জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধ

হোমিওপ্যাথি চিকিৎসা করতে অনেক রকম ঔষধ এর প্রয়োজন হয়। কিছু ঔষধ তৈরি হয় উদ্ভীদ থেকে আবার কিছু  তৈরি হয় জীব জন্তু পোকা থেকে। জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধ নিয়েই আজকের আলোচনা।

চলুন দেখে নেই জীব জন্তু পোকা মাকড় থেকে যেসব হোমিওপ্যাথিক ঔষধ তৈরি হয় সে সব ঔষধের নাম আর তারা কি দিয়ে তৈরি।

জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধ

  1.  মশা দিয়ে তৈরি হয় – Culex Musca.
  2. ছারপোকা দিয়ে তৈরি হয় – Cimex Lectularius.
  3. তেলাপোকা দিয়ে তৈরি হয় – Blatta orientalis & Blatta americana.
  4.  মৌমাছি দিয়ে তৈরি হয় – Apis Mellifica.
  5.  ইউরোপিয়ান জায়ান্ট ভীমরুল দিয়ে তৈরি হয় – Vespa Crabo. (জার্মানিতে এই ভীমরুল হত্যা করা আইনত দন্ডনীয়)
  6.  Spanish মাছি দিয়ে তৈরি হয় – Cantharis.
  7.  জীবন্ত মাকড়শা (New zealand এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় – Lactrodectus katipo.
  8.  বড় কালো রঙের কিউবান মাকড়শা দিয়ে তৈরি হয় – Mygale.
  9. কিউবার বিষাক্ত এক ধরনের মাকড়সা দিয়ে তৈরি হয় – Terentula Cubensis.
  10. স্পেনের এক ধরনের মাকড়শা মিউজিকের তালে নাচতে থাকে সেটা দিয়ে তৈরি হয় (রোগীও মিউজিকের তালে নৃত্য করে) – Terentula Hispanica.
  11.  কমলা রঙের মাকড়শা দিয়ে তৈরি হয় – Theridion.
  12.  হাঙর মাছের তেল (Cod Liver Oil) দিয়ে তৈরি হয় – Oleum Jecoris Aselli.
  13. সবুজ বর্ণের টিকটিকি (USA এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় – Lacerta.
  14.  রাজহাঁস (Tundra Swan) থেকে তৈরি হয় – Lactis Vaccini Flos.
  15.  সামুদ্রিক কিং ক্র্যাব বা কাঁকড়ার শুকনো রক্ত দিয়ে তৈরি হয় – Limulus.
  16. পাগলা কুকুরের লালা দিয়ে তৈরি হয় – Lyssinum/Hydrophobinum.
  17. বিচ্ছুর বিষাক্ত বিষ দিয়ে হয় – Scorpio.
  18. বিড়ালের দুধ দিয়ে তৈরি হয় – Lac Felinum.
  19. কুকুরের দুধ দিয়ে তৈরি হয় – Lac Caninum.
  20. গরুর দুধ দিয়ে তৈরি হয় – Lac Vaccinum.
  21. গরুর দুধের সর (Skimmed milk) দিয়ে তৈরি হয় – Lac defloratum.
  22. গরুর দুধের দই দিয়ে তৈরি হয় – Lac Vaccinum Coagulatum. (গর্ভবতী মহিলাদের বমির ভাবে ভালো কাজ করে)
  23.  ঘরের কুনোব্যাঙের গ্ল্যান্ড থেকে নিঃসৃত সাদা রঙের আঠালো পদার্থ দিয়ে তৈরি হয় – Bufo Rana.
  24.  জীবন্ত পিঁপড়া গুঁড়া করে তৈরি হয় – Formica Rufa/Myrmexine.
  25. গরুর চামড়ার ভস্ম দিয়ে তৈরি হয় – Carbo Animalis.
  26. গরুর gallbladder (Ox gall) থেকে তৈরি হয় – Fel Tauri.
  27. সদ্য প্রসূত গরু বা ঘোড়ার বাছুরের জিহবার লালা দিয়ে তৈরি হয় (যৌনশক্তি বৃদ্ধি করে যা গ্রীক সৈন্যরা সেবন করত) – Hippomanesআরো পড়ুন:অতিরিক্ত ঘামের হোমিওপ্যাথি চিকিৎসা

    পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

  28.  ভেড়া বা ষাঁড়ের অগ্ন্যাশয় ও লালাগ্রন্থি দিয়ে তৈরি হয় – Pancreatinum.
  29. ভেড়া ও গরুর ওভারির জুস দিয়ে তৈরি হয় – Oophorinum/Ovininum.
  30. ভেড়া ও গরুর টেস্টিসের জুস দিয়ে তৈরি – Orchitinum.
  31.  ভেড়া ও বাছুরের থাইরয়েড দিয়ে তৈরি হয় – Thyroidinum.
  32.  শুকরের পাকস্থলীর জুস থেকে তৈরি হয় – Pepsinum.
  33. মাছের ফসিল (ফসিল বলতে মৃত প্রাণী বা উদ্ভিদের অংশবিশেষ পাথরে পরিণত হওয়া এমন ধরনের বস্তুকে বোঝায়) দিয়ে তৈরি হয় – Ichthyolum.
  34.  তিমি মাছের বমি দিয়ে তৈরি হয় – Ambra Grisea.
  35.  হরিণ/মৃগনাভ (কস্তুরী) দিয়ে তৈরি হয় – Moschus.
  36.  এক ধরনের চিংড়ি মাছ (Crawfish) দিয়ে তৈরি হয় – ASTACUS FLUVIATILIS (CANCER ASTACUS).
  37. সামুদ্রিক Cuttle fish এর বিষাক্ত কালো কালি দিয়ে তৈরি হয় – Sepia Officinalis.
  38.  সামুদ্রিক Red Starfish দিয়ে তৈরি হয় – Asterias Rubens.
  39. শুয়োপোকা বা রেশমপোকার গুটি দিয়ে তৈরি হয় – Bombyx.
  40. মুরগীর ডিমের খোসার ভস্ম দিয়ে তৈরি হয় – Ova Tosta.
  41. Yellow Viper সাপের বিষ দিয়ে তৈরি হয় – Brothops.
  42. পদ্মগোখরা সাপের বিষ দিয়ে তৈরি হয় – Naja tripudians.
  43.  জার্মান দেশের ভাইপার নামক সাপের বিষ দিয়ে তৈরি হয় – Vipera Berus.
  44. Moccasin সাপের বিষ দিয়ে তৈরি হয় – Toxicophis.
  45.  Bush Master/Surucucu সাপের বিষ দিয়ে তৈরি হয় – Lachesis Mutus.
  46. Rattle Snake এর বিষ দিয়ে তৈরি হয় – Crotalus Horridus.
  47. সামুদ্রিক Coral Snake এর বিষ দিয়ে তৈরি হয় – Elaps Corallinus.
  48. Cactus গাছের পোকা দিয়ে তৈরি হয় – Coccus Cacti.
  49.  ঘোড়ার পায়ের নখ দিয়ে তৈরি হয় – Castor Equi.
  50. সামুদ্রিক ঝিনুকের খোলস ভস্ম (Indian Cockle) দিয়ে তৈরি হয় – Cocculus Indicus.
  51.  সামুদ্রিক লাল কোরাল দিয়ে তৈরি হয় – CORALLIUM RUBRUM.
  52. জীবন্ত Lobster এর পরিপাকতন্ত্রের রস দিয়ে তৈরি হয় – Homarus.
  53.  অগ্ন্যাশয়ের রস দিয়ে তৈরি হয় – Insulinum.
  54. মানুষের যৌনাঙ্গ থেকে নিঃসৃত গণোরিয়ার পুঁজ দিয়ে তৈরি হয় – Medorrhinum.
  55. মানুষের যৌনাঙ্গের ঘা থেকে নিঃসৃত সিফিলিসের পুঁজ দিয়ে তৈরি হয় – Syphilinum.
  56. Purple Fish দিয়ে তৈরি হয় – Murex Purpurea (যা মেয়েদের অত্যধিক যৌন আকাঙ্খা দূর করে)
  57. শিয়ালের ফুসফুস দিয়ে তৈরি হয় – Pulmo vulpis(হাঁপানির জন্য অত্যন্ত ফলপ্রদ ঔষধ)
  58. জেলিফিশ দিয়ে তৈরি হয় – Medusa.
  59.  মাথার উঁকুন দিয়ে তৈরি হয় – Pediculus.
  60. ম্যালেরিয়ার জীবানু দিয়ে তৈরি হয় – Malaria officinalis.
  61. ঘাস ফরিং দিয়ে তৈরি হয় – Bombyx.
  62. বড় কাঁকড়া দিয়ে তৈরি হয় – Astacus fluviatilis.
  63. লাল স্টারফিস দিয়ে তৈরি হয় -Asterius rubens.

জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধ সে সব কি ক্ষতিকর?

না সে সব হোমিওপ্যাথিক ঔষধ ক্ষতিকর নয়।কারণ সে গুলো ল্যাবরেটরীতে নির্দিষ্ট প্রসেস  এর ভিতরে তৈরি তাই তা মানব দেহের জন্য ক্ষতিকর নয়।

আরো পড়ুন:

অতিরিক্ত ঘামের হোমিওপ্যাথি চিকিৎসা

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ

মায়াজমের (Miasm) পরিচয়ঃপর্ব এক

হোমিও সদৃশ্য ১২টি বায়োকেমিক ঔষধের সংক্ষিপ্ত পরিচয়

Related Posts

Add Comment

You cannot copy content of this page