Site icon modernitbd.com

বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান

লোহার খনি

বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান:অবশেষে দীর্ঘ চেষ্টার ফলে ৬ বছরের গবেষনায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) ইসবপুরে ১৭৫০ ফুট গভীরতায় খনন করে লোহার খনির আবিষ্কার করা হয়েছে।  সেখানে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের এই স্তরটি পাওয়া গেছে। এখানে স্বর্ণের অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে। ১ হাজার ১৫০ ফুট গভীরতায় চুনাপাথরের সন্ধানও মিলেছে।

এই অঞ্চলে ৬০ কোটি বছর আগে সমুদ্র ছিল। সেই কারণে এখানে জমাট বাঁধা আদি শীলার ভিতরে লোহার আকরিকের এই সন্ধান পাওয়া যায়। বাড়বে কর্মসংস্থান, জিডিপি, টাকার মান ছাড়িয়ে যাবার সম্ভাবনা ইন্ডিয়ান রুপিকে।

তথ্য সূত্র: প্রথম আলো।

আরো পড়ুন:

পাসপোর্ট আবেদন ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী

   দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি

পাতায়া ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার

গার্ডেন বাই দা বে সিঙ্গাপুর

খুলনা শহরে কোথায় কি খাবেন?

Exit mobile version