ক্ষুদ্র একটি দোয়া কিন্তু ফজিলত সীমাহীন, আপনি কি জানেন সেই দোয়াটি ! ফজিলতপূর্ণ একটি অসাধারণ যিকির~ শাইখ আহমদুল্লাহ
ফজিলতপূর্ণ একটি অসাধারণ যিকির
========================
রাসুল ﷺ বলেছেন,-যে ব্যাক্তি বলবে
-“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদীর”।
(আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসা তাঁর। তিনি সমস্ত বস্তুর অপর শক্তিশালি)
ক্ষুদ্র একটি দোয়া কিন্তু ফজিলত সীমাহীন
রাসুল ﷺ বলেন, এই কালেমা তৌহিদ পড়ে যে ১০০ গননা পূর্ণ করবে, সে-
১। ১০ জন গোলাম মুক্ত করার নেকি পাবে ।
২। ১০০টি নেকি পাবে ।
৩। ১০০ টি গুনাহ থেকে মাফ পাবে ।
৪। সে সেই দিন সারা দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে ।
৫। আর তার চাইতে বেশি নেকি কেউ করতে পারবে না । নবী ﷺ বলেছেন এই দোয়া সবচেয়ে উত্তম। [বুখারী ও মুসলিম ]
শয়তান থেকে নিরাপত্তার দু‘আ
—
لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
—
প্রতি চক্রে ১০০ বার বা ১০ বার করে।
—
উচ্চারণ:
লা-ইলা-হা ইল্লাল্লহ-হু, ওয়া‘হদাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িঙ কদীর।
—
ভাবানুবাদ:
নেই কোন মা’বুদ আল্লাহ ছাড়া, তিনি একক তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
ফজিলতপূর্ণ একটি অসাধারণ যিকির
—
উপকারিতা:
১। যে ব্যক্তি এ যিকিরটি ১০০ বার বলবে তার
(ক) দশটি গোলাম আযাদ করার সমান সাওয়াব তার হবে;
(খ) তার জন্য একশটি সাওয়াব লেখা হবে
(গ) আর একশটি গুনাহ মিটিয়ে ফেলা হবে
(ঘ) ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে নিরাপদ থাকবে।
কোন লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু‘আটির ‘আমল বেশি পরিমাণ করবে।
[সহীহ বুখারী:৩২৯৩]
২। যে ব্যক্তি এ যিকিরটি ১০ বার বলবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব অর্জন করবে।
[নাসাঈ সুনানুল কুবরা:৯৯৪৮]
৩। যে ব্যক্তি এই যিকিরটি একবার বলবে, সে একজন বা দুজন ক্রীতদাস মুক্ত করার সমান সাওয়াব পাবে ।
[মাজমাউয যাওয়াইদ:১৬৪১৯]
৪। যে ব্যক্তি এই যিকিরটি পড়বে আল্লাহ তা‘লা আকাশমণ্ডলি ছেদ করে তার দিকে দৃষ্টিপাত করবেন।
[নাসাঈ সুনানুল কুবরা:৯৪৫৬]
—
প্রাসঙ্গিক সময় ও পদ্ধতি:
যে কোন সময় পড়া যায়।
- যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল
- যাদুর রুকইয়াহর আয়াতের তালিকা
- কবিরা গুনাহের বিবরণ
- হস্তমৈথুনের কুফল সমূহ জানতে হবে
- পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়
- দুরুদ শরীফ পাঠের ফজিলত