প্রিয় পাঠক আজকে আপনাদের একজন সফল উদ্যোক্তার গল্প বলবো।যদিও সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম।আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি আমাদের কাছে একজন সফল উদ্যোক্তার পাশাপশি একজন সফল মানুষও ।
চলুন অল্প কথায় আজকের আলোচিত সফল উদ্যোক্তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।
ছবির দাঁড়ি-টুপিওয়ালা ভদ্রলোকটিকে চেনেন নাকি?
হ্যাঁ ঠিকই ধরেছেন। ইনিই মাহমুদুল হাসান সোহাগ।
বাংলাদেশের লক্ষ তরুনের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে EEE তে গ্র্যাজুয়েশন শেষ করে যিনি হয়েছেন একাধারে গবেষক ও সফল উদ্যোক্তা।
Page Content Highlights
উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের সফল প্রতিষ্ঠাতা তিনি।
প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় অনলাইনভিত্তিক বুকশপ rokomari.com এর।
বাংলাদেশের প্রথম অনলাইনভিত্তিক স্কুল অন্যরকম পাঠশালার প্রতিষ্ঠাতা তিনিই; যার থেকে অনুপ্রাণিত হয়ে আয়মান সাদিক তৈরি করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল ‘টেন মিনিট স্কুল’।
তিনি একাধারে প্রতিষ্ঠাতা-পরিচালক
পাই ল্যাবস বাংলাদেশ লিঃ, টেকশপ বাংলাদেশ লিঃ, অন্যরকম সফটওয়্যার লিঃ, অন্যরকম প্রকাশনী লিঃ,অন্যরকম সল্যুশনস লিঃ, অন্যরকম ওয়েব সার্ভিসেস লিঃ, অন্যরকম ইলেকট্রনিক্স কোম্পানি লিঃ এর মতো সফল প্রতিষ্ঠানগুলোর।
তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড-এর একাডেমিক কাউন্সিলরও ছিলেন। তিনিই বাংলাদেশে প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিন(EVM) তৈরি করেছেন।
যাঁর ঝুলিতে আছে দেশ-বিদেশের অনেকগুলো পুরস্কার ও সম্মাননাও।
একজন সফল উদ্যোক্তার গল্প পড়ুন আর নিজের সফলতার গল্প তৈরী করুন
একজন সফল উদ্যোক্তার পাশাপশি সফল মানুষ:
আমাদের দৃষ্টিতে একজন সফল মানুষ তিনি। কিন্তু উনাকে যখন উনার জীবনের লক্ষ্য জিজ্ঞেস করলো আয়মান সাদিক, উনি কি উত্তর দিলেন, জানেন?
উনার জীবনের লক্ষ্য হলো, “যতো বেশি সংখ্যক মানুষকে নিয়ে জান্নাতে যাওয়া যায়।”
সোহাগ ভাইয়ের পরিবর্তন অনেক বছর আগেই হয়েছে দাওয়াত ও তবলীগের মেহনতের ওসিলায় । উনি অনলাইনে খুব কম আসেন, তেমন একটিভ না.. তাই তেমন কেউ জানত না পরিচয় টা. শুধু স্টুডেন্টরাই চিনতো তাকে ।
আইমান সাদিকের একটা ভিডিওর পর এই বিষয়টা হাইলাইট হয়ে গেছে ।
এই মানুষটাই আগে ছিলেন সেকুলার। সে মানুষটাই আমূলে বদলে হয়ে গেলেন একজন পাক্কা প্র্যাকটিসিং মুসলিম।
আমাদের তথাকথিত সফলতার সংজ্ঞায় যিনি একজন অন্যতম সফল মানুষ তিনিই কিনা খুঁজছেন অন্য সফলতা!
হ্যাঁ, ঠিকই তো। উনি পেয়েছেন উনার রাব্ব; আমাদের সবার রাব্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার হিদায়াত। তাই তিনি ছুটে চলেছেন চির সফলতার দিকে…
মাহমুদুল হাসান সোহাগ
“সুতরাং যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে নিশ্চই তারাই সফলকাম। আর দুনিয়ার জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছু নয়।” [সূরাহ আলে ইমরান, আয়াত : ১৮৫]
তাহলে আমার আপনার খবর কি?
কোন সফলতার পেছনে ছুটছি আমরা?
সফলতার গল্প অল্প কথায় বলে ফেললাম কিন্তু প্রতিটি সফলতার পিছনে থাকে অনেক শ্রম ,চেষ্টা।
যা অনেকেই দেখে না।
আর আজকাল সবাই কষ্ট না করেই সফল হতে চায় তাও অল্প সময়।যেটা কখনই সম্ভব নয়।
আমাদের মাঝে আরো অনেক সফল উদ্যোক্তা আছেন ।
পরে অন্য কোনো সফল উদ্যোক্তার গল্প নিয়ে হাজির হবো।
আজ এখানেই বিদায় নিচ্ছি।
আরো পড়ুন:
How to become an entrepreneur?
অ্যাফিলিয়েট মার্কেটারদের ব্যর্থতার ৯ টি কারণ
দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি
কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

