Site icon modernitbd.com

হায়েজ বা মাসিকের সময়সীমা কতদিন?

হায়েজ বা মাসিকের সময়সীমা কতদিন?

হায়েজ বা মাসিকের সময়সীমা কতদিন? প্রশ্ন: হায়েজের সময়সীমা কতদিন? তিনদিনের অতিরিক্ত সময় পর্যন্ত হায়েজ দেখা গেলে নামাজের কি হুকুম? হায়েজের সর্বোচ্চ সময়সীমা কতদিন?

উত্তর:
হায়েযের সর্বনিম্ন মেয়াদ ৩ দিন ৩ রাত৷ কারো যদি রক্ত দেখা দেয় আর ৩ দিনের কম সময়ের ভেতর বন্ধ হয়ে যায়, তাহলে সেটা আর হায়েয গণ্য হবে না৷ বরং তা ইস্তেহাযা বা রোগ হিসেবেই গণ্য হবে৷
أقل الحيض ثلاثة أيام وثلاث ليال في ظاهر الرواية. (الهندية: ۳۴)


আর হায়েযের সর্বোচ্চ মেয়াদ ১০ দিন ১০ রাত৷ কারো যদি ১০ দিনের উপর রক্ত দেখা যায়, তাহলে নিঃসন্দেহে সেটি ইস্তেহাযা বা রোগ হিসেবে গণ্য হবে৷
واکثر الحیض عشرة أيام ولياليها. (الهندية: ٣٢)


এখন কারো স্বাভাবিক নিয়ম ৭ দিন হায়েয আসা৷ এই মাসে নিয়ম বহির্ভূতভাবে ৭ দিনের বেশি হলো৷ তখন ১০ দিন পুরা হওয়া পর্যন্ত হায়েয গণ্য করে নামায বন্ধ রাখবে৷ যদি ১০ দিন পর্যন্ত রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে পুরো ১০ দিন হায়েয গণ্য হবে এবং এই দিনগুলোর নামায আদায় করা লাগবে না৷

হায়েজ বা মাসিকের সময়সীমা কতদিন?

আর যদি ১০ দিন পরও রক্ত চলমান থাকে, রক্ত বন্ধ না হয়, তাহলে পূর্বের নিয়মের ৭ দিনের পর থেকে সব দিনগুলো ইস্তেহাযা গণ্য হবে৷ এবং নিয়মের ৭ দিনের পর থেকে সবগুলো দিনের নামাযের কাযা আদায় করতে হবে৷

তবে এই কাযা করার কারণে গোনাহ হবে না৷ (দারসে তিরমিযি, শায়খুল ইসলাম তাকি উসমানি: ১/৩৬২)

আরেকটি মূলনীতি হলো, দুই হায়েযের মধ্যবর্তী পবিত্রতার সর্বনিম্ন মেয়াদ হলো ১৫ দিন৷ এই ১৫ দিন পার হওয়ার পর যদি রক্ত দেখা যায়, তাহলে সেটি হায়েয গণ্য হবে৷

আর ১৫ দিনের ভেতর যদি রক্ত দেখা যায়, তাহলে এই রক্ত ইস্তেহাযা হিসেবে গণ্য হবে৷
وأقل الطهر خمسة عشر يوما ولا غاية لأكثره. (الهندية: ٣٧)
প্রশ্নে বর্ণিত যে বোনের ২/৩ বার রক্ত দেখা যায়, ১৫ দিনের কম হওয়ার কারণে তা ইস্তেহাযা হিসেবে বিবেচিত হবে৷ তবে দুই হায়েযের মধ্যবর্তী ১৫ দিন পার হওয়ার পর যথানিয়মে সেই রক্ত হায়েয হিসেবে গণ্য হবে৷

ইস্তেহাযা হলে করণীয়: ইস্তেহাযাগ্রস্থ নারি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবে৷ সেই ওযু দ্বারা এই ওয়াক্তের ভেতর সব ধরনের নামায ও তিলাওয়াত করতে পারবে৷ যেমন হাদিসে এসেছে-
المستحاضة تتوضأ لوقت كل صلاة. (نصب الراية ١/٢٠٤)
ইস্তেহাযাগ্রস্থ নারি প্রত্যেক নামাযের ওয়াক্তের জন্য ওযু করবে৷ (নাসবুর রায়াহ: ১/২০৪)
والله تعالى أعلم.

আরো পড়ুন: সহবাস কি ভাবে করতে হয়

আয়েনা দেখার নিয়ম-কানুন বা বিধি-নিষেধ কি?

 

উত্তর প্রদানেঃ-
মুফতি জিয়াউর রহমান।
ইসলামিক ফিকহ ইনস্টিটিউট, সিলেট৷

Exit mobile version