনেকেই এই স্টেপ এ এসে আরো পড়াশোনা করেন।
অবশ্যই আপনি আরো পড়বেন, শেখার কোন শেষ নেই তবে অবশ্যই আপনার এই স্টেজ এ এসে হাতে কলমে কাজ করা শুরু করে দিতে হবে।
যদি আপনি তা না করে পড়াশোনা করতেই থাকেন বা থিওরি তেই পড়ে থাকেন, আপনি প্যারালাইসিস বাই এনালাইসিস এ পড়ে গেলেন।
প্যারালাইসিস বাই এনালাইসিস কিন্তু একদম ই অনেক খারাপ জিনিস তা না।
এর থেকেও খারাপ হল ১ মাস কোন একটা ব্যপার এ পড়াশোনা করে শেষ পর্যন্ত আর কিছুই না করা।
কিন্তু সেক্ষেত্রে আপনি বলতে পারবেন আপনি কেন ব্যার্থ।
কারণ আপনি ঐ ব্যপার এ আর কাজ করেন নি।
কিন্তু যখন ই আপনি প্যারালাইসিস বাই এনালাইসিস এ পড়ে যাবেন, আপনি নিজেই প্রশ্নের মুখে পড়ে যাবেন কারণ আপনার মনের মধ্যে তো আপনি এই ব্যপার নিয়ে অনেক পড়াশোনা করছেন কিন্তু কিছুই হচ্ছে না।
আপনি সবাইকে বলবেন যে আপনি মাসের পর মাস গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন ।
কিন্তু গ্রাফিক ডিজাইন থেকে আয় করতে পারছেন না কিন্তু আসলে আপনি প্যারালাইজড হয়ে আছেন।
আপনি এক ই ইনফরমেশন মাসের পর মাস ঘুরে ফিরে পড়ছেন।
আপনি এই বিষয়ক ফেসবুক গ্রুপে সবার পোষ্ট দেখছেন কিন্তু আপনি নিজে কিছুই করছেন না।
যখন ই আপনি নিজে কিছু করছেন না, আপনি প্যারালাইজড।
এবং আপনি যখন প্যারালাইজড, আপনি কোন ভাবেই সেই ইন্ডাস্ট্রি তে সফল হতে পারবেন না। আশা করি এই আর্টিকেল টি আপনাকে সাহায্য করবে প্যারালাইসিস বাই এনালাইসিস থেকে বের হতে।
আরো পড়ুন:
- পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করুন
- Article or Content Writing A To Z for Blogger
- Keyword Research এর সহজ পদ্ধতি
- Subnetting – The Magic Number

