Article or Content Writing A To Z for Blogger

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ।আপনেদের জন্য মর্ডান আইটি বিডি.কম এর আজকের আলোচনার বিষয় হল Content Writing ।আপনাদের যাদের লেখালেখির হাত খুবই ভাল Article or Content Writing হতে পারে তাদের   সফল  Career । চলুন Article Content Writing A To Z বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

নিচের লেখাটি পরে আপনিও শুরু করতে পারবেন আপনার Article Writing or Content Creation Career.

Beginning part of Article or Content Writing A To Z for Blogger

আমারা জানি যে শুধু মাত্র On Page Optimization করেই একটা পেজ কে Google এর প্রথম পাতার প্রথম স্থানে আনা সম্ভব।

আর এটার জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Article বা Content।

Article হলো web সাইটের প্রতিটি পেজের ভিতরে যে text গুলো থাকে সে গুলো।”

আর Content শুধু মাত্র লেখার মধ্যেই সীমাবদ্ধ নয় পেজের মধ্যে যে text, image, video, link  etc থাকে সব মিলেই হল Content।

এবার আমরা দেখব কিভাবে একটা সুন্দর ও উচ্চ মানের Article লেখা যায়।

আশা করি Article নিয়ে এতখন যা বলেছি আপনারা সবই বুজেছেন ।

Pr-Condition of  Article Writing or Creation:

একটা সুন্দর, সাবলীল ও পাঠক প্রিয় Article লেখার পূর্বে আমাদের যে বিষয়গুলো গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে সে গুলো হল-

শুরুতেই আমাদের দেখতে হবে আমারা যেই Topic নিয়ে Article লিখব বর্তমান বাজারে এর চাহিদা বা গুরুত্ব কেমন আর ভবিষ্যতে এর গুরুত্ব কেমন হবে।

যেই সব Topic এর চাহিদা কম মানে সার্চ কম সেইসব Topic নিয়ে আমরা কষ্ট করে Article লেখার চেষ্টা করব না।

আমাদের Article এর Topic যদি কোন একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সবার আগে যেন আমি  অই Article Post (পোস্ট) করতে পারি কারন নির্দিষ্ট সময়ের পর সেই Topic এর Search Value থাকবে না বা আস্তে আস্তে কমে যাবে।

যেমন- আপনার Topic হল “Fifa World Cup Opening Ceremony- 2019” এই বিষয়ে যদি আপনি লিখতে চান ।

তাহলে আপনাকে অবশ্যই Opening Ceremony এর একটু আগে বা পরে যত দ্রুত সম্ভব Ceremony এর বিস্তারিত লিখতে হবে।

আপনি যদি ৩ বা ৭ দিন পরে এ অনষ্ঠানের ব্যাপারে লেখেন । সেই Article কেউ পড়বে তা আমার  মনে হয় না।

আপনি নিজেইত পড়বেন না তাই না।

অনেক বিষয় আছে যে গুলো সারা জীবন থাকবে মানে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। এই ধরনের কোন Long Term Topic নিয়ে Article লেখার চেষ্টা করতে হবে।

কারন এই Topic এর সার্চ ভ্যালু কোন দিন ফুরোবে না।

যেমন আপনি লিখলেন “Weight Loss Tips” নিয়ে তাহলে কি কোন একদিন এর সার্চ ভ্যালু শেষ হওয়ার কথা?

Copy a idea but not a Content:

এই বিষয়টা অনেক স্পর্শকাতর কারন এখন  কারো content copy করলেন তো মরলেন।

আপনি চাইলে অই Topic এর উপর ৫-৭ টা Article পরতে পারেন সেখান থেকে idea নিতে পারেন কিন্তু ভুলেও কখন কারো Content কপি করবেন না।

এটা বলতে পারেন আপনার জন্য একটা Advance Tips. আপনি এমন একটা Topic আপনার জন্য বেছে নিলেন যে সেটার কিছুই আপনি জানেন না।

সেক্ষেত্রে আপনাকে অই বিষয়ের উপর সার্চ ৮-১০ টা ভাল মানের Article বেছে  নিয়ে সে গুলো পরলে আপনার মধ্যে Idea গিজ গিজ করবে আর হ্যাঁ অই গুলোর মধ্যে অবশ্যই যেন www.wikipedia.org এর একটা Article থাকে তাহলে বেশ ভালো নলেজ গেদার করতে পারবেন।

Essential part of Article or Content Writing

একটা সাইটের টপিকস কখনোই নিত্য নতুন চেঞ্জ এবল Technology update বিষয়ক চুজ করা উচিত না কারণ এসব সাইট রেংক করানো সো টাফ।

তাছাড়া এই সব web site এর visitor গুলো বেশি পাকা visitor হয়, এরা সাধারনত add এ click করেন না তাই ইনকামো অনেক কম হয় ।

Article or Content Writing A To Z for Blogger

এই সব web site এর keyword competition level ও high থাকে, বড় বড় নামী authority সাইটের link rank করা থাকে ঐ সব keyword এর কারনে ।

সুতরাং এই সব বিষয় নিয়ে কাজ না করাই ভাল।

So এসব বিষয়ে কেয়ার ফুল থাকা উচিৎ।

এবার আসি মুল কথায়। Article Writing এর মূল বিষয়গুলো আমরা ধাপে ধাপে জানবঃ-

Basic Concept & Difference of Article or Content Writing A To Z:

আমরা এতক্ষণ Article Writing এর Pre Condition গুলো জানলাম। এবার দেখব Content।

আমরা উপরে জেনেছি যে একটা পেজের সব কিছু মিলেই হল Content আর তাই আমরা এক কথায় বলতে পারি Content হল পেজের এক একটা উপাদান।

Article or Content লেখালেখি মুলত দু’ধরনের হয়ে থাকে:

  1. Content Creation (সম্পূর্ন মৌলিক)
  2. Content Making or Writing (কনসেপ্ট বা আইডিয়া সেম রেখে রি রাইট করা হয় )

তাই Content Creation বলতে আপনি যে Topic এর উপর Article লিখবেন সেই বিষয়ে আপনার গভীর জ্ঞান থাকতে হবে।

ঐ Topic এর উপর আপনাকে হতে হবে expert এবং ঐ Topic এর অতীত, বর্তমান আর ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়েও ভালো ধারনা রাখতে হবে।

Content Making হল আপনি বিষয়টাতে জানেন বা না জানেন অন্যের থেকে Idea নিয়ে নিজের মত করে লেখা।

Content Making or Writing Content:

সাম্প্রতি Major Search Engine Google এর সর্বশেষ আপডেট হল Google Panda। আর এই Panda এর কাছে Unique Content খুব প্রিয়।

সেই জন্য বলা হয় “Content is King” সেই জন্য Unique Content দিকে বাড়তি নজর দিতে হবে।

Article লেখার আগে আমাদের Topic এর Idea Generate করতে হবে এবং Plan করতে হবে কি কি বিষয় প্রাধান্য পাবে

এই Article এ, তার  একটা লিস্ট করলে, পুরো বিষয়টা ঠিক থাকবে। উল্টা পালটা হবে না কিছু ।

Generate Article or Content Writing ideas:

কন্টেন্ট আইডিয়া জেনারেট করার জন্য আমরা Google এর related search ও বিভিন্ন Blog, Forum, Community,  News Sharing, Niche related Site, Social Media থেকে Idea নিয়ে Plan করতে পারি।

সর্বপরি আমাদের মনে রাখতে হবে যে Article টা যেন Search Engine Friendly হয়।

লেখার সময় আমাদের Sub point ব্যবহার করব:

  • আমরা আমাদের Article টাকে Paragraph আকারে তুলে ধরব এবং ধাপে ধাপে একটা থেকে আরেকটা Paragraph এ পর্যায়ক্রমে যাব।
  • Grammatical Mistake Avoid করব।
  • Article এর মধ্যে অবশ্যই Article সম্পৃক্ত Image ও Video ব্যবহার  করব।
  • Attractive শব্দ ব্যবহার করব।
  • Presentation টাকে Smart করব।
  • Article এর Readability ভালো করতে হবে ।যাতে সবাই পড়তে পারে ।
  • নির্ভরযোগ্য তথ্য শেয়ার করব।
  • প্রয়োজনে কোন Authority site এর Link Referral হিসেবে ব্যবহার করব।

আমাদের Article টাতে আমরা ৪৫০-৫০০ word ব্যবহার করব তবে নিশ সাইট হলে তার হোম পেজ এর জন্য ৮০০ Word এর Article ও আমরা Post করতে পারি এবং Stop Word দিকে খেয়াল রাখব।

আরেকটি কথা Article শুরুর ২-৩ লাইনের মধ্যে এবং শেষের ২-৩ লাইনের মধ্যে অবশ্যই কিওয়ার্ড  টাকে ব্যবহার করব।                                                                 

Article Optimize/ Page Optimize

আমরা Article লেখার শর্তও জানলাম Article ও লিখলাম এবার জানব কিভাবে একটা Article ভালভাবে Optimize করা যায়।

যেন search engine থেকে অনেক বেশি visitor বা traffic পাই আর আমাদের  keyword ও  googleএ ভালো position এ rank করে।

Effecting title: আমরা যখন আমাদের Article এর টাইটেল নির্বাচন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে Title টি যেন পুরো Article টাকে ফোকাস করে আর টাইটেল এর পরে যেন ব্যবহারকরীরা Article পড়তে উৎসাহী হয় ।

Title এ ব্যবহৃত শব্দ গুলো যেন আকর্ষণীয় হয় সুমন ভাইয়ের ভাষায় যদি বলি তাইলে Sexy Word ব্যবহার করতে হবে।

Tools for Article or Content Writing A To Z

আমরা বিভিন্ন Tools এর ব্যবহার করেও Effecting Title বের করতে পারি। আমরা চাইলে

এগুলো ব্যবহার করেও Title Select করতে পারি বা Title Suggestion বের করতে  পারি।

তবে এর মধ্য Best হল Adwords ।

আমরা অবশ্যই অবশ্যই Title লেখার সময় Adwords থেকে Suggestion নেব।

  1. Original Content : আমরা অবশ্যই Original Content use করে Article লিখব। কোন রকমের Copy Paste করব না।
  2. H1 H2 Tag: আমরা Article এর মধ্যে অবশ্যই HTML এর Heading Tag মানে H1 ও H2 Tag ব্যবহার করব। তবে H2 Tag টা Google পছন্দ করে। যেমনঃ
  3. Internal Linking with (ra): আমরা আমাদের Article এর মধ্যে Internal Link  ব্যবহার করব
  4. External Link Nofollow: আমরা Article এর মধ্যে External Link ব্যবহার করব তবে Nofollow হিসেবে আর সেটা কোন Authority Site এর লিঙ্ক।

যেমনঃ <a href=”url” rel=”nofollow”>anchor text</a>

Conclusion part of Article or Content Writing

Keyword Density: এটা হল Article এর মধ্যে Keyword এর শতকরা ব্যবহার।

Keyword Density এর  ব্যবহার শতকরা ২% হলে best হয়।

আরেকটি কথা মনে রাখতে হবে যে Article এর মধ্যে Sub Title এ  Phrasal কিওয়ার্ড গুলোকে ব্যবহার করব।

কখনই আমরা কিওয়ার্ড কে Article এর মধ্যে বেশি বেশি ব্যবহার করব না। তাহলে সেটা Keyword Stuffing হয়ে যাবে, আর এটা ব্ল্যাকহ্যাট টেকনিক এর অন্তর্ভূক্ত।

Image with alt Tag: আমরা আমাদের Article এর মধ্যে অবশ্যই Article সম্পৃক্ত ইমেজ ব্যবহার  করব ।

ইমেজ টাকে ডাউনলোড করার সময় ফ্রেসাল কিওয়ার্ড দিয়ে রিনেম করে দিব, আর পোস্ট করার সময় ইমেজ এ HTML alt Tag ব্যবহার করব।

মূলত  alt Tag এর মধ্যে কিওয়ার্ড ব্যবহার করতে হবে।

কেননা আমরা জানি সার্চ ইঞ্জিনের বট ইমেজ পড়তে পারে না কিন্তু alt Tag এ ব্যবহৃত লেখা পড়তে পারে।

Bold, Italic and Underline tag use: Article এর মধ্যে ব্যবহৃত কিওয়ার্ড, Sub Title, Phrasal কিওয়ার্ড  গুলোতে BoldItalic and Underline tag use করব।

এতে Article দেখতে ও ভালো লাগে আর search engine এর জন্য ও ভালো ।

আরো পড়ুন:

Related Posts

No Responses

Add Comment

You cannot copy content of this page