গুগলের সেফ সার্চ ফিচার চালু করুন: আপনার সন্তান কিংবা ছোট ভাইবোন, সবাই ই এখন মোবাইল ব্যাবহার করা শিখে গেছে। গেম খেলার পাশাপাশি গুগল , ইউটিউব কোন কিছুই বাদ রাখে না।
গুগলে ঝোঁকের বসে কি সার্চ করে ফেলে তা তো পাহাড়া দিয়ে রাখাও সম্ভব না।
তাহলে উপায়?
উপায় হচ্ছে, সিম্পলি গুগলের সেফ সার্চ ফিচারটা চালু করে দিন।
কীভাবে গুগলের সেফ সার্চ ফিচারটা চালু করবেন?
- ১ ধাপঃ Google এ গিয়ে স্ক্রিনের নিচে বা উপরে More অপশনটিতে ক্লিক করুন।

- ২ ধাপঃ More এ ক্লিক করার পর একটি অপশন পাবেন ‘Settings’.. ওখানে ক্লিক করুন।

- ৩ ধাপঃ Settings এ ঢোকার পর General অপশনে ক্লিক করুন।

- ৪ ধাপঃ General এ যাবার পর একটু নিচের দিকে গেলে দেখবেন ‘Safe Search’ নামে একটা অপশন আছে। এই অপশনটি চালু করে দিন।

Summary:
Google> More> Settings> General> Safe Search(√)
ব্যস! এখন থেকে আর দুষ্টু টাইপ জিনিসপত্র তার সামনে আসবে না। কিংবা সার্চ দিয়ে মরে গেলেও আর পাবে না। মজা না!
google safe search feature
(বি.দ্রঃ ফোনের ধরন অনুযায়ী কিছুটা চেঞ্জ আসতে পারে। কিন্তু সেইফ সার্চ অপশনটি সব ফোনেই আছে)
লেখাটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সহায়তা করুন।
আরো পড়ুনঃ
কিভাবে Android phone ব্যবহার করে WordPress Theme Development করবেন?

