Site icon modernitbd.com

EPS TOPIK General CBT-2020

EPS TOPIK General CBT-2020

EPS-TOPIK জেনারেল CBT সার্কুলার-2020

সম্পর্কিত (সম্ভাব্য) বিজ্ঞপ্তি:-

কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের সুযোগ দানের জন্য বোয়েসেল প্রি রেজিষ্ট্রেশন ফি ৫০০/- টাকা (অফেরতযোগ্য) নির্ধারণ করা হবে।
SSC/ সমমান পাশ বাধ্যতামূলক থাকতে হবে। Vocational থেকে পাস করা প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

২০২০ সালের EPS-TOPIK জেনারেল CBT সার্কুলার, প্রি-রেজিস্ট্রেশন/ Online Registration ও BOESL রেজিস্ট্রেশন ২০১৯ সালের  ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে।

তবে যদি রেজিস্ট্রেশন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত না হয় তবে ,অবশ্যই ২০২০ সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে অনুষ্ঠিত হবে।

তাই বেশি টেনশন না করে নিজের কাজ-কর্মে মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না । BOESL থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই উপরের কথাগুলো বলা হয়েছে।

KOREA JOB CIRCULAR 2020

CBT পরীক্ষা যথারীতি ২০২০ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে।
এবারে লটারিতে ৮,০০০জন থেকে ১২,০০০জনকে সিলেক্ট করা হতে পারে।

কোরিয়া রেজিস্ট্রেশন 2020

BOESL এর চূড়ান্ত Registration ৮,০০০জন থেকে ১২,০০০জন করতে পারবে।
৮,০০০ জন থেকে ১২,০০০ জন প্রার্থীকেই CBT দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।

কোরিয়ান চাকরির সার্কুলার

বাংলাদেশের কোঠা অনুযায়ী CBT ও SKILL TEST এ সিলেক্ট করা হবে।

EPS TOPIK General CBT-2020

বিঃ দ্রঃ চলতি বছর থেকে আগামীবছর গুলোতেও EPS-TOPIK General CBT সার্কুলার, প্রি-রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন ডিসেম্বর মাসেই হতে পারে।

দক্ষিণ কোরিয়া লটারি ২০২০

EPS-TOPIK General CBT 2020

EPS-TOPIK General CBT 2019 এর রেজাল্ট http://eps.hrdkorea.or.kr/epstopik/epsHomeIndex.jsp এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 100 মার্ক পর্যন্ত 1995 জনকে SKILL TEST দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

EPS TOPIK General CBT-2020

আরও পড়তে পারেন:

কোরিয়ান ভিসা ইস্যু হওয়ার পর করনীয়

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

ইপিএস কর্মীগণ দেশে ফিরে কোরিয়ান কোম্পানিতেই চাকরি করতে পারবেন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

 

Exit mobile version