কিভাবে Android phone ব্যবহার করে WordPress Theme Development করবেন?

লেখক, প্রভাষ কুমার

Android phone ব্যবহার করে wordpress Theme Development  করা কি সম্ভব?

হাঁ , সম্ভব ! 

কেবল মাত্র বেসিক ওয়েব ডিজাইনের জন্য ।সব সময় পিসিতে বসতে ভালো লাগেনা। কস্ট হয়?
আবার বিদ্যুৎ থাকেনা। অনেক সমস্যা ব্রো…..! তাই না?
তাই গুগলের কাছে জানতে চাইলাম এর কোনো সমাধান আছে কি ? 

 

কিন্তু কিভাবে?                                                                                                                                                   

গুগল,ইউটিউব ঘাটলাম,অবশেষে জানতে পারলাম যে-                                                                      Android phone ব্যবহার করে wordpress Theme Development  করা সম্ভব।

                            
অবশেষে যা পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি।

Android phone ব্যবহার করে WordPress Theme Development করতে চাইলে আপনাকে নিচের step গুলো ফলো করতে হবে। আসুন শুরু করা যাক………!

1.step:–

প্রথমে play store থেকে Kick web server anwriter free নামক 2টি app Install করুন।

2.step:–

kick web server open করুন। app টি রান করুন
মানে সার্ভারটি চালু করুন।

3.step:–

firefox/chrome/UC browser যেকোনো একটি browser open করুন।
address bar এ লিখুন :- localhost:1000 তারপর ব্রাউজ করুন।
একটি ফর্ম আসবে।
সেখানে—-
username:root
password:কিছু দিবেন না।

4.step:–

এবার xammp সফটওয়ার এর মতন করে নতুন একটি database তৈরি করুন। যেভাবে xammp software এ করেন।
জানি আপনি পারবেন।

5.step:–

আপনার phone memory তে যান।
htdocs নামক folder খুজে বের করুন।
open করুন।

6.step:–

new folder তৈরি করুন কিন্তু database যে নামে খুলেছেন সেই নামে folder এর নাম দিবেন।                        ভুল হয় না যেন ।

7.step:–

উক্ত folder এর ভিতর download করা wordpress.zip টি extract করুন।
এই তো কাজ প্রায় শেষ।

8.step:–

Browser এ যান।
Adress bar এ লিখুন:- localhost:8080/database name দিন। যে নামে database তৈরি করছেন।
ok করুন।

পরবর্তি সব কাজ আশা করি আপনি পারবেন।
আপনি pc তে যেভাবে wordpress সেটআপ করেছেন।  ঠিক
সেইভাবে করতে হবে।
আর php file edit করার জন্য আমার দেওয়া বা playstore থেকে download করা
যেকোনো editor ব্যবহার করতে পারেন।

file manager হিসেবে zarchiver ও ব্যবহার করতে পারেন।


এটা প্রচন্ড ফাস্ট। অনেক ফ্যাসেলিটি পাবেন। আশা করি এই পোস্টটি আপনার উপকারে আসবে তাই 

এটি শেয়ার করুন । আরো পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

ধন্যবাদ ভালো থাকবেন। ‎

আরো পড়ুনঃ

গুগলের সেফ সার্চ ফিচার

Related Posts

No Responses

Add Comment

You cannot copy content of this page