স্কীল টেস্ট (কম্পিটেন্সি টেস্ট) রেজিস্ট্রেশন ২০১৯ : জুলাই ২১~২৩
সকল প্রথম রাউন্ড উত্তীর্নকারীর জন্য স্কীল টেস্টে অংশগ্রহন বাধ্যতামূলক। তবে কম্পিটেন্সি টেস্টে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
স্কীল টেস্ট (কম্পিটেন্সি টেস্ট) রেজিস্ট্রেশন 2020
যাদের কাছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সম্পর্কিত নিন্মে উল্লেখিত ডকুমেন্ট আছে তারাই শুধু কম্পিটেন্সি টেস্টে অংশ গ্রহণ করতে পারবে।
① দেশে বা বিদেশে চাকরির অভিজ্ঞতা (ন্যূনতম ১বছর) -> ৩পয়েন্টস।
② দেশে বা বিদেশে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট (ন্যূনতম ৬০ঘন্টা) -> ১পয়েন্ট।
③ ন্যূনতম স্নাতক ডিগ্রি (ম্যানুফেকচারিং শিল্প সংশ্লিষ্ট, যেমন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, লেদার/ সিরামিক টেকনোলজী ইত্যাদি…) ->১পয়েন্ট।
④ন্যাশনাল কম্পিটেন্সি সিস্টেম এর আওতাধীন ন্যাশনাল সার্টিফিকেট। >>১পয়েন্ট
ব্যক্তিভিত্তিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ : অাগস্ট ৭
পরীক্ষা অনুষ্ঠান (সম্ভাব্য) : অগাস্ট ২১~২৬
ফল প্রকাশ: সেপ্টেম্বর ১২
SKILL TEST Interview 2019
যে যে কাজের অভিজ্ঞতা আছে বা ভোকেশনাল সার্টিফিকেট আছে বলবে তাকে সেই কাজ করতে দেয়া হতে পারে। করে দেখাতে না পারলে কোনো পয়েন্টস পাওয়া যাবে না। উপরন্তু আগামি ৩বছরের জন্য ইপিএস টপিক রেজস্ট্রেশনের অযোগ্য ঘোষনা করা হতে পারে। এছাড়া পরীক্ষা পাস করার পরও যে কোন সময় কম্পিটেন্সি ডকুমেন্ট ভুয়া বলে প্রমানিত হলে তার রোস্টার বাতিল হবে এবং পরবর্তী ৩ বছর রেজিস্ট্রেশন করা যাবে না। সাবধান!!
বিস্তারিত আজ অথবা আগামি কাল সেন্ডিং এজেন্সির হোমপেইজে পাওয়া যাবে।
সূত্র: জেনারেল ম্যানেজার, এইচআরডি কোরিয়া।
Skill Test Competency Test Registration 2019

