Site icon modernitbd.com

জ্ঞানার্জনে দিগ দিগন্তে গমনের ফযীলত ও হাদীসের আলো ।

জ্ঞানার্জন হাদীসের আলো

জ্ঞানার্জনে দিগ দিগন্তে গমনের ফযীলত :

হাদীস অন্বেষণে এক তাবেঈর (রাহ.) মদীনা থেকে দামেস্ক গমন ।                                                                                 ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম কায়স ইবনে কাসীর রাহ.।
তিনি বলেন, মদীনা থেকে একজন লোক আবু দারদা রা. এর নিকট আগমন করল। তখন তিনি দামেস্কে ছিলেন। তাঁকে দেখে আবু দারদা বললেন, অতিথি মহোদয়! কী উদ্দেশ্যে আপনার আগমন?
আগত লোকটি বললেন, আমি শুনেছি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেন। সেই হাদীসে নববী অর্জনে আপনার দরবারে হাযির হয়েছি। আবু দারদা বললেন, তুমি অন্য কোনো প্রয়োজনে আসো নি?
উত্তরে বলল, না তো! ব্যবসার নিয়তে আসো নি? না তো! আমি তো কেবল হাদীস অন্বেষণেই এসেছি।

এবার আবু দারদা রা. বললেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলমের খোঁজে পথ পাড়ি দেয়, আল্লাহ তাআলা এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন।

ফেরেস্তাগণ তাঁর সন্তুষ্টির লক্ষ্যে আপন ডানা সঙ্কুচিত/ বিছিয়ে দেন। সমুদ্রের মাছসহ নভোমণ্ডল ও ভুমণ্ডলের সকল মাখলুকাত তাঁর জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আলেমের শ্রেষ্ঠত্ব আবেদের উপর তেমন, যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব তারকারাজির উপর। নিশ্চিত আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ দীনার-দিরহাম উত্তরাধিকার রেখে যান নি। তারা ইলম রেখে গেছেন। সুতরাং যে ইলম হাসিল করবে, সে মহা দৌলত লাভ করবে।

(সুনানে তিরমিযী [2682])

এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ,জ্ঞানার্জনে দিগ দিগন্তে গমনের ফযীলত অনেক বেশী ।

আল্লাহ তায়ালা আমাদের ইলম অর্জনের তাউফিক দান করুন আমিন

হাদীসের আলো   

হাদীস (হাসান) [মুসনাদে আহমাদ {8457}, সুনানে আবু দাউদ {3664}

 

আরো পড়ুন:

Exit mobile version