Keyword Research এর সহজ পদ্ধতি

আপনি যদি Affiliate Marketing বা  Blogging শুরু করে অথবা ভালো কোন নিশের উপর এর কাজ করে, অনলাইন থেকে ইনকাম করতে চান।
তাহলে আপনার Keyword research এর সহজ পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

আপনাকে অবশ্যই ঐ নিশের উপর Keyword research করতে হবে। ভালো ভাবে Keyword research না করলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভবনা বেশি হবে ।

তাই আজকে মর্ডান ইটি বিডি.কম এর আলোচনার বিষয় হল, Keyword research এর সহজ পদ্ধতি।

নিচে Keyword research এর সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো।

Keyword research এর জন্য কোন tool টি ভালো –

Keyword Revealer

আমার মতে Keyword Revealer. এটার Paid & Free service দুটোই same result show করে।

১. Competition অনেক কম হবে– যার সুফল হিসেবে আপনি আপনার Competitor দের থেকে একটু ভালো মানের Content দিলে & Content upload দেওয়ার সময় On Page টা ভালো করে করলে – খুব সহজে Rank এ আসবে আপনার keyword.

২. Low competition keyword হইলে – আপনার Off page এ বেশি cost হবে না। ভালো দেখে ২-৩ টা powerfull backlinks করলেই সহজে top 10 এ চলে আসবে। এক্ষেত্রে আপনার অনেক টাকা বেচে যাবে।

সহজ keyword খুজে পাওয়ার উপায়। Affiliate keyword research করার সময় যা যা খেয়াল করবেন –
প্রাথমিক দিক গুলো –

  • Da(Domain Authority) Pa(Page Authority)under 30 Average (keyword revealer) হতে হবে
  • keyword difficulty under 30 ( keyword revealer) হতে হবে|
  • Trend Good উদ্ধমুখি হতে হবে ( keyword revealer)
  • Backlinks average ৩০ এর নিচে যা যা বললাম – average top 10 competitor দের average করে – বাহির করবেন।

এগুলো সব ঠিক থাকলে then-

Keyword research এর সহজ পদ্ধতি second part

১. Search Volume minimum  720 নিলে ভালো হয়।

২.Product price average minimum 50$ হইলে ভালো হয়।
৩.Top 10 এ youtube, twitter, linkedin,wiki,quora,pinterest এসব থাকলে – আপনার জন্য ভালো দিক।
৪. Top 10 এ 3 টার বেশি e-commerce site থাকলে ঐ keyword না নেওয়াই ভালো

৫. ধরেন আপনি এই বছর কাজ শুরু করছেন, তাহলে দেখবেন- এই বছর, বা ২০১৮, বা ২০১৭ সালে এই keyword নিয়ে কাজ করে কোনো site top 10 এ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ভালো জিনিস।

৬.Top 10 এ একই site ২ বার বা তার অধিকবার থাকলে, আপনার জন্য ভালো। কারন – Google এর কাছে enough site নাই ঐ keyword নিয়ে rank করানোর মত। যে একই site কে 2/3/4 বার top 10 এ রেখেছে।

৭. Competitor দের on page week কিনা সেটা দেখবেন।
৮. Long tail keyword নেওয়ার চেস্টা করবেন – মিনিমাম 4 word. থাকলে ভালো – আর না থাকলে keyword তো বানানো possible না। তবে যত লম্বা keyword পাওয়া যায় তত ভালো

৯. Competitor দের Social share কেমন সেটা দেখবেন। যত কম social share হয় – তত আপনার জন্যই ভালো।

আরো পড়ুন:

 

Related Posts

No Responses

Add Comment

You cannot copy content of this page