কিভাবে MYFXBOOK-এ ট্রেডিং একাউন্ট আপলোড করব? এই আর্টিকেলটি লিখেছেনঃ রাজিব সাহা – আজকে আমারা MYFXBOOK সম্পর্কে বিস্তুারিত জানব। অবশ্যই পোস্টি ভাল লাগলে লাইক কমেন্ট এবং মতামত জনাতে ভুলবেন না কারন এগুলো ফ্রি জিনিস,,, কিন্তু It can inspire others.
কিভাবে আমরা আমাদের ট্রেডিং একাউন্ট MYFXBOOK–এ আপলোড করব?
MYFXBOOK—এ ট্রেডিং একাউন্ট লিংক করলে আমাদের লাভ কি?
Page Content Highlights
কিভাবে ট্রেডিং একাউন্টের সত্যতা যাচাই করা যাবে MYFXBOOK দিয়ে?

my fxbook profile
কিভাবে MYFXBOOK-এ ট্রেডিং একাউন্ট আপলোড করব?
কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন।
MYFXBOOK সম্পর্কে: MYFXBOOK হল একটা 3rd Party ওয়েবসাইট ( www.myfxbook.com)
যেখানে আপনি আপনার ট্রেডিং একাউন্ট লিংক কারার মাধ্যমে আপনার ট্রেডিংয়ের সমগ্রিক ANALYSIS করতে পারবেন।
যার মাধ্যমে আপনার ট্রেডিং স্ট্রেটেজি কেমন কাজ করছে, কোন সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন দারকার আছে কি না তা বুঝতে পারবেন।
MYFXBOOK যেভাবে কাজ করে: MYFXBOOK সাধারণত API কানেকশন এর মধ্যমে কাজ করে থাকে।
এখানে অধিকাংশ ব্রোকর তাদের API ACCESS MYfxbook কে দিয়ে থাকে যাতে তাদের গ্রাহকরা তাদের ট্রেডিং একাউন্ট লিংক করতে পারে এবং ট্রেডিংয়ের বিস্তারিত জানতে পারে।
বর্তমানে MYFXBOOK…EA এর মাধ্যমেও আপনি আপনার একাউন্ট কানেক্ট করতে পারবেন।
তাবে ভাল হল MetaTrader4 (Auto Update) ওপশনটা…. যেটা আপনার ট্রেডিং একাউন্ট সয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরপর আপডেট করবে।
যেভাবে একাউন্ট ADD করবেন: MYFXBOOK এ লগইন কারার পর মেনুবারে দেখতে পারবেন “Portfolio”। ক্লিক করুন “Add Account” এবং MetaTrader4 (Auto Update)। বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন।

সতর্কতা:
অবশ্যই আপনি আপনার INVESTOR PASSWORD ব্যবহার করবেন একাউন্ট ADD কারার সময়।
একাউন্ট লিংক করার পর ওভারঅল আপনার ট্রেডিংয়ের সববিষয়ই আপানি এখান থেকে জানতে পারবেন।
যেগুলোর মধ্যে আছে,
- প্রোফিট %,
- Monthly Growth,
- Weekly Growth,
- Drawdown,
- Probability ইত্যাদি আরও অনেককিছু।

ট্রেডিং একাউন্টের সত্যতা যাচাই: এখানে আপনি ২ ভাবে ট্রেডিং একাউন্টের সত্যতা যাচাই করতে পারবেন।
- ১. আপনি যে ট্রেডগুলো করছেন ওগুলো আসলেই করেছিলেন কিনা এবং আপনার একাউন্টের Information Upload কারার Access আপনি MYFXBOOK কে দিয়েছিলেন কি না।
আপনার একাউন্ট Track Record Verified করতে গেলে অবশ্যই আপনাকে Account Add করার সময়ে MetaTrader4 (Auto Update) ওপশনটি সিলেক্ট করতে হবে।
- ২. Trading Privilege Verified মানে হল… এই একাউন্টা আসলেই আপনার কি না।
আপনাকে MYFXBOOK দারা প্রদত্ত INVESTOR Password আপডেট করে প্রমান করতে হবে যে এই একাউন্টের প্রকৃত মালিক আপিনি এবং আপনার নিজের একাউন্টের PASSWORD পরিবর্তন কারার ACCESS আছে।
অন্যের MYFXBOOK লিংক দেখে আমি কিভাবে সত্যতা যাচাই?
বর্তমানে FUND MANAGERদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
বলতে গেলে ট্রেডারদের চেয়ে FUND MANAGERদের সংখ্যা বেশি এবং অনেক আবার MYFXBOOK লিংক দেখিয়ে নতুন ট্রেডারদের বোকা বানিয়ে যাচ্ছে।
নিচের বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আপনি আসল এবং নকল ট্রেডারদের বুঝতে পারবেন।
- ১. একাউন্টের অবশ্যই ২টা ধাপই Verified হতে হবে। যেকোন একটা হলে হবে না। কারন অনেকে আছে যারা অন্যের একাউন্টের INVESTOR Password ম্যানেজ করে MYFXBOOK এ একাউন্ট ADD করে এবং নিজের নামে মার্কেটিং করে ,,প্রকৃত ট্রেডারের অজান্তেই।

- ২. অনেক একাউন্ট আছে শুধুমা্ত্র নিচের টাই VERIFIED (Trading Privileges Verified) । তার মানে হল ট্রেডারের একাউন্ট ওনারশিপ ঠিক আছে কিন্তু সে তার একাউন্টের অনেক INFORMATION সঠিক নাও দিতে পারে।
![]()
- ৩. অনেকে আবার আছে CUSTOM HISTORY শো করে MYFXBOOK EA ব্যবহার করে। যেটাও ভেজাল হতে পারে।
যেমন ট্রেডির যে মাসে লস করেছে ওই মাস শো করে না,, আবার যে মাস প্রফিট করে ওই মাস শো করে। সুতরাং এরাকোম হলে বুঝবেন ভেজাল আছে।

- ৪. অনেক STUDY করে জানতে পারলাম CTrader Platform এর ট্রেডিং রেকর্ড ব্রোকার ইচ্ছা করলে EDIT করতে পারে কিন্তু MetaTrader4 এর ট্রেডিং রকর্ড ব্রোকার ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারবে না।
বেশি হলে সেন্ট একাউন্ট… ডলার একাউন্ট বলে চালাতে পারে। সুতরাং CTrader Platform থেকে দূরে থাকবেন।
- ৫. MYFXBOOK হল ট্রেডারদের একটা বিশাল COMMUNITY যেখানে আপনি অনেক ট্রেডার পাবেন এবং তাদের Profile এরও লিংকও পাবেন। অনেকে আছে অন্যের MYFXBOOK প্রফাইল নিজের নামে চালিয়ে দিচ্ছে এবং মার্কেটিং করতেছে।
সুতরাং কেউ যদি আপনার কাছে MYFXBOOK দিয়ে কোন মার্কেটেং করতে আসে তাহলে আগে বলবেন ভাই আপনার MYFXBOOK প্রফাইলের Information আপডেট কারেন
যেমন: Name, Bio, Motto, Locations ইত্যাদি। যাতে আপনি নিশ্চিত হতে পারেন MYFXBOOK একাউন্ট ওনারশীপ সম্পর্কে।
কিভাবে MYFXBOOK-এ ট্রেডিং একাউন্ট আপলোড করব?
- ৬. অনেকে বলেন ব্রোকার ইচ্ছা করলে FAKE TRADING HISTORY Generate করতে পারেন। আমি এ বিষয়ে কিছু EXPERIENCED ট্রেডার এবং কিছু ব্রোকারের Support Staff দের সাথে কথা বলেছি।
তারা বলেছে MT4 এ FAKE ট্রেডিং করা কোনভাবেই সম্ভব না। তবে ব্রোকার ইচ্ছা করলে ট্রেডকে প্রভাবিত করতে পারে যেটা সধারণত MM ব্রোকার করে থাকে।
MYFXBOOK এবং TRADING HISTORY যারা বিশ্বাস করেন না: অনেকে আবার বলে নাকি ,,,FAKE MYFXBOOK লিংক বানানো যায়।
অনেকে আবার বলে অনেক ব্রোকারের IB ইচ্ছা করলে FAKE TRADE করে MYFXBOOK লিংক বানিয়ে মার্কেটিং করতেছে।
ভাই এমন কিছু বলবেন না যাতে নিজেই বলদ বলে প্রমানিত হয়ে যান। অপনি যদি এরকম মনে করেন তাহলে নিজে বানিয়ে ফেলুন।
কিভাবে MYFXBOOK-এ ট্রেডিং একাউন্ট আপলোড করব?
উল্টা পাল্টা কথা বলে শুধুমাত্র সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা যায়,,,, ভাল কিছু করা যায় না।
সবশেষে একটা কথা বলা দরকার: GOD give you world’s best thing ,, that is your brain. Please use it..please don’t let it be used by others
আরও পড়ুন:
ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

