ইপিএস টপিক চূড়ান্ত রেজিস্ট্রেশন প্রত্যাশীদের করণীয়
① এখন চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় কে কোন দিন পরীক্ষা দিবে সেটা নির্ধারিত হচ্ছে না।
চূড়ান্ত রেজিস্ট্রেশনের পর এইচ আর ডি কোরিয়া আবার লটারির মাধ্যমে ব্যক্তি ভিত্তিক পরীক্ষার দিন তারিখ নির্ধারণ করবে। অর্থাৎ সব ওলট পালট হয়ে যাবে।
② যার যার নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কেন্দ্রে স্বশরীরে হাজির হয়ে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে পরবর্তীতে আর রেজিস্ট্রেশন করার সুযোগ পাওয়া যাবে না।
কাউকে দিয়ে ফোন করালেও কাজ হবে না।
সেন্ডিং এজেন্সি প্রত্যেক দিন প্রতি বেলায় কত জন রেজিস্ট্রেশন করলো সেই তালিকা আমাদেরকে পাঠাবে, সুতরাং নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন না করলে পরে উপর থেকে কাউকে দিয়ে সেন্ডিং এজেন্সিতে ফোন করিয়েও রেজিস্ট্রেশনের সুযোগ পাওয়া যাবে না।
③পাসপোর্টটি অন্তত তার চূড়ান্ত রেজিস্ট্রশনের দিন পর্যন্ত ভেলিড থাকতে হবে
④রেজিস্ট্রেশনের ও পরীক্ষার মাঝে নতুন পাসপোর্ট করলেও পুরাতন পাসপোর্ট (যেটি দিয়ে লটারি ও চূড়ান্ত রেজিস্ট্রেশন হয়েছে)টি সাথে রাখতে হবে।
হারিয়ে গেছে ইত্যাদি বলে জিডি কপি বা দরখাস্ত নিয়ে আসলে কোন কাজ হবে না, পরীক্ষা দেয়া যাবে না।
চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় দক্ষিণ কোরিয়া সরকারের চাহিদা মোতাবেক উল্লিখিত ফরমেটে সঠিক ছবি প্রস্তুত রাখতে হবে।
ইপিএস টপিক চূড়ান্ত রেজিস্ট্রেশন প্রত্যাশীদের করণীয়
কোরিয়ান ফাইনাল রেজিষ্ট্রেশন হয়তো ফেব্রুয়ারী মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকে হবে। যাদের নিজেদের ডকুমেন্ট ঠিক আছে তারা ভাষা শিখে পরিক্ষার প্রস্তুতি নিতে থাকুন।
যারাই প্রি-রেজিষ্ট্রেশন করার সময় মানে অনলাইনে ফরম ফিলাপ করার সময় নিজের নাম লিখতে ভূল করেছেন তাদেরকে ফাইনাল রেজিষ্ট্রেশন করার সুযোগ দেবে।
মানে হচ্ছে আপনায় পরীক্ষার সুযোগ দেবে। কিন্তু যদি অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় জন্মতারিখ একদিনও ভুল করে থাকেন তাহলে আপনাকে ফাইনাল রেজিষ্ট্রেশনে বাদ দেবে।
যারাই ভোকেশনাল কোটায় আবেদন করেছিলেন এবং ডিপ্লোমা যেকোনো বিষয়ে করে থাকলে আপনায় পরীক্ষার অনুমতি দেবে।
সহজ ভাবে বললে – ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের কোনো বিষয়ের লিমিটেশন নেই।
সকল বিষয়ের ডিপ্লোমা ফাইনাল রেজিষ্ট্রেশন করতে পারবে।
তবে অবশ্যই তাকে ২০১৪ সালের জানুয়ারী মাসের ১ তারিখের পর পাশ করতে হবে।
বোয়েসেলের নোটিশ বোর্ডে উল্লেখিত ট্রেড সমূহ শুধুমাত্র ভোকেশনাল থেকে পাশ করা এসএসসি দের জন্য। ওই বিষয় গুলো ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য নয়।
আজ আমি কয়েকজন ছাত্রকে পাঠিয়েছিলাম। তাদেরকে বোয়েসেল এই বিষয় গুলো নিশ্চিত করেছে৷ সিভিল, এগ্রিকালচার, আরকিটেকচার,কম্পিউটার সকল
বিষয়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম। সবাইকে বলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের সাবজেক্ট কোনো সমস্যা না।
এবং তারা এটাও নিশ্চিত করেছে যেহেতু এই বছর রেজিষ্ট্রেশনে অনেক ভূল হইয়েছে তাই নামের ভূল গুলো মাফ করবে।
এটা তারা অফিসিয়ালি বলতেছে।
আমি অনেক কেই এই বিষয়ে বলেছিলাম – আমি নিশ্চিত জানিনা তবে না হউয়ার সম্ভাবনা বেশি।
যেহেতু বোয়েসেল এই বিষয়ে অফিসিয়ালি সবাইকে বলতেছে হবে – কাজেই আপনারা সামনে আগাতে পারেন আল্লাহর নাম নিয়ে৷ আর সুন্দর একটা কম্পিটিশনের প্রস্তুতি নিবেন আশা করি।
আমি গত এই কয়েকদিন আপনাদের কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় আন্তরিক ভাবে দুঃখিত।
আজকের তথ্য হচ্ছে সবচেয়ে আপডেট নিউজ। সেই অনুযায়ী আপনারা সামনের দিকে এগিয়ে যান।
আমি এই বিষয়ে নিশ্চিত ছিলাম না বিধায় গত কয়েকদিনে অনেককেই না করে দিয়েছি এবং বলেছি বোয়েসেলের সাথে যোগাযোগ করে নিশ্চিত হতে।
আশা করি আমায় ভূল বুঝবেন না।
আমি আন্তরিক ভাবে দুঃখিত।
আরও পড়তে পারেন:
কোরিয়ান লটারীতে নাম আসার পর করণীয়
কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়

