ফেইসবুক মার্কেটিং শিখুন খুব সহজেই
মোঃসোলাইমান আল হেলাল
আমরা জানি কোন ব্যবসার প্রসারের জন্য প্রচার মুখ্য একটি বিষয়। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন সফল ব্যবসা নেই যাতে প্রচার প্রয়োজন হয়নি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, একটি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আপনি নিশ্চয় বলবেন যে, সেটি অনেক মানুষের কাছে পৌছাতে হবে বা রিচ করতে হবে।
কিন্তু শুধুমাত্র প্রচার বা রিচ করলেই কি সেল হয়? যদি তাইই হতো তবে যারাই এডভার্টাইজ বা বুস্ট- প্রমোট করে লক্ষ লক্ষ মানুষের কাছে রিচ করেন তারা প্রত্যেকেই সফল হতেন।
ফেইসবুক মার্কেটিং শিখুন খুব সহজেই
আপনি যদি একজন শাড়ী ব্যবসায়ী হোন এবং প্রচারের জন্য টার্গেট করেন যারা ফ্রগ পছন্দ করে তাদের, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট সেল না হওয়াটাই স্বাভাবিক। এছাড়াও স্থান, বয়স এবং লিঙ্গভেদে মানুষের চাহিদা পরিবর্তন হয়।
একজন শাড়ী ব্যবসায়ী হিসেবে আপনাকে টার্গেট করতে হবে এমন সব মানুষদের যারা শাড়ী কিনতে আগ্রহী। সুতরাং ব্যবসার প্রসারে শুধুমাত্র রিচ থেকেও গুরুত্বপূর্ণ হলো টার্গেটিং রিচ।
আপনি কি জানেন, প্রতি মাসে মাত্র কয়েক ঘন্টা ফেইসবুক এড এর পিছনে নিজেই কিছু ডলার বুষ্টিং বা প্রমোশন করলেই আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে পণ্যে ও সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবেন।
আপনি যেই ইন্ডাস্ট্রিতেই ব্যবসায় করতে চান না কেন, ফেইসবুক এডের মাধ্যমে একদম স্বল্প বাজেটে আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছে দেওয়া সম্ভব। মাত্র ১ ডলার খরচ করে ২ হাজারের বেশী টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ফেইসবুক এড পৌঁছে যাবে।
ফেইসবুক মার্কেটিং
যে যে টপিক ভালোভাবে জানতে হবে :
– ফেইসবুক ক্যাম্পেইন স্ট্রাকচার জানতে হবে।
– বিভিন্ন ধরণের ক্যাম্পেইন পরিচিতি
– বিজনেস গোল ও মার্কেটিং গোল বিবেচনায় রেখে কখন – কী ধরনের ক্যাম্পেইন এই বিষয় ও ভালোভাবে জানতে হবে।
– যেকোন সাইজের বাজেট মাথায় রেখে ফেইসবুকে সঠিকভাবে টার্গেটিং করার উপায় জানতে হবে।
– এনগেইজমেন্ট, রিচ ও ইমপ্রেশন – কোনটা, কখন বিবেচনায় রেখে আগাবো ?
– ফেইসবুকের ১৩ ধরণের প্লেসমেন্ট এই বিষয় ও ভালোভাবে জানতে হবে।
– ১৩ ধরণের প্লেসমেন্ট এর জন্য কত ধরণের ক্রয়েটিভ বানিয়ে এড চালাবো তা জানতে হবে।
– ফেইসবুক পিক্সেল ও ইভেন্ট কীভাবে কাজ করে তা জানতে হবে।
– পিক্সেল সেটাপের উপায় জানতে হবে।
– ফেইসবুক এনালিটিক্স পরিচিতি জানতে হবে।
– ১০ ধরণের সোর্স থেকে কাস্টম অডিয়েন্স বানানোর উপায় এই বিষয়গুলো ও ভালোভাবে জানতে হবে।
– ফেইসবুক এনালিটিক্স থেকে কাস্টম অডিয়েন্স তৈরি জানতে হবে।
– কাস্টম অডিয়েন্স থেকে লুক এলাইক অডিয়েন্স বানানোর উপায় জানতে হবে।
– ম্যানিচ্যাট চ্যাটবট পরিচিতি জানতে হবে।
– ফেইসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ জানতে হবে।
– লার্নারদের রিয়েল লাইফ বিজনেসের উপর এনালাইসিস করে ডিজিটাল মার্কেটিং সলিউশন জানতে হবে।
-ফেসবুক পেইজ বুষ্ট এবং প্রমোট এই বিষয় ও ভালোভাবে জানতে হবে।
উপরের টপিকগুলো জানলে, তা আপনার ফেইসবুক মার্কেটিং সহ,ব্যবসার প্রসারে সাহায্য করবে।
আরো পড়ুন:
- অ্যাফিলিয়েট মার্কেটারদের ব্যর্থতার ৯ টি কারণ
- Article or Content Writing A To Z for Blogger
- Keyword Research এর সহজ পদ্ধতি
- Subnetting – The Magic Number

