ব্যাথার জন্য রুকইয়াহ-


উসমান ইবনে আবিল আস রা. থেকে বর্ণিত, একবার আমার শরীরে ব্যাথা অনুভব করছিলাম, তখন আমি রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ ব্যাপারে অনুযোগ করলাম। রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার হাতটি ব্যাথার যায়গায় রাখো, এরপর তিনবার “বিসমিল্লাহ” বল।

তারপর ৭বার বল- “আ’ঊযু বি’ইঝঝাতিল্লা-হি ওয়াক্বুদরাতিহী, মিন শাররি মা-আজিদু ওয়াউহা-যির”।

(বর্ণনাকারি সাহাবী বলেন) আমি এমনটাই করলাম, এতে আমার ব্যাথা ভালো হয়ে গেল।

أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ :

হাদিসটি শব্দের সামান্য তারতম্য সহ – মুসলিম, মুয়াত্তা মালেক, তিরমিযি, আবু দাউদ, ইবনে মাযাহ, মুসনাদে আহমাদ, মুসতাদরাকে হাকেম, মুজামুল কাবিরে বর্ণিত হয়েছে। মিশকাত, হাদিস নং ১৫৩৩।
আলহামদুলিল্লাহ! আমি এটা থেকে খুব উপকার পেয়েছি..

Related Posts

Add Comment

You cannot copy content of this page