কোরিয়ান লটারির সার্কুলার ২০২০
আবেদনঃ ২২ শে ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর ।
লটারীঃ ২৬ শে ডিসেম্বর ২০১৯।
পুরো প্রোগ্রামটি কোরিয়ানদের দ্বারা পরিচালিত স্বচ্ছ একটি প্রক্রিয়া। উল্লেখ্য লটারি প্রাপ্তি, পরীক্ষায় পাশ, ভিসা ইস্যুতে কারো কোনো হাত নেই।
কোরিয়ান লটারির সার্কুলার ২০২০ আবেদন এর যোগ্যতা
১.বয়স: ১৮-৩৯ ।
২. শিক্ষাগত যোগ্যতা : এস. এস.সি ( মেট্রিক ) বা সমমান পাশ।
( ভোকেশনাল / ডিপ্লোমা ধারী অগ্রাধীকার পাবে। কিন্তু ২০১৪ এর পূর্বে যারা ভোকেশনাল / ডিপ্লোমা পাশ করেছে তারা অগ্রাধীকার পাবে না )
৩. মেয়াদ সম্পন্ন পাসপোর্ট অর্থাৎ কম পক্ষে ২২ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত থাকতে হবে।
৪.রেজিস্টেশন ফি ৫০০ টাকা অফেরত যোগ্য ভাবে বোয়েসেলকে প্রদান করতে হবে ।
ছেলে – মেয়ে উভয় আবেদন করতে পারবে ।
কোরিয়ান লটারির সার্কুলার ২০২০ প্রসেসঃ
মেয়াদসম্পন্ন পাসপোর্ট >> আবেদন করা >> লটারি প্রাপ্তি >> কোরিয়ান ভাষা পরীক্ষায় পাস >> একটা পর্যায়ে কোরিয়া যাওয়া ।
1,এস এস সি পাস করে ডিপ্লোমা পাস করছি।করিয়া রেজিষ্ট্রেশন ফমে কি 2 টাই yes দিতে হবে?
উত্তর: ডিপ্লোমা পাস অপশনেই ” Yes” দিবেন
2.আমার পাসপোর্ট এর সাথে সার্টিফিকেট এর মিল আছে কিন্তু এনআইডি এর জন্ম তারিখের সাথে মিল নাই সে ক্ষেত্রে কি করা যেতে পারে?? এখন কি এপ্লাই করা যাবে? অথবা এনআই ডি ছাড়া এপ্লাই করব?
উত্তর:NID ঠিক করে ফেলেন, nid পরে দিলেও সমস্যা হবে না, cbt,skill এর পরে জব এপ্লিকেশন ফর্ম পুরন করার সময় লাগে,সে সময় আসতে এখনো বহদুর,নির্বাচন অফিসে গিয়ে সার্টিফিকেট আর পাসপোর্ট শো করে nid ঠিক করে রাখুন
3,যাদের কাছে এখনো এন আই ডি কার্ড নেই কিন্তু পাসপোর্ট আছে তারা কি আবেদন করতে পারবে?
উত্তর:পারবেন
4,বিদেশে থেকে আবেদন করা যাবে?লটারি তে নাম আসে তাহলে কত দিন এর মধে দেশে আসতে হবে?
উত্তর:পারবেন।৭দিনের মধ্যে দেশে আসতে হবে।
আপনি যদি এই মূহুরতে বিদেশ থেকে থাকেন ,, তাহলে বলবো শুধু শুধু অন্যের রিজিকটা,অন্যের সুযোগটা নষ্ট করবেন না,,, কারণ বিদেশ থেকে আপনি কোনভাবেই ১/২ মাসে আসতে পারবেন না,, সেখানে ২০-২২ দিনে তো আসা সম্ভবই না
5.ভাষা না জানলে কোরিয়ার লটারি কাটা কি উচিত হবে?
উত্তর: না। উচিত হবে না। তবে ভাষা না জেনে কোরিয়ার লটারি কাটা যাবে না এরকম কোন নিয়ম নেই। কেটেও লাভ নেই বেশির ভাগ লোক এই কারণেই ফেল করে।
আরও পড়তে পারেন:
কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়
ইপিএস কর্মীগণ দেশে ফিরে কোরিয়ান কোম্পানিতেই চাকরি করতে পারবেন

