ফ্রি অনলাইন কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স

방글라데시인을 위한 온라인 세종학당 무료 한국어 교육 프로그램
অনলাইন সেজং ইনিস্টিটিউট
বাংলাদেশী নাগরিকের জন্য ফ্রি অনলাইন কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স
——————————————————————-

বয়স, লিঙ্গ, বসবাসের স্থান বা দেশ নির্বিশেষে যে কোনো বাংলাদেশী নাগরিক ভর্তির আবেদন করতে পারেন। বিশেষ করে ভাষাগত দক্ষতা উন্নয়নের স্বার্থে ইপিএস টপিক রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের জন্য এটি অতি প্রয়োজনীয় কোর্স।

তাই, ইপিএস টপিক রেজিস্ট্রেশনকৃত সকল প্রার্থীদেরকে ভর্তির আবেদনের পরামর্শ রইল।

প্রথম পর্যায়ে যারা কোরিয়ান বর্ণমালা লিখত ও উচ্চারণ করতে জানেন তাদের জন্য বিগিনার ১(초급1) ও বিগিনার ২ (초급2) কোর্স চালু হচ্ছে।

ফ্রি অনলাইন কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স

ভর্তি আবেদেনের লিঙ্ক- আবেদেন করুন ফ্রী

কয়েক দিন পরে যারা কোরিয়ান বর্ণমালার সাথে পরিচিত নন তাদের জন্য কোরিয়ান বর্ণমালা (হানগল/Hangeul) পরিচিতি কোর্স চালু হবে। তবে ভর্তির আবেদন এখনই নেয়া হচ্ছে।

অত্যন্ত উচ্চমানের এবং কোরিয়ান ভাষা শিক্ষার লাইসেন্সধারী শিক্ষকরা এই শিক্ষাকার্যক্রম পরিচালনা করবেন।

কোরিয়ান ভাষা ও কোরিয়ান বিভিন্ন আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।
ক্লিক করুন এখানে

এই কোর্স সমূহ কোরিয়ার বিখ্যাত গিয়ংহি সাইবার ইউনিভার্সিটি কর্তৃক উদ্ভাবিত এবং পরিচালিত হবে।

এটি ইউটিউবের মত ওয়ানওয়ে ক্লাস নয়। যে কোন শিক্ষার্থী কমেন্টসের মাধ্যমে শিক্ষককে প্রশ্ন করতে পারবেন এবং শিক্ষক উত্তর দিবেন।

আশা করি সকল ইপিএস টপিক পরিক্ষার্থী সহ অনেক বাংলাদেশী নাগরিক এই কোর্স সম্পন্ন করে কোরিয়ান ভাষার দক্ষতা অর্জন করতে পারবেন।

বাংলাদেশের ইপিএস কর্মীদের ভাষাগত দক্ষতার দুরাবস্থা দেখে গিয়ংহি সাইবার ইউনিভার্সিটির আমার কয়েকজন শিক্ষককে অনুরোধ করেছিলাম।

তারই ভিত্তিতে উনারা খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের নাগরিক বিশেষ করে ইপিএস টপিক পরিক্ষার্থীদের জন্য এই কোর্সটি উদ্ভাবন করেছেন।

ভর্তি আবেদেনের লিঙ্ক- আবেদেন করুন ফ্রী

আরও পড়তে পারেন:

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

ইপিএস কর্মীগণ দেশে ফিরে কোরিয়ান কোম্পানিতেই চাকরি করতে পারবেন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

Related Posts

One Response

  1. Md Tangil

Add Comment

You cannot copy content of this page