Site icon modernitbd.com

ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

Forex basic fundamental analysis  

আপনি যদি একজন প্রফেশনাল ফরেক্সে ট্রেডার হতে চান ,
তবে অবশ্যই আপনাকে বেসিক ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক জানতে হলে, নিচের বিষয়গুলোর ধারণা থাকতে হবে। সেগুলো হল——-

ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে প্রধানত নিউজ ট্রেডিংকে বোঝানো হয় । স্কাল্পিং এর ক্ষেত্রে নিউজ অত্যন্ত গুরত্তপূর্ণ ।
কেননা নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথে পিপ্স অনেক বেশি আপ-ডাউন করে ।কিন্তু নিউজ ট্রেডিং অনেক ঝুঁকিপূর্ণ ।

নিউজ না বুঝে ট্রেড করলে আপনার একাউন্ট জিরো হতে পারে।তাই উত্তম হচ্ছে, নিউজ পাবলিশ হওয়ার পর মার্কেটের হাবভাব গতি বুজেশুনে মানি ম্যানেজমেন্ট এবং রিক্স এন্ড রিওয়ার্ড মেনে এন্ট্রি নেওয়া।

এখন প্রশ্ন হচ্ছে , নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য কোন কোন ওয়েবসাইট অনুসরণ করতে হবে??

উত্তর হলো অনেক সাইটই আছে।তার ভিতর থেকে জনপ্রিয় কিছুসাইট নিচে দেয়া হল:

তবে  www.forexlive.com ও www.dailyfx.com থেকে forexfactory.com অনেক ভালো এবং সহজে বুঝা যায়।

forexfactory.com

ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

আরো যে সব বিষয়গুলোর ধারণা থাকতে হবে। সেগুলো হল:

*GDP: —— সোজা কথায় GDP হল একটা দেশের আভ্যন্তরীণ উৎপাদনের মুল্য।।সাধারণভাবে GDP যত বৃদ্ধি পাবে ঐ কারেন্সির মান ও তত বৃদ্ধি পাবে।

*Inflation:– Infaltion কিংবা মুদ্রাস্ফীতি হল অর্থের যোগান বেড়ে যাওয়া এবং উৎপাদন কমে যাওয়া।

যখন উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যায় তখন মুদ্রার দাম কমতে থাকে এবং মুদ্রাস্ফীতি হয়।

Inflation এর ফলে Import/Export এর ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলে। Inflation বিষয়টা একটা কারেন্সির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

তাই এটা নিয়ন্ত্রণের জন্য অনেক ধরনের ব্যবস্থা প্রহণ করা হয়৷ এরমধ্যে প্রধাণ  বিষয়গুলো হল:——–

1.Monetary Policy(আর্থিক ব্যবস্থা): Inflation এর প্রধান কারণ যেহেতু অর্থের পরিমাপ বৃদ্ধি সুতারাং অর্থের লেনদেনের পরিমান কমাতে হবে। আর এই লেনদেন কমাতে হলে ব্যাংক ঋণের পরিমান ও কমাতে হয়৷

এই জন্য সেন্ট্রাল ব্যাংক যে সমস্ত ব্যবস্থা অবলম্বণ করে সেগুলো হল—-

2.Incrase Bank amount: First of all, সেন্ট্রাল ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংককে অর্থ ধার দেয় ,সেটাকে ব্যাংক রেট বলে।

সেন্ট্রাল ব্যাংক তাদের ব্যাংক রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাংক তাদের ইন্টারেস্ট বাড়ায়৷ সাধারণত ইন্টারেস্ট বাড়ালে ঋণ গ্রহণ ও কমে আসে।যার ফলে Inflation ও কমে আসে৷।

ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

3.Open Market Deal (খোলাবাজারি কারবার): সেন্ট্রাল ব্যাংক অনেক সময় খোলা বাজারে সরকারী Bond বিক্রি করে অর্থের লেনদের পরিমাণ কমাতে চেষ্টা করে।

এরুপ বন্ড বিক্রি করলে বায়ার তাদের নিজ নিজ বাণিজ্যিক ব্যাংকের চেক কেটে সেন্ট্রাল ব্যাংকের পাওনা দিয়ে থাকে।

এর ফলে বাণিজ্যেক ব্যাংকের ঋণদানের ক্ষমতা কমে যাই।।আর বন্ডের কারণে একটা ফান্ড রিজার্ভ হয়ে যাই যার ফলে Inflation অনেকটা কমে আসে।

তাছাড়া বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভের রেট পরিবর্তন,মোরাল প্রেশার,ডাইরেক্ট লোন ইত্যাদির মাধ্যমেও Inflation কমানোর চেষ্টা করে।।

4.ফিসক্যাল পলিসি (রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা): Infaltion কিংবা মুদ্রাস্ফীতি কমানোর ক্ষেত্রে এখন মনিটরি পলিসির চাইতে ফিসক্যাল পলিসিগুলো আর ভাল কাজ করে।

যেহেতু অতিরিক্ত ব্যয় হল Inflation এর প্রধাণ কারণ তাই অতিরিক্ত ব্যয় কমনো গেলে Inflation কমানো যাবে।

এর জন্য পদক্ষেপগুলো হল:

১.সরকারী ব্যয় হ্রাস

২.অতিরিক্ত কর আরোপ করা

৩.সরকার কতৃক ঋণ গ্রহণ

৪.সঞ্চয় করতে উৎসাহ প্রধান

৫.উৎপাদণ বৃদ্ধি

৬.আমদানি বৃদ্ধি

৭.মজুরি বৃদ্ধি নিয়ন্ত্রণ

৮.মুল্য নিয়ন্ত্রণ

উপোরক্ত বিষয়গুলো মোটামুটি খেয়াল করলে ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের নিয়ে অনেক ধারণাই পাবেন।

একটা বিষয় সবসময় মনে রাখবেন যতই এনালাইসিস করেন আপনি যদি মানি ম্যানেজমেন্ট এবং রিক্স এন্ড রিওয়ার্ড না মানেন তাহলে কোন এনালাইসিস ই আপনাকে প্রফিট এনে দিতে পারবে না।

আগামীতে ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে আরো অনেক কিছু লেখা হবে নিয়ে ইনশা-আল্লাহ ॥

লেখাগুলো গোছানো না তাই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আরো পড়ুন:

 

 

Exit mobile version