Site icon modernitbd.com

জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায়

জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায়

জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায় এই শিরোনামে লেখার জন্য দুঃখিত। এখন সব জায়গায় একটাই কথা শুনি আর সেটা হলো ভাল চাকরি চাই।

আর চাকরি চাই বলেই শেষ নয় বরং সরকারী চাকরি চাই একথাই সবাই বলে।যত ঘুষ লাগে লাগুক।

কিন্তু ব্যবসা কেউ করতে চায় না।আমাদের মানুষিকতা একদিনে এরকম হয়নি।

আজকে আমার আলোচনার বিষয় হলঃচাকরি পাওয়ার উপায় ।

তো এই বিষয়ে নিচে খুবই প্রয়োজনিয় কিছু কথা বলেছি  ।সে গুলো ফলো করলে আশা করি আপনাদের আর

চাকরি পাওয়ার উপায় খোজা লাগবে না।

সরকারি চাকরির খবর কয়জন রাখে

শুধু টাকা থাকলেই সরকারী চাকরি হয় না।কিংবা মামা-খালু দিয়ে কাজ হয় না।কিছু পড়াশুনাও করতে হয়।

আমাদের এই বিশাল জনসংখ্যার সবাই যদি সরকারি চাকরির খবর পড়া শুরু করে আর সরকারি চাকরিজীবি হতে চায় তবে বেসরকারি চাকরির খবর কারা পড়বে একবার ভাবুনতো।

এখন দেশের যে অবস্থা বেসরকারি চাকরি বা কোম্পানি জব পাওয়া কঠিন ব্যাপার।

বিডিজবস।বিডি জব।বিডি জবস।bd jobs কি চাকরি দেয়?

বিডি জবস বা bd jobs যা ই বলুন না কেন এরা কি চাকরি দেয়? উত্তর হলঃ না । 

তবে বিডিজবস আপনাকে দেশের সব চাকরির খবর তাদের প্লাটফর্মে একসাথে দেখাবে।

অনলাইনে চাকরির খবর,ঢাকা চাকরির খবর,সরকারী চাকরির খবর,আজকের চাকরির খবর, সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর এতো এতো চাকরির খবরপড়ে মাথাই নষ্ট করে ফেলবেন। 

আরো পড়ুন:

সরকারি বেতন স্কেল ও গ্রেডিং সিস্টেম

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

তো এখন আমদের কি করা উচিত?? চাকরি চাই বললেই হবে না।
একমিনিট থামুন।একটু চিন্তা করুন।একটা সুন্দর প্লান করুন।
চাকরির পড়া ছাড়া ভালো চাকরি ভাবে পাবেন ?ছোটখাটো কাজের পাশাপাশি চাকরির জন্য পড়ুন।
অনেকে আবার  নিজ এলাকায় চাকরি করতে চায় কিন্তু ব্যবসা করতে চায় না।
আপনি ছোটখাটো ব্যবসা করার পাশাপাশি চাকরির জন্য পড়তে পারেন ।
এতে আপনি নিজেকে অসহায় মনে করবেন না।
নিজেকে তৈরি করতে হবে ।

হেরে যাবার পাত্র-পাত্রী আপনি নন সেটা মাথায় রেখে সৃষ্টিকর্তার উপর আস্থাসহকারে কর্ম পরিকল্পনা করতে হবে। 

জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায়

 জব পাওয়ার টেকনিক:আপনি চাকরির পরীক্ষায় টিকতে পারছেন না। তার জন্য দায়ী আপনি নিজেই।
জব না পাওয়ার প্রধান প্রধান কারণসমূহ নিম্নরূপঃ

  1.  সারাদিন ফোন নিয়ে বসে থাকেন।চ্যাটিং, গেমস, ডাউনলোড, ভিডিও, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন।।
  2. চাকুরীর সার্কুলার আসলে এত খুশি হন যে পড়ার টেবিলে বসার সময় পান না।
  3.  বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আর্কষণ।
  4.  কোন বই শেষ না করেই আরেকটা বই কিনে ফেলেন।
  5.  অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন।
  6. আপনি অতিরিক্ত ঘুমান ।
  7. সব চাকরিতেই পরীক্ষা দেন । ব্যাংক, বিসিএস, নন ক্যাডার, প্রাথমিক সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন ইত্যাদি। কোনটাই হয় না শেষ পর্যন্ত।
  8. আপনি বন্ধুদের সময় দেন বেশি ।
  9.  আরামদায়ক জীবন যাপন পছন্দ করেন।
  10.  নেতিবাচক চিন্তা বেশি করেন ।
  11. বই পড়ে রেখে দিয়েছেন কিন্তু বার বার রিভিশন দেননি।
  12. আপনি এলোমেলো ভাবে পড়াশোনা করেছেন কিন্তু গুছিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বার বার পড়েননি।
  13. ইংরেজি ও ম্যাথ না বুঝে মুখস্থ করেছেন।
  14.  ইংরেজি ও ম্যাথ বার বার চর্চার করেননি সময় ধরে।
  15.  সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে পড়ে থাকেন সারাদিন অথচ সেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে,,যেগুলো স্থির থাকে সেগুলো কম পড়াশোনা করেছেন।
  16. মাসিক পত্রিকার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
  17. যে জবে আবেদন করেছেন সেই জবের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ভালো করে জানেন না।খালি সবাই আবেদন করতেছে তাই আপনিও করে গেছেন।
  18. একাডেমিক পড়াশোনা আর চাকরির পড়াশোনা ২ টাই এক মনে করে বসে আছেন না পড়ে।
  19.  মেধা সবারই আছে কিন্তু জব পরীক্ষার ক্ষেত্রে কৌশল গত মেধাবী হতে হবে।
  20.  যাহা পড়বেন গুছিয়ে নোট আকারে তৈরি করে রেখে দিয়েছেন আর সেগুলো বার বার রিভিশন দেননি। সিলেবাস সম্পর্কে জানা নেই।

টেকনিক ১ নং থেকে ২০ নং পর্যন্ত পয়েন্ট গুলোর বিপরীত করতে পারলে সহজে জব হয়ে যাবে।আশা করি।

জব।চাকরি চাই।চাকরি পাওয়ার উপায়।জব পাওয়ার টেকনিক

আরো কিছু বিষয়ে আমাদের  সচেতন হতে হবে।যেগুলা আমরা সব সময় ভুল করে থাকি একটু সচেতনতা অবলম্বন করতে পারলে উন্নতি অবশ্যই হবে।

সফল হওয়ার উপায়সফলতার গল্প

আপনি কি সত্যিই সফল হতে চান? আপনার নিজের একটি সফলতার গল্প রচনা করতে চান?
আসুন  জেনে নেই ।

সফল হতে কি কি প্রয়োজনঃ
  1.  নিজের ইচ্ছে শক্তি
  2. স্কিল
  3. ধৈর্য্য
  4.  পরিশ্রম
আপনার নিজের ইচ্ছা শক্তিই ৩০% সফলতার দিকে নিয়ে যাবে।
বাকি ৫০% হলো আপনার পরিশ্রম এবং ২০% ধৈর্য্য ।
তাই কি করতে চান কি হতে চান কি ইচ্ছা তা আগে ভাবুন তারপর ইচ্ছা অনুযায়ী কাজে নেমে যান।
তারপর ৩ হাত থেকে একটা হাত কেটে ফেলুন সেটা হচ্ছে অযুহাত।
দেখেন মানুষ বিভিন্ন অযুহাত দেয় এই সমস্যা ওই সমস্যা ইত্যাদি ইত্যাদি।
এটার জন্য কিছু করতে পারিনি, আমার কাছে ওই জিনিস ছিলোনা বলে শুরু করতে পারিনি, ফ্যামিলি সাপোর্ট দেইনি,বা   কাজ ছিল তাই পরীক্ষার পড়া পড়তে পারি নাই। আসলেই তাই?
সারাক্ষণ  কাজ করে মানুষ? না, করে না ।
প্রতইদিন পড়াশুনার পাশাপাশি ফেসবুকিং বা বন্ধুদের পিছনে অনেক টা সময় চলে যায়, সে সময় টা নষ্ট না করে নিজের পেছনে সময় দেন, নিজেদের স্কিল কে গ্রো করেন। তা হলেই আপনার নিজের একটি সফলতার গল্প লিখতে পারবেন খুব শিঘ্রই।

 ধন্যবাদ সবাইকে।

আপনি কেন সফল হচ্ছেন না?

আরো পড়ুন:

সরকারি বেতন স্কেল ও গ্রেডিং সিস্টেম

পাসপোর্ট আবেদন ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী

বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান

  দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি

পাতায়া ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার

গার্ডেন বাই দা বে সিঙ্গাপুর

খুলনা শহরে কোথায় কি খাবেন?

Exit mobile version