যাদুর রুকইয়াহর আয়াতের তালিকা

যাদুর রুকইয়াহর আয়াতের তালিকা
যারা যাদুগ্রস্থ তারা এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। ইন শা আল্লাহ উপকারি হবে

ব্যবহারবিধিঃ
ক) যদি আপনাকে এই পোস্টের লিংক দেয়া হয় তাহলে শুধু আয়াতগুলা তেলাওয়াত করবেন
খ) আপনি নিজেই রুকইয়াহ  করতে চান এবং নিজেকে জাদুগ্রস্থ মনে করেন তাহলে এই আয়াতগুলো প্রতিদিন ১ ঘন্টা করে দুই বার পড়বেন সুবিধামত সময়ে।
এরপর পানিতে ফু দিয়ে অর্ধেক পানি সকাল বিকাল খাবেন। আর বাকি অর্ধেক গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন।
সম্ভব হলে ৭ টা বরই পাতা বেটে গোসলের পানিতে মিশিয়ে নিবেন। যদি ঘরে সমস্যা মনে করেন তাহলে পড়া পানি ঘরেও ছিটাবেন।
গ) VVI লেখা আয়াতগুলো বেশি বেশি পড়বেন।

যাদুর রুকইয়াহর আয়াতের তালিকাঃ

১। সুরা ফাতিহা (VVI)
২। সুরা বাকারা। আয়াত নং ১০২ (VVI)।
৩। সুরা আলে ইমরান। আয়াত নং ৫৪, ১১১, ১২০ ।
৪। সুরা নিসা। আয়াত নং ৪৫, ১২৬।
৫। সুরা আনআম। আয়াত নং ৭, ১৭ ।
৬। সুরা আরাফ। আয়াত নং ১০৪ থেকে ১২৬ (VVI), ১৩২, ১৩৯, ১৪৭ ।
৭। সুরা আনফাল। আয়াত নং ৩০।
৮। সুরা ইউনুস। আয়াত নং ২, ৭৬ থেকে ৮২ (VVI)
৯। সুরা হূদ। আয়াত নং ৭ ।
১০। সুরা হিজর। আয়াত নং ১৪, ১৫ ।
১১। সুরা নাহল। আয়াত নং ২৬, ৩৪, ৬৯ ।
১২। সুরা বনী ইস্রাঈল। আয়াত নং ৪৫, ৪৬, ৪৭, ৮১, ১০৫ ।
১৩। সুরা ত্বহা। আয়াত নং ৫৬ থেকে ৭৬ (VVI) ।
১৪। সুরা আম্বিয়া। আয়াত নং ১, ২, ৩, ১৮ ।
১৫। সুরা মু’মিনুন। আয়াত নং ৮৮, ৮৯ ।
১৬। সুরা ফুরকান । আয়াত নং ৭, ৮ ।
১৭। সুরা শু’আরা। আয়াত নং ৩৪ থেকে ৫১ (VVI), ১৫৩।
১৮। সুরা নামল। আয়াত নং ১৩, ৫০, ৫১ ।
১৯। সুরা কাসাস। আয়াত নং ৩৬, ৪৮ ।
২০। সুরা সাবা। ১২, ১৩, ২১ ।
২১। সুরা ফাতির। আয়াত নং ৪৩ ।
২২। সুরা সফফাত। আয়াত নং ৭, ৯৮ ।
২৩। সুরা ছোয়াদ। আয়াত নং ১, ২, ৩ ।
২৪। সুরা মু’মিন। আয়াত নং ২৩, ২৪, ৪৫, ৭৮ ।
২৫। সুরা যুখরুফ । আয়াত নং ৩০ ।
২৬। সুরা মুহাম্মাদ। আয়াত নং ১, ৯, ২৮, ৩২ ।
২৭। সুরা যারিয়াত। আয়াত নং ৫২ ।
২৮। সুরা ক্বামার। আয়াত নং ২ ।
২৯। সুরা মুদাসসির। আয়াত নং ২১ থেকে ২৪ ।
৩০। সুরা ফালাক (VVI)
৩১। সুরা নাস (VVI)

প্রশ্নঃ

১। এই আয়াতগুলোর পিডিএফ আছে? – নেই, করা হলে জানানো হবে ইন শা আল্লাহ।
২। সবগুলো আয়াত পড়তে হবে? – জ্বি
৩। সব একসাথে পড়তে হবে? – না, আপনি একবারে ৪০-৪৫ মিনিটে যতটুকু পারেন ততটুকুই পড়েন। পরেরবার বাকিটুকু পড়বেন।
৪। যার সমস্যা তাকেই পড়তে হবে? -জ্বি, নিজেরটা নিজে করতে পারলে সবচে’ ভাল।
তবে নিজে পড়তে না পারলে অন্য কেউ পড়ে তাকে ফু দিলেও হবে। একইভাবে অন্য কেউ খাওয়া ও গোসলের পানি অন্যকেউ রেডি করে দিতে পারবে।
৬। কেউ সন্দেহের বশে এইগুলো আমল করলে কোনো সমস্যা আছে? – নেই। তবে এডমিনদের সাথে পড়ামর্শ করে নেয়া ভাল।
৭। কতদিন করতে হবে? – যতদিন ভাল না হবে।(অনর্থক প্রশ্ন না করাই ভাল )
আরো পড়ুন:

Related Posts

No Responses

Add Comment

You cannot copy content of this page