Site icon modernitbd.com

আপনি কেন সফল হচ্ছেন না

আপনি কেন সফল হচ্ছেন না

আপনি কেন সফল হচ্ছেন না ?মোঃ মামুন-অর-রশিদ‎

কিভাবে সফল হবেন সেটা নিয়ে ছোট একটা ইন্সপাইরেশন মুলক লিখা যা আপনার কাজে লাগতে পারে।
এখন তো বর্ষার মৌসুম তাইনা? তো ধরেন আপনি বৃষ্টির পানি ধরা রাখার প্ল্যান করলেন। বৃষ্টির পানি ধরার জন্য আপনাকে কি করতে হবে ? সেই জন্য আপনাকে অবশ্যই বালতি, ঘড়া, মগ, জগ, হাড়ি-পাতিল সহ পানি ধরে রাখা যায় এমন পাত্র বৃষ্টির নিচে পেতে রাখতে হবে তাইনা? আপনি যত বেশি পাত্র বৃষ্টির নিচে পেতে রাখবেন আপনার পাত্রে বৃষ্টির পানি জমা হওয়ার সম্ভাবনা তত বেশি হবে তাইনা? আর যার পানির দরকার নাই সে পাত্র গুলো বৃষ্টির নিচে পেতে রাখবে না । এটাই তো নিয়ম তাইনা?

এবার নিচের আয়তগুলো পুড়ুন।
নিশ্চয় আল্লাহ্ ‌কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না, যে পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। (সুরা রাদ- ১৩:১১)
তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা পৃথিবীতে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো ।(সূরা মুলক -৬৭:১৫)
উপরের প্রথম আয়াতে আল্লাহ্ খুব সুন্দর ভাবে বলে দিচ্ছেন আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে আল্লাহ্ আমাদের উন্নতি করাবেন না বা সফল করাবেন না ।
দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন যে, আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করেছেন এবং আমাদের রিজিকের সন্ধান করতে বলেছেন।
উক্ত আয়াত গুলোতে একটু খেয়াল করুন, আল্লাহ্ আমাদের কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে বলেন নি । তিনি কিন্তু বলছেন না যে, তোমরা ঘরে বসে থাকো, কোন কাজ কাম করার দরকার নাই । তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা যাতে চেস্টা করি কারন তিনি তো রিজিকের মালিক কাকে কোন মাধ্যমে বা কিভাবে রিজিক দিবেন সেটা তিনি খুব ভাল ভাবেই জানেন।

আপনি কেন সফল হচ্ছেন না ?

তো এবার আসি মুল বিষয়ে, আপনারা সবাই আমাদের কাছে আসেন ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করার জন্য। আমরা আপনাদের সেই পথ দেখায়। আমরা কিন্তু আপনাদের সঠিক পথটাই দেখায় যেই পথটা অনুসরন করে অন্যরা সফল হয়েছেন এবং সফল হচ্ছেন এবং ভবিষ্যৎ এ এভাবেই হবেন।
আমার অনেক ছাত্রছাত্রী আছে যাদের আমি বার বার বলেও এখনো গিগ তৈরি করাতে পারি নি। আপনারা কি মনে করেন টাকা পয়সা এমনিতেই আসে কাজ ছাড়াই?
ফাইবারে নতুন সেলার হিসেবে মোট ৭ টা গিগ অপেন করা যায়। কিন্তু আমরা কি করি? কেউ কেউ মাত্র একটা বা দুইটা গিগ অপেন করে বসে থাকি আর হা-হুতাশ করি কাজ পাচ্ছি না হ্যান ত্যান, হাবি জাবি এমন কত বাহানা সাজিয়ে রাখি। আমি কিন্তু উপরে বলেছি যে আপনি যত বেশি পাত্র পানি ধরার জন্য বৃষ্টির নিচে রাখবেন আপনার পাত্রে পানি জমা হওয়ার সম্ভাবনা তত বেশি। তো আপনি এখন আপনার সেই ৭ টা গিগ কে মনে করেন পানি ধরার পাত্র। কাজ পাওয়ার জন্য আপনি সেই ৭ টা পাত্রই (গিগ) সাজিয়ে রাখলেন। কোন না কোনটাতে তো অর্ডার আসতেও পারে তাইনা? আর যারা গিগ তৈরিই করেন নি তারা কিভাবে আশা করেন সফল হবেন? আল্লাহ তো আপনাকে দেয়ার জন্য প্রতিশ্রুতি করছেন কিন্তু নেয়ার জন্য আপনার সেই পাত্রটাই নাই ? মানে আপনি কোন চেস্টাই করলেন না। তাহলে ক্যামনে সফল হবেন বা রিজিক আসবে?
ঠিক তেমন ভাবেই যারা অন্য মার্কেট গুলোতে কাজ করেন তারাও কিন্তু আপনার ইনকাম বৃদ্ধির জন্য এই পদ্ধতি টা অবলম্বন করতে পারেন।
আর যারা মাইক্রোস্টোক সাইটে ডিজাইন রেখে সেল করছেন তারা বেশি বেশি ডিজাইন করুন এবং সাইট গুলোতে রাখুন তাহলে আপনার ডাউনলোডও বেশি হবে ইনকামও বাড়বে।
আর সব শেষে আরেকটা কথা সেটা হলো শুধু কাজ করে গেলেই চলবে না আল্লাহর কাছে চাইতেও হবে। আল্লাহ্ আমাদের সে বিষয়েও খুব সুন্দর ভাবে শিখিয়েছেন কিভাবে চাইতে হবে। নিচের আয়াতটি পড়ুন।
“হে বিশ্বাসীগণ! ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা কর। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী।” (সূরা বাকারা- ২:১৫৩)

আরো পড়ুন:

সরকারি বেতন স্কেল ও গ্রেডিং সিস্টেম

পাসপোর্ট আবেদন ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী

বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান

  দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি

পাতায়া ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার

গার্ডেন বাই দা বে সিঙ্গাপুর

খুলনা শহরে কোথায় কি খাবেন?

Exit mobile version