হেযবুত তওহীদের অজানা অধ্যায়

হেযবুত তওহীদের অজানা অধ্যায়:মাসিক মুঈনুল ইসলাম এ প্রকাশিত শাইখ আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহর সময়ের সেরা প্রবন্ধ:
“হেযবুত তওহীদ: ইসলাম বিকৃতির এক হীন ষড়যন্ত’।

আলহামদুলিল্লাহ প্রবন্ধটি উলামা, তলাবা, দীনপ্রিয় জেনারেল ভাইদের মাঝে ধারণাতীত সাড়া জুগিয়েছে।

অনেকেই শেকড় সন্ধানী, অভিজ্ঞ অনুসন্ধিৎসু, বিদগ্ধ লেখককে মুগ্ধতার অনুভূতি জানিয়েছেন।

সাথে অনলাইন জগতে প্রচারের বিনীত অনুরোধ করেছেন।
এ দেশে হেযবুত তওহীদের আবির্ভাব খুব বেশী দিন হয়নি অবশ্য।

পিডিএফ লিঙ্ক

তবে ইদানিং তাদের তৎপরতা অনেকটা চোখে পড়ার মত। অফলাইনের চেয়ে অনলাইনে প্রচারণা কোনো অংশে কম নয়।

আবেগে আঘাত করে, মাযলুম মুসলমানের চিত্র তুলে ধরে সরলমনা মুসলমানদের ছলে বলে কৌশলে নিত্তনৈমিত্তিক ধোঁকা দিয়ে যাচ্ছে!
বক্ষ্যমাণ প্রবন্ধটি পড়লে পাঠক জানতে পারবেন কথিত এমামের হেযবুত তওহীদের ভেদ-রহস্য। সংস্কারের নামে বিকৃতির আসল রহস্য।

হেযবুত তওহীদের অজানা অধ্যায়

ডাউনলোড লিঙ্ক

 

আরো পড়ুন:

Related Posts

Add Comment

You cannot copy content of this page