Site icon modernitbd.com

ইংরেজি ভাষা শিক্ষা প্রথম পর্ব

ইংরেজি ভাষা শিক্ষা প্রথম পর্ব

ইংরেজি ভাষা শিক্ষা প্রথম পর্ব: এই পর্বে আপনারা শিখবেন-মোট ৩টি বিষয় । ৩টি বিষয়ের পাঠ্যসূচী হলঃ

১. What is your full name? তোমার পুরো নাম কি?

কারো নাম সম্পর্কে জানতে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে সেই প্রশ্নের উত্তর দিতে হয়,সেটা শিখবেন। আসুন, আবিরের সঙ্গে পরিচিত হই।

আবির একটি সুপার শপে চাকরি করেন।

 আজই তিনি প্রথম কাজে এসেছেন। এখানে আবির তার ম্যানেজার জনি সঙ্গে কথা বলছেন। জনি ও আবিরের মধ্যকার কথোপকথনটি পড়ুন। 

Jony: What is your full name?

Abir: My full name is Abir Hossain.

Jony: And what is your first name?

Abir: My first name is Abir.

Jony: And what is your last name?

Abir: It is Hossain.

লক্ষ করে দেখুন,  What is – এর পরিবর্তে What’s বলা বেশি সহজ ।

is কে সংক্ষেপ করে  এভাবেও বলতে পারেন।

What’s your full name?

ইংরেজি ভাষা শিক্ষা প্রথম পর্ব

 

ইংরেজি চর্চার জন্য পরামর্শ এবার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে জনি ও আবির মধ্যকার কথোপকথনটি ভালোভাবে চর্চা করুন।

এক্ষেত্রে লজ্জা করলে চলবে না।

আপনাদের মধ্যে একজন জনির ভূমীকায় প্রশ্নগুলো করুন এবং অন্যজন আবিরের মতো করে সেই প্রশ্নগুলোর উত্তর দিন।

মনে করুন আপনার নাম আসিফ আর আপনার  বন্ধুর নাম রবি।

Asif: What is your full name?

Robi: My full name is Abir Hossain.

Asif: And what is your first name?

Robi: My first name is Abir.

Asif: And what is your last name?

Robi: It is Hossain.

এই লেসনে যা কিছু শিখেছেন তা কখনোই চর্চা করতে ভুলবেন না।  যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়তে থাকবে।

২. What is your nickname?তোমার ডাকনাম কি?

এই লেসনে আপনি শিখবেন—বিভিন্ন ধরনের নামের জন্য ব্যবহার করা হয় এমন কিছু ইংরেজি শব্দ। আবির তার পরিবারের সদস্যদের নিয়ে কিছু কথা বলছেন। নিচে সেই বাক্যগুলো পড়ুন।

বলুন তো, জাকির, সায়মা, জিনিয়া ও টমি কে?

Hi, I am Abir. My full name is Abir Hossain. My first name is Abir and my last name is Hossain. Everybody calls me Abir because that is my nickname. My father’s name is Jakir and my mother’s name is Sayma. I am married and my wife’s name is Jinia. I also have a dog. Its name is Tomy.

হাই, আমি আবির । আমার পুরো নাম আবির হোসেন। আমার প্রথম নাম আবির এবং আমার শেষ নাম হোসেন। সবাই আমাকে আবির বলে ডাকে কারণ এটাই আমার ডাক নাম। আমার বাবার নাম জাকির এবং আমার মাতার নাম সায়মা। আমি বিবাহিত এবং আমার স্ত্রীর নাম জিনিয়া। আমার একটি কুকুরও আছে এর নাম টমি।

এবার বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।

নামের প্রথম অংশঃ first name

 নামের শেষ অংশঃ last name

 পুরো নামঃ full name

ডাক নামঃ nickname

মায়ের নামঃ mother’s name

 বাবার নামঃ father’s name

স্ত্রীর নামঃ wife’s name

স্বামীর নামঃ husband’s name

  বোনের নামঃ sister’s name

 ভাইয়ের নামঃ brother’s name

ইংরেজি ভাষা শিক্ষা প্রথম পর্ব

নতুন যে শব্দগুলো শিখেছেন সেগুলো একটি নোটবুকে লিখে রাখুন।

ইংরেজি শব্দের পাশে বাংলা অর্থগুলো লিখে রাখতে পারেন। আর এভাবে লিখে নতুন নতুন ইংরেজি শব্দগুলো আপনি সহজেই মনে রাখতে পারবেন। এবার আপনার চর্চা করার উচিত।

এই লেসনে আপনি যে শব্দগুলো শিখেছেন সেগুলো ব্যবহার করে আপনার একজন বন্ধুকে তার নাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করুন। আপনি আপনার বন্ধুকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন।

যেমন:

You: What is your nickname?

Friend: My nickname is ___________.

You: And what is your father’s name?

Friend: My father’s __________.

You: what is your wife’s name?

Friend: My__________

 এই লেসনে যা কিছু শিখেছেন, আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন।

 

৩. What is his name? তার নাম কি? 

এই লেসনে আপনারা শিখবেন– নাম সম্পর্কে জানতে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে সেই প্রশ্নের উত্তর দিতে হয়। ছবিটি লক্ষ করুন। আপনি কি এই ছবিতে আবিরকে দেখতে পাচ্ছেন? বলুন তো, এই ছবির অন্য ব্যক্তিরা কারা?  নিচের বাক্যগুলো পড়ুন ।

 

Hi. My name is Abir and this is a photo of my family. This is my father and his name is Jakir. This is my mother and her name is Sayma. And this is my brother and his name is Arif. I also have a dog and its name is Tomy.

ওহে. আমার নাম আবির এবং এটি আমার পরিবারের একটি ছবি। এটি আমার বাবা এবং তাঁর নাম জাকির। এটি আমার মা এবং তাঁর নাম সায়মা। এটি আমার ভাই এবং তাঁর নাম আরিফ। আমার একটি কুকুরও আছে এবং এর নাম টমি।

এবার লক্ষ করুন, নিজের বা অন্য কারও নাম সম্পর্কে জানতে বা কথা বলার সময় আমরা my, his, her এবং its ব্যবহার করে বাক্য গঠন করি।

My name is Abir: আমার নাম আবির ।

His name is Jakir: তার নাম জাকির।

Her name is Sayma: তার নাম সায়মা।

Its name is Tomy: এর নাম টমি।

অন্য কারও নাম সম্পর্কে কথা বলার সময় আমরা পুরুষদের নামের ক্ষেত্রে his -তার এবং নারীদের নামের ক্ষেত্রে her-তার ব্যবহার করে বাক্য গঠন করি। আবার কোনো বস্তু, স্থান বা প্রাণীর নাম সম্পর্কে কিছু বলার সময় আমরা its ব্যবহার করে থাকি।

এখন আপনি আপনার বন্ধু ও পরিবারের বিভিন্ন সদস্যের নাম সম্পর্কে কিছু বাক্য তৈরি করুন। বাক্যগুলো একটি নোটবুকে লিখে রাখুন। নাম সম্পর্কে আপনি বিভিন্নভাবে বাক্য গঠন করতে পারেন।

যেমন: My father’s first name is Jakir. His last name is Hossain. My mother’s first name is Sayma.

My name is Abir: আমার নাম আবির।

His name is Jakir : তার নাম জাকির।

Her name is Sayma: তার নাম সায়মা।

Its name is Tomy : এর নাম টমি।

ইংরেজি ভাষা শিক্ষা প্রথম পর্ব এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার ভালোভাবে চর্চা করে লেসনটি শেষ করুন।

আরও পড়তে পারেন:

কোরিয়ান বর্ণমালার পরিচয়: প্রথম পর্ব

 

 

Exit mobile version