কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব
কোরিয়ান বর্ণমালা কে হানগুল (한글) বলা হয়। 한글 এর 한 অর্থ হলো ” কোরিয়ান” আর 글 অর্থ হলো “বর্ণ” এইভাবে হানগুল এর অর্থ দাঁড়ায় কোরিয়ান বর্ণমালা। এটা শুধু মাত্র কোরিয়ান writing system ।
হানগুল দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া তে ব্যবহৃত হয়, কিন্তু উত্তর কোরিয়াতে এটাকে বলা হয় “chosongul” ।
Page Content Highlights
কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব টি যিনি তৈরী করেছেন তার পরিচয়:
“ মোঃ সোলাইমান আল হেলাল
ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স,বাউবি।
CCNA নেটওয়ার্ক এক্সপার্ট, কুয়েট ।
BTIS , ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ।
এম.এ , ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা । ”
কেউ কেউ মনে করে হানগুল হল কোরিয়ান ভাষা, কিন্তু কোরিয়ান ভাষা কে বলা হয় “হানগুগ অ” (한국어) অথবা হানগুক মাল (한국 말).
কোরিয়ান ভাষায় বর্ণমালা অনুশীলন খুবই সহজ।
সেটা আমরা কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্বে দেখবো ।
আর এই সহজ কাজটি সম্পাদন করেন তৎকালীন কোরিয়ার রাজা- “সেজোং দে ওয়াং”, তিনি ১৪৪৩ সালে কোরিয়ান বর্ণমালা হানগূল (한글) আবিষ্কার করেন। এবং 1946 সালে অফিসিয়াল রাইটিং সিস্টেম হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়।
কোরিয়াতে অক্টোবর মাসের 9 তারিখ কোরিয়ান বর্ণমালা দিবস (한글 날) পালন করা হয়।
কোরিয়ান ভাষার বর্ণগুলো খুবই সহজবোধ্য, পদ্ধতিসিদ্ধ ও বিজ্ঞানসম্মত হওয়ায় দ্রুত শেখা ও লেখা সম্ভব হয়।
এইজন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার পর্যালোচনায় সহজ বর্ণমালা হিসাবে স্বীকৃতি পেয়ে হানগূল (한글) (কোরিয়ান বর্নমালা) ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্বস্মরণীকার মর্যাদা পায়।
কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব লেকচার 1:
হানগুল (한글)
কোরিয়ান বর্ণমালায় মোট ৪০ টি বর্ণ রয়েছে। যথাঃ-
기본 모음 = 10개 (মৌলিক স্বরবর্ণ = ১০টি)
이중 모음 = 11개 (সংযুক্ত স্বরবর্ণ = ১১টি)
기본 자음 = 14개 (মৌলিক ব্যঞ্জনবর্ণ = ১৪টি)
쌍 자음 = 05개 (জোড় ব্যঞ্জনবর্ণ = ০৫টি)
모두 = 40개 (সর্বমোট = ৪০টি)
আজ আমাদের প্রথম ক্লাস শুরু হবে স্বরবর্ণ দিয়ে-
কোরিয়ান স্বরবর্ণ কে বলা হয় “মোঊম”
기본 모음 = 10개
কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ ১০ টি৷
স্বরবর্ণ = 모음
বর্ণ–글자 উচ্চারণ–음가
যথাঃ –
ㅏ 아 – ( আ )
ㅑ 야 – ( ইআ )
ㅓ 어 – ( অ )
ㅕ 여 – ( ইঅ )
ㅗ 오 – (ও)
ㅛ 요 – (ইও )
ㅜ 우 – ( উ )
ㅠ 유 – ( ইউ )
ㅡঊ 으 – ঊ এখ|নে (ঊ) মারি চাপা ঊ এর মত উচ্চরন হবে।
ㅣ ই 이 – ই,
উপরের ১০ টি বর্ণমালা হলো কোরিয়ান মৌলিক স্বরবর্ণ ।
এবার এগুলো ভালোকরে খাতাই লিখে লিখে পড়ুন ।
কারন এগুলো না জানলে আপনি কখনই ভাষা শিখতে পারবে না । এগুলো হলো আমাদের দেশের সাথে মিল রেখে কোরিয়ার স্বরবর্ণ , তাই এগুলো ভালো করে মুখস্থ করে নিন ।
ভূল ত্রুটি ক্ষমার যোগ্য,আমি ভূলের উর্ধে নই।
আরও পড়তে পারেন:
কোরিয়ান ভাষা ও কোরিয়ান বিভিন্ন আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।
ক্লিক করুন এখানে
When start the korean class
hi, olpo kichu din por e suru hobe. asa kori
কোরিয়ান ভাষার সংখ্যা নেই ।
Add Comment