Site icon modernitbd.com

EPS TOPIK স্পেশাল সিবিটি সার্কুলার ২০১৯

ইপিএস টপিক ২০২০-এর চূড়ান্ত রেজিস্ট্রেশনের নোটিশ

EPS TOPIK স্পেশাল সিবিটি সার্কুলার ২০১৯(শুধুমাত্র কোরিয়া ফেরতদের) সার্কুলার প্রকাশিত হয়েছে।
রেজিঃ ১৫ জুলাই – ১৭ জুলাই ২০১৯ ইং

ব্যাক্তিভিত্তিক পরীক্ষার তারিখ প্রকাশ : ০৮ অগাষ্ট ২০১৯ ইং
পরীক্ষা : ১৯ অগাষ্ট -৩০ অগাষ্ট ২০১৯ ইং
ফলাফল প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯ ইং রেজাল্ট বোয়েসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এটি আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে সাথে থাকুন।

কোরিয়ান ভাষা শিক্ষার কোর্স Korean Vasa Shikkhar Course

কোরিয়ান লটারি ২০১৯ এ অংশগ্রহণকারী
২,৩৮,৬৩৮ জনের মধ্যে ৮ হাজার লোক লটারি পেয়ে বা পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে ১৮০০ জন পাস করলেও পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেমে ৬০০লোক ছাটাই করে কোরিয়ান রোস্টার ভুক্ত হবে মাত্র ১২০০জন!
± বুজ‌তেই পার‌ছেন কতটা ক‌ঠিন প্রতি‌যো‌গিতার ম‌ধ্যে আছেন।

স্পেশাল সিবিটির অনেকেই নিম্ন বর্ণিত কয়েকটা সমস্যায় পরেছেন।
তাই সমাধান দিয়েছেন সামসুল আলম স্যার

১. মেডিক্যাল করতে গেলে সিভিল সার্জন থেকে বলছে ডোপ টেস্ট করতে হবে, যদি বলি আমাদের এটা লাগবে না, তারা বলে বেশি বোঝ নাকি, এটা লাগবে।

২. সিভিল সার্জন না থাকলে মেডিক্যাল রিপোর্টে কে সাইন করবে? ভারপ্রাপ্ত’র সাইন হলেও চলবে, এটা বললে তারা বলে না ভারপ্রাপ্তের সাইনে হবে না।

৩. পাসপোর্ট নতুন করতে দিয়েছি। বোয়েসেলে যেদিন জমা দেয়ার তারিখের কয়েকদিন পরে পাসপোর্ট হাতে পাব, এখন কী করব?

EPS TOPIK স্পেশাল সিবিটি সার্কুলার ২০১৯

উত্তর হলো:

১. ইপিএস কর্মীদের মেডিক্যাল কোন কোন আইটেম করতে হবে সেটা বলে দেয়া আছে, এর বাইরের গুলো করার প্রয়োজন নাই, এবং কাউকে বাধ্য করা যাবে না।

এটা আমার অফিসের কাজ না হওয়াতে আমি সরাসরি সাহায্য দিতে পারছি না।

এই ধরণের সমস্যা হলে বোয়েসেলে জানালে বোয়েসেল থেকে সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসে বলে দিবে।

বোয়েসেলের ফোন নাম্বার প্রত্যেকের পাসপোর্টের গায়ে লাগানো স্টিকারে উল্লেখ আছে।

২. ভারপ্রাপ্ত অফিসার সাইন দিলেও হবে, এবং এটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং এই ব্যপারে সমস্যা হলে বোয়েসেলে জানালে বোয়েসেল থেকে সংশ্লিষ্ট হাসপাতাল/সিভিল সার্জন অফিসে বলে দিবে।

৩. নতুন পাসপোর্ট হাতে না পেলেও যার যার জমা দেয়ার নির্ধারিত তারিখে বোয়েসেল এসে ব্রিফিং শুনতে হবে। এর পর নতুন পাসপোর্ট হাতে পেলে সেটা নিয়ে আবার আসতে হবে।

উল্লেখ্য , ইপিএস এর সকল পর্যায় অনিশ্চিত, এবং চাকরি পাওয়ার কোনই নিশ্চয়তা দেয় না।

আরো পড়ুন:

Exit mobile version