Cpanel থেকে ওয়েবসাইটের ব্যাকআপ নিন খুব সহজে

থেকে ওয়েবসাইটের ব্যাকআপ নিন খুব সহজে
ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ আপনি ম্যানুয়ালি অথবা প্লাগিনের মাধ্যমে নিতে পারেন।
কিভাবে  Cpanel থেকে  আপনার ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিবেন তার  প্রক্রিয়া দেখানো হয়েছে ধাপে ধাপে।

Cpanel থেকে ওয়েবসাইটের ব্যাকআপ নিন খুব সহজে

চলুন শুরু করা যাক।

ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়া পদ্ধতিঃ

Backup website or WordPress site manually

১। সি প্যানেল থেকে আপনার সাইটের গোটা ফোল্ডার টা কম্প্রেস করে ডাউনলোড করে নিবেন। এতে আপনার থিম, প্লাগিন, আপলোডেড ইমেজ ইত্যাদি সব ই থাকবে।

প্রথমে ফাইল ম্যানেজারে যান।

 

তারপর
অতঃপর নিচে যে ভাবে  দেখানো হয়েছে সেভাবে করুন।
২। এরপর আপনাকে ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে। সেটার জন্য সি প্যানেল থেকে পিএইচপি মাই এডমিনে যাবেন। আপনার সাইটের ডাটাবেজটা এসকিউএল হিসেবে এক্সপোর্ট দিয়ে নেবেন।

ডাটাবেজের ব্যাকআপ

ব্যাস হয়ে গেল ম্যানুয়াল ব্যাকআপ।
এতটুকু যাদের মাথার উপর দিয়ে গেল তাদের জন্য ভিডিও টিউটোরিয়াল
এই ভিডিওতে বলা হয়েছে কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয়।

এইভাবে Cpanel থেকে ওয়েবসাইটের ব্যাকআপ নিন খুব সহজে

প্লাগিনের মাধ্যমে ব্যাকআপ নেওয়া পদ্ধতিঃ

Backup website or WordPress site  via plugin

ফ্রি অনেক প্লাগিন আছে যেমন, মাইগ্রেট গুরু, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেট, ডুপ্লিকেটর, আপড্রাফট প্লাস ইত্যাদি।
একটু ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন কোন প্লাগিনের মাধ্যমে কীভাবে ব্যাকআপ নিতে হয়, রিস্টোর করতে হয়।
আমার ব্যাক্তিগত মতামত টা বলি আপনাদের, আপড্রাফট প্লাস দিয়ে ব্যাকআপ টা অটোমেট করা যায়।
মানে? মানে হলো, আপনি নির্দিষ্ট সময় পর পর ডেটাবেজ এবং থিম ফাইল সহ সবকিছুর ব্যাকআপ নিতে পারবেন। এবং এটা অটোমেটিক হবে।
আপড্রাফট প্লাস সেটাপ দিবেন, এরপর আপনার যে ক্লাউডের (ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি যেটা আপনি চান) সাথে সিংক করে দিবেন।
তারপর কয়দিন পর পর ব্যাকআপ নিতে চান সেটা দিবেন এবং ডেটাবেজ আর থিম সবকিছুর ব্যাকআপ নিবে নাকি যে কোন একটার নিবে সেই অপশন টা ঠিক করে দিবেন।
প্রত্যেকবার ব্যাকআপ নেয়ার পর আপনার কাছে মেইল যাবে ঠিকমত ব্যাকআপ নেয়া হলো কিনা।
এইভাবে তো নিবেনই পাশাপাশি ম্যানুয়াল ব্যাকআপও নিবেন ১৫ দিন পরপর

Add Comment

You cannot copy content of this page