ফরেক্স স্ক্যাল্পিং ট্রেডিং কি মোঃসোলাইমান আল হেলাল
আপনারা যারা ফরেক্স ট্রেড এর সাথে পরিচিত তারা স্ক্যাল্পিং শব্দটিও শুনেছেন নিশ্চয়ই।
মূলত অল্প পিপস লাভের ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং ট্রেড। অর্থাৎ দ্রুত সময়ে অল্প পিপস লাভের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বা স্ক্যাল্পিং ট্রেড বলা হয়।
এই ট্রেড গুলোতে লাভ হতে পারে ১ থেকে ২০ পিপস বা তার বেশী।
ফরেক্স আভিধানের ভাষায় ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং ট্রেড বলে না । সেটাকে তখন সাধারন লং ট্রেড হিসেবে দেখা হয়।
তবে আমি নিজে ১ থেকে ৪০ পিপস পর্যন্ত লাভকে স্ক্যাল্পিং ট্রেড হিসেবে দেখি। এটা আমার ব্যক্তিগত মত।
মার্কেট সবসময়ই কম বেশী ওঠা-নামা করে। আপনারা এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিট থেকে এক ঘন্টার মধ্যে কিছু পিপস লাভ করে নিতে পারেন।

স্ক্যাল্পিং চার্ট ১
তবে স্ক্যাল্পিং ট্রেড কিন্তু অনেক বেশী ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করেন।
যেটা আকাউন্ট জিরো হওয়ার অন্যতম মেইন কারণ ।তাই স্ক্যাল্পিং ট্রেডেও অ্যানালাইসিস করা উচিত।
কোন পেয়ারেই অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা উচিত নয়।
ফরেক্স স্ক্যাল্পিং ট্রেডিং কি

স্ক্যাল্পিংয়ে কোন টাইমফ্রেম ভালো কাজ করে?
স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের পক্ষের দিকেই ট্রেড নেওয়া ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনা তুলনামূলক অনেক বেশি থাকে।
যেহুতু স্ক্যাল্পিং কম সময়ের মধ্যেই করা হয়, তাই স্ক্যাল্পারের উচিত কম সময়ের টাইমফ্রেমে ট্রেড করা।
স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে। আপনারা স্ক্যাল্পিং ট্রেড করার সময় M1, M5, M15,M30-H1 টাইমফ্রেম অনুসরন করতে পারেন।

স্ক্যাল্পিং চার্ট ২
কিন্তু আপনি যদি H4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে মার্কেটের ওঠা-নামা বুঝতে পারবেন না।
কারণ ১-৩মিনিটে মার্কেটে কি পরিমান পিপস পরিবর্তন হল তা আপনারা H4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না।
এ ক্ষেত্রে এবং মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিংয়ে বেশি সহায়ক বলে আমি মনে করি।
আমি নিজে স্ক্যাল্পিংয়ে H1 টাইমফ্রেম ব্যবহার করি।
অনেকেই আছেন যারা স্ক্যাল্পিংয়ের জন্য অনেক ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। কিন্তু স্ক্যাল্পিং ট্রেডে ইন্ডিকেটর খুব একটা কাজ করে বলে আমি মনে করিনা। ইন্ডিকেটর যদি ব্যবহার করেনই, ডেমো আকাউন্টে পরিক্ষা করে নিবেন আগেই।
আমি বিশ্বাস করি মার্কেটের ছোট ছোট মুভমেন্টগুলোও নিয়ম মেনে চলে ,সে নিয়ম মার্কেটের নিজের নিয়ম ।
এখানে লং ট্রেডের ইন্ডিকেটর দিয়ে স্ক্যাল্পিং করতে গেলে বিপদ হতে পারে।
স্ক্যাল্পিং ট্রেড কি ব্রোকার সাপোর্ট করে??
অনেক ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং ট্রেড সাপোর্ট করে না।
আবার কিছু কিছু ব্রোকারের স্ক্যাল্পিং ট্রেডে ২ মিনিটের রুলস আছে। মানে ট্রেডে ওপেন করার পর থেকে ২ মিনিটের আগে ট্রেড ক্লোজ করলে ঐ ট্রেড বাতিল করে দেয়ার অধিকার ব্রোকার রাখে।
তাই আপনি যে ব্রোকারে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে তারপর আকাউন্ট খুলুন।
what is forex scalping trading
আরও পড়ুন:
কিভাবে MYFXBOOK-এ ট্রেডিং একাউন্ট আপলোড করব
ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

