Site icon modernitbd.com

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ বিউফো রানা
বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ ফাটক সাহেব বলেছেন, বিউফো রানা হচ্ছে  তাদের জন্য যাদের নিচের লক্ষনগুলো থাকবে।

• Moral depravity.– নৈতিকতার অবক্ষয় । যাদের উপর কোনভাবে ভরসা করা যায়না ।

• Idiocy; childish, silly, tittering.– বলদের মতো; শিশুর মতো আচরণ । বোকার মতো কাজকর্ম ও কথাবার্তা । লুকিয়ে লুকিয়ে চাপা হাসি যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছে ।

• Feeble minded. মনের স্প্রিট হারিয়ে গেছে ।
• Fears; animals, strangers; পশু প্রাণী এবং নতুন অপরিচিত মানুষের ভয় ।

 

হস্তমৈথুনের চিকিৎসায় প্রধান ঔষধ

• Talks nonsense, then angry if not understood. এমন আলাপ করবে যা সমাজে চলে না; যেন সেন্স হারিয়ে আস্ত একটি গবেটের মতো কথা বলছে । আবার এরকম অযৌক্তিক কথা কেহ বুঝতে না পারলে রাগ করে বসে তিনি ।

• Walks the floor and wrings the hands. মেঝেতে হাটতে থাকে; চুপচাপ বসে থাকবে না । হাত ঘুরিয়ে ঘুরিয়ে রিং বানিয়ে হাটতে থাকে অথবা কেমন যেন মুচিড়াতে থাকে ।

• Desire for solitude, to practice masturbation.

#হস্তমৈথুন করার জন্য খালি সুযোগ খুজতে থাকে একা নিরিবিলি এবং নির্জনতা কোথায় সেদিকে তারনজর উদ্দেশ্য এরকম বদ অভ্যাসের চাহিদা মেটানো ।

• Inclination to bite. কামড় দেয়ার প্রবণতা ।

• Deceitfulness. কাজে কর্মে ; স্বভাবে আচরণে এবং কথা বার্তায় পুরোই প্রতারক টাইপের আচরণ ফুটে উঠে । চরিত্রের ওজন ও গ্রহণযোগ্যতা কমে যায় । ঠকবাজ টাইপের বলতে পারেন ।

The main medicine in the treatment of masturbation

• Music is unbearable. গানটান ভালো লাগে না বেচারির কাছে ।

একদম অসহ্য । কেননা আকাম আর হস্তমৈথুন করতেই তার সময় চলে যায় ।

সেখানেই তিনি মজা লুটে নেয়; বিনোদনের স্বাদ তুলে নেয় ।

• It arouses lowest passions; patient is not only low minded but develops low type of disease also. মনের উচ্ছ্বাস; স্পিরিট; আবেগ এগুলো তার তেমন থাকেনা । মনটা হীন ও নিস্তেজ থাকে । এমনকি তার ফিজিক্যাল রোগগুলোও নোংরা টাইপের রোগ হয়ে থাকে ।

• It is a remedy for depravities, due to bad inheritance. — নৈতিক অবক্ষয় বা ইবলিশ টাইপের ব্যাক্তিদের ক্ষেত্রে মেডিসিনটি বেশি প্রযোজ্য হয় । জেনেটিক্যালিই খারাপ স্বভাবগুলো পেয়ে থাকে ।

• Early broken down, prematurely senile person. বয়সের তুলনায় বেশি বুড়িয়ে যায় । শরীর মন ভেঙে যায় । দেহ মনের শক্তি লোপ পায় । পচিঁশ বছরের বালক যেন ষাটোর্ধ্ব বয়সের দেহ আর মস্তিষ্ক বহন করে চলছে ।

হস্তমৈথুনের চিকিৎসা:

এমন লক্ষন যাদের মাঝে আছে তারা বিউফো রানা  এই হোমিও ঔষধটি ৩০ শক্তিতে সকাল বিকাল ৩-৪ ফোটা করে খাবে।

 

আরো পড়ুন:

পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়

হোমিও সদৃশ্য ১২টি বায়োকেমিক ঔষধের সংক্ষিপ্ত পরিচয়

মায়াজমের (Miasm) পরিচয়ঃপর্ব এক

Exit mobile version