৬ হাজার বছর পর আসছে ধূমকেতু নিওওয়াইস

৬ হাজার বছর পর আসছে ধূমকেতু নিওওয়াইস,সূর্যাস্তের পর দেখা যাবে উত্তর-পশ্চিম আকাশে।

আজ থেকে রাতের আকাশে খালি চোখেই দেখা মিলবে ধূমকেতুর 

৬ হাজার বছর পর আসছে ধূমকেতু নিওওয়াইস বা C/2020 F3 

সময়:-    07-14-2020
আজ থেকে একটানা বেশকিছুদিন সূর্যাস্তের ঠিক পর উত্তর পশ্চিম দিগন্তে।

আজ থেকে দেখা মিলবে C/2020 F3 বা নিওওয়াস নামে একটি ধূমকেতুর যেটা আবিষ্কার হয়েছে মাত্র মা’র্চ মাসে।

ইতিমধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে ফের যাত্রা শুরু করেছে অনন্তের পথে।

এটি পুনরায় সূর্যের কাছে ফিরবে আবার ৬,৮০০ বছর পর।

বর্তমানে সূর্যের সঙ্গে দিগন্তরেখা বরাবর প্রায় সরলরেখায় অবস্থান করছে ধূমকেতুটি।

ফলে কোনও অবস্থাতেই সেটিকে দেখা সম্ভব নয়।

১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে।

গ্ৰামাঞ্চলে বাতাসের দূষনের মাত্রা কম থাকার কারণে খালি চোখেই ভালো দেখা যেতে পারে তবে শহরাঞ্চলে হয়তো ছোটোখাটো দূরবীনের সাহায্য নিতে হবে।

 তবে যেহেতু এখন বর্ষাকাল তাই আকাশ কতটা পরিষ্কার থাকবে তার ওপর নির্ভর করছে ধূমকেতু দর্শন।

নোটঃ নতুন ধুমকেতু ☄️“নিওওয়াইস”☄️ দেখতে আজ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন সূর্য অস্ত যাবার পর উত্তর-পশ্চিম আকাশে নজর রাখতে পারেন। এবার যদি মিস করেন তাহলে অপেক্ষা করতে হবে ৬,৮০০ বছর!!!

Related Posts

Add Comment

You cannot copy content of this page