ফেসবুকের মোবাইল ডিভাইসে নতুন আপডেট

ফেসবুকের মোবাইল ডিভাইসে আসছে নতুন আপডেট  

ফেসবুকের মোবাইল ডিভাইসে নতুন আপডেট:
Facebook মোবাইল ডিভাইসের নতুন লুকটা অবশ্যই খেয়াল করেছেন সবাই।
অনেকটাই চেঞ্জ তাই না?

আর তাই এই নতুন লুকের সাথে ম্যাচ করার জন্য নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক ।
আগামী ১৯ শে আগষ্ট, ২০১৯ থেকে ফেসবুকের পেইজের পোস্ট এবং অ্যাডগুলো মোবাইল নিউজফিডে ভিন্ন ভাবে প্রদর্শিত হবে।

মূলত দুটো বিষয় মাথায় রেখে এখন থেকে আপনাকে ফেসবুক পেইজের পোস্ট এবং অ্যাড সাজাতে হবে।

ফেসবুকের মোবাইল ডিভাইসে নতুন আপডেটের দুটো বিষয় হল:

প্রথম বিষয়: আগে পোস্টের লেখাগুলো ৭ লাইন পর্যন্ত পড়া যেতো See More এ ক্লিক না করে ।
কিন্তু এখন এটা ৩ লাইনে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।
তার মানে পোস্টের বা অ্যাডের মূল কথাগুলো এই ৩ লাইনের মধ্যে নিয়ে আসতে হবে।

শুরুতেই কোন ভূমিকা দেয়া যাবে না।
বিস্তারিত কোন কিছু দিতে চাইলে সেটা পরের লাইনগুলোতে দিবেন।
কারন এই ৩ লাইনের লেখাগুলো দিয়ে যদি আপনি অডিয়েন্সের এটেনশন গ্র্যাব করতে না পারেন,
এ ক্লিক করে আপনার লেখা কেউ পড়াবে, এটা মনে হয় না ।

দ্বিতীয় বিষয়: এই গুরুত্বপূর্ন বিষয়টা হল, মোবাইল নিউজফিডে পোস্টের ও অ্যাডের ইমেজ এবং ভিডিওর আস্পেচ্ত রাতিও তেও পরিবর্তন আসতেছে।

সহজভাবে বলতে গেলে :-
আগে যে সাইজে ইমেজ বা ভিডিওগুলো ফ্রেন্ডস বা অডিয়েন্সদের নিউজফিডের মাধ্যমে দেখানো যেতো, সেভাবে আর দেখানো যাবে না।

ইমেজের সাইজের ক্ষেত্রে ভাল হয় ১০৮০*১০৮০ (Square) পিক্সেলটা মেইনটেইন করা ।
অথবা আরো ভাল হয় ১০৮০*১৩৫০ (Portrait) পিক্সেল মেইনটেইন করা ।
যেটা বর্তমান লুকের জন্য পুরোপুরি অপ্টিমাইজড!

ভিডিওর ক্ষেত্রে ১০৮০*১৩৫০ পিক্সেল অথবা Aspect ratio ৪:৫ ফলো করতে হবে।
কোন ইমেজ অথবা ভিডিও Aspect ratio ৪:৫ এর বেশি হলে সেটা ক্রপ বা মাস্ক হয়ে Aspect ratio ৪:৫ তেই দেখাবে।
সুতরাং এই ব্যাপারটা খুব ভালভাবে মাথায় রাখতে হবে।

সাইজের হেরফের হলে কিন্তু ক্রপিং বা মাস্কিং এর কারনে পোস্টটি অথবা অ্যাডটি মোবাইল নিউজফিডে সুন্দরভাবে দেখাবে না।
আর সুন্দরভাবে না দেখা গেলে সেটা অডিয়েন্সের কাছে কোন আবেদন সৃষ্টি করবে না।
ফলে আপনার শ্রম বিফলে যেতে পারে।

আরো পড়ুন:

 

 

One Response

  1. akas

Add Comment

You cannot copy content of this page