একটু সচেতন হলে ইন শা আল্লাহ জাদু থেকে বাচা সম্ভব। কি কি করতে হবে?
চলুন দেখে নেই আমল গুলো । যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল নিচে দেওয়া হল:
যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল
-
- ফরজ আমল করতে হবে। সালাত, পর্দা ইত্যাদি হল ফরজ আমল।
- মাসনুন আমল করতে হবে। এটা পিরিয়ড হলেও মাফ নেই। সারাজীবন করবেন। দরকার হলে ঘুম থেকে উঠে করে আবার ঘুমাবেন।মাসনুন আমল নিচে দেওয়া হল:
-
- গুনাহ থেকে যথাসম্ভব বেচে থাকবেন।
- ব্যবহার করা জিনিস যেন চুরি না হয় সেদিকে লক্ষ রাখবেন।কাজের লোকদের দিয়ে অনেকে চুরি করায়। চুল, নখ, হায়েজের কাপড় ইত্যাদি সতর্কতার সাথে ডাম্প করবেন।
- ব্যবহার করা জিনিস কাউকে না দেয়াই সাবধানতা। ব্যবহার করা জিনিস বলতে চুল, রুমাল, জামা, গহনা ইত্যাদি। দরকার হলে নতুন কিনে উপহার দিন।
মাসনুন আমল
জ্বিন, যাদু, বিষ ও অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল–সন্ধ্যার আমল
- বাইরে কাপড় শুকাতে দিলে পাহারা দিয়ে রাখবেন যেন কেউ কেটে নিয়ে যেতে না পারে। প্রসঙ্গত মেয়েদের কাপড় বাইরে না মেলানোই নিরাপদ।
- মায়ের নাম বলবেন না। যথাসম্ভব এভয়েড করার চেষ্টা করবেন।
- খাবারে কাউকে সন্দেহজনক কিছু মিশাতে দেখলে ভুলেও সেটা খাবেন না। এতে যত অশান্তিই হোক না কেন।
- ভন্ড কবিরাজ/হুজুর/রাক্বি থেকে দূরে থাকবেন। অনেক কেস আছে সুস্থ মানুষকে তারা অবর্ণনীয় হয়রানি করেছে।
- ঘরে সন্দেহজনক কিছু পাওয়া গেলে সাথে সাথে নিয়মঅনুযায়ী নষ্ট করবেন।
- ঘরে কাউকে সন্দেহজনক কাজ করতে দেখলে ভাল করে খুজে দেখবেন কিছু রেখে গেল কিনা।
- কাউকে আপনাদের উঠোনে/ঘরের প্রবেশদ্বারে/রাস্তা কোনো কিছু ছিটাতে দেখলে তাকে পর্যায়ক্রমে দাওয়াহ, সতর্কবার্তা, ধমকি দিবেন।
সর্বপরি, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন। একমাত্র আল্লাহই পারেন আপনাকে হেফাজত করতে।
আরো পড়ুন: