গার্ডেন বাই দা বে সিঙ্গাপুর:লেখক, সোলাইমান আল হেলাল
গার্ডেন বাই দা বে সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান।
আর Garden By The Bay এর মূল আকর্ষণ হল Cloud Forest. দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ার সত্যিকারের Cloud Forest এর আবহাওয়াকে কৃত্রিম ভাবে তৈরি করা হয় এই গার্ডেনের ভিতরেই।
Page Content Highlights
গার্ডেন বাই দা বে সিঙ্গাপুর
এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ৩৫ মিটার দীর্ঘ কৃত্রিম জলপ্রপাত। এখানে দেখতে পাওয়া যায় নানা ধরনের পরগাছা যেগুলো প্রাকৃতিক ভাবে শুধুমাত্র ক্লাউড ফরেস্টেই জন্মায়।
Garden By The Bay তে আরো আছে ফ্লাওয়ার ডোম নামের বিশ্বের সবচেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রিত গ্রীন হাউজ।
এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রকৃতিকে হুবাহু তৈরি করেছে এই কাঁচের তৈরি ঘরের ভেতর। যেখানে কৃত্রিম ভাবে বেড়ে উঠছে ১৬০ প্রজাতির প্রায় ৩২,০০০ রকমের গাছ।
garden by the bay ticket:
প্রাপ্তবয়স্কদের জন্য ২৮ ডলার ও বাচ্চাদের জন্য ১৫ ডলার দিতে হবে।
- Flora Fantasy
- Cloud Forest
- Flower Dome
এই তিনটা মিলে Garden By The Bay.এই তিনটায় টিকিট কেটে ঢুকতে হয়।তিনটার টিকেট এক সাথে কাটা যায়।
এছাড়াও বাইরে আরো দুইটা গার্ডেন আছে।ঐ দুইটার এন্ট্রি ফ্রি।
সুপার্ট্রি এবং আশেপাশের বাগানে প্রবেশ করতে পারবেন বিনামূল্যে, তবে আপনাকে অবশ্যই সংরক্ষণাগারগুলির জন্য ফি দিতে হবে ।
Flora Fantasy
ফুল শিল্পের গার্ডেন ল্যান্ডস্কেপ এবং একটি 4D লুকে সাম্প্রতিক আকর্ষণ হল ফ্লোরাল ফ্যান্টাসি ।
উপসাগরীয় উদ্যানগুলির সর্বশেষতম থিম্যাটিক আকর্ষণ। ফুল, শৈল্পিকতা এবং প্রযুক্তি একত্রিত হয়ে দর্শকদের জন্য স্বপ্নের মতো, চমৎকার অভিজ্ঞতা তৈরি করে।
এটিতে চারটি বৈচিত্র্যময় উদ্যানের চিত্র রয়েছে, প্রত্যেকটি আলাদা ধারণা উপস্থাপন করে, পাশাপাশি দর্শকদের জন্য একটি 4 D অভিজ্ঞতা তৈরি করে।
Cloud Forest
Garden By The Bay এর মূল আকর্ষণ হল Cloud Forest. দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ার সত্যিকারের Cloud Forest এর আবহাওয়াকে কৃত্রিম ভাবে তৈরি করা হয় এই গার্ডেনের ভিতরেই।
এমনকি যদি আপনি ফুলের আগ্রহী নাও হন, তাহলেও আপনার ক্লাউড ফরেস্টে যাওয়া আবশ্যক – কারণ এর আর্কিটেকচারের প্রশংসা করার জন্য, যা বিশাল ইস্পাত গ্রিডের মধ্যে কাঁচের বিশাল প্যানের সমন্বয়ে গঠিত।

ফটো : দীপ বিশ্বাস
এটিতে কোন কংক্রিটের কলাম নেই। আর ক্লাউড ফরেস্টের ছোট ভাই হল ,ফ্লাওয়ার ডোম ।ফ্লাওয়ার ডোম হল বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস।
ক্লাউড ফরেস্ট তার দর্শকদের বনের মধ্য দিয়ে ঘুরে ঘুরে দেখার এবং তার মন সতেজ করা ৯টি সৌন্দর্য দেখতে স্বাগত জানায়:
- লস্ট ওয়ার্ল্ড,
- ক্লাউড ওয়াক,
- দ্য ক্যাভার,
- ওয়াটারফল ভিউ,
- ক্রিস্টাল মাউন্টেন,
- ট্রি টপ ওয়াক,
- সিক্রেট গার্ডেন,
- ক্লাউড বন গ্যালারী
- এবং ক্লাউড ফরেস্ট থিয়েটার।
ক্লাউড ফরেস্টের অভ্যন্তরের তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরিবর্তিত হয় ।
যাতে মন্টেন থেকে গ্রীষ্মমন্ডলীয় গাছগুলি (অর্কিডস, পিচার প্লান্ট এবং ফার্ন) উন্নত হয় এবং বিকাশ লাভ করতে পারে।
garden by the bay flower dome
চির বসন্তের একটি জগতে প্রবেশ করুন। যেটি শীতল ও শুষ্ক ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রতিরূপ তৈরি করে। ফ্লাওয়ার ডোম পাঁচটি মহাদেশের বহিরাগত উদ্ভিদ প্রদর্শন করে ।
যা নয়টি পৃথক উদ্যানে প্রদর্শিত হয়। আপনি দর্শনীয় স্থানগুলিতে ঘুরার সময় হাজার বছরের পুরানো জলপাই গাছ এবং অস্বাভাবিক আরো অনেক কিছুই দেখতে পারবেন ।
এটি ২০১৫ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত হিসাবে বিশ্বের বৃহত্তম কাঁচের গ্রিনহাউস।
Open and closing time:
গার্ডেন বাই দা বে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
garden by the bay light show
রাতে গার্ডেন বাই দা বে এর SuperTree Grove এ লাইট শো দেখা যায়।
SuperTree Grove এর লাইট শো অসাধারন।প্রতিদিন রাত ৭.৩০ এবং রাত ৮.৪৫ এ লাইট শো হয়।রাতের SuperTree Grove অসাধারন
Garden By The Bay এর নতুন আকর্ষন Flora Fantasy. ১৫০০ স্কয়ার মিটার জুড়ে Flora Fantasy. ৩০০০ প্রজাতির ফুলের গাছ আছে।
অনেক রেয়ার প্রজাতির ফুল গাছও আছে। Madagascar তার মধ্যে অন্যতম।
Super Tree Grove:
Super Tree Grove প্রকৃতি এবং টেকনোলজির এক অসাধারন মিশ্রণ। Garden By The Bay তে ১৮টি SuperTree Grove আছে।
SuperTree Grove এ এন্ট্রি ফ্রি।
২টি SuperTree তে ১২৮ মিটার লম্বা SkyWay আছে।যেটা OCBC SkyWay নামে পরিচিত।
প্রায় ১,৬২,৯০০ প্রকারের Bromeliads,Orchids,Ferns এবং Tropical Flowering আছে SuperTree গুলোতে।
marina bay sands singapore
SuperTree Grove এর পাশেই Marina Bay Sands
SkyWay তে হাঁটা যায়।
সবচেয়ে বড় SuperTree তে রেস্টুরেন্ট এবং Rooftop Bar আছে।।
যেভাবে যাবেন:-
ঢাকা থেকে সিঙ্গাপুর।সিঙ্গাপুর এর লিটল ইন্ডিয়া,চায়না টাউন,মেরিনা বাই দে বে যেখানেই থাকেন না কেন গার্ডেন বাই দা বে যেতে MRT তে ১৫-২০ মিনিট লাগবে।
আর ট্যাক্সিতে গেলে ৮-১০ মিনিট।
প্রিয় বন্ধু আসুন বিদেশ দেখার আগে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশকে দেখি।
আমাদের ভ্রমনের উদ্দেশ্য হোক সৎ, নতুন কিছু জানা ও শেখার।
আসুন ভ্রমনে গিয়ে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি।
আরো পড়ুন:
Интересно!
thank you
Add Comment