যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল

একটু সচেতন হলে ইন শা আল্লাহ জাদু থেকে বাচা সম্ভব। কি কি করতে হবে?
চলুন দেখে নেই আমল গুলো । যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল নিচে দেওয়া হল:

যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল

    1. ফরজ আমল করতে হবে। সালাত, পর্দা ইত্যাদি হল ফরজ আমল।
    2. মাসনুন আমল করতে হবে। এটা পিরিয়ড হলেও মাফ নেই। সারাজীবন করবেন। দরকার হলে ঘুম থেকে উঠে করে আবার ঘুমাবেন।মাসনুন আমল নিচে দেওয়া হল:
  1.  
    1. গুনাহ থেকে যথাসম্ভব বেচে থাকবেন।
    2. ব্যবহার করা জিনিস যেন চুরি না হয় সেদিকে লক্ষ রাখবেন।কাজের লোকদের দিয়ে অনেকে চুরি করায়। চুল, নখ, হায়েজের কাপড় ইত্যাদি সতর্কতার সাথে ডাম্প করবেন।
    3. ব্যবহার করা জিনিস কাউকে না দেয়াই সাবধানতা। ব্যবহার করা জিনিস বলতে চুল, রুমাল, জামা, গহনা ইত্যাদি। দরকার হলে নতুন কিনে উপহার দিন।

মাসনুন আমল

 

জ্বিন, যাদু, বিষ অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকালসন্ধ্যার আমল

  • বাইরে কাপড় শুকাতে দিলে পাহারা দিয়ে রাখবেন যেন কেউ কেটে নিয়ে যেতে না পারে। প্রসঙ্গত মেয়েদের কাপড় বাইরে না মেলানোই নিরাপদ।
  • মায়ের নাম বলবেন না। যথাসম্ভব এভয়েড করার চেষ্টা করবেন।
  • খাবারে কাউকে সন্দেহজনক কিছু মিশাতে দেখলে ভুলেও সেটা খাবেন না। এতে যত অশান্তিই হোক না কেন।
  • ভন্ড কবিরাজ/হুজুর/রাক্বি থেকে দূরে থাকবেন। অনেক কেস আছে সুস্থ মানুষকে তারা অবর্ণনীয় হয়রানি করেছে।
  • ঘরে সন্দেহজনক কিছু পাওয়া গেলে সাথে সাথে নিয়মঅনুযায়ী নষ্ট করবেন।
  • ঘরে কাউকে সন্দেহজনক কাজ করতে দেখলে ভাল করে খুজে দেখবেন কিছু রেখে গেল কিনা।
  • কাউকে আপনাদের উঠোনে/ঘরের প্রবেশদ্বারে/রাস্তা কোনো কিছু ছিটাতে দেখলে তাকে পর্যায়ক্রমে দাওয়াহ, সতর্কবার্তা, ধমকি দিবেন।
সর্বপরি, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন। একমাত্র আল্লাহই পারেন আপনাকে হেফাজত করতে।
আরো পড়ুন:

Related Posts

No Responses

Add Comment

You cannot copy content of this page