কোরিয়ান স্কিল টেস্ট পরীক্ষার তারিখ, সময় এবং ভেন্যু ঘোষণা
স্কিল টেস্ট শিডিউল-২০১৯: Skill Test Schedule of EPS for 2019:
1.প্রত্যেক পরীক্ষার্থীকে নিম্নোল্লিখিত তারিখ ও সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
স্কিল টেস্টের ব্যক্তি ভিক্তিক পরীক্ষার তারিখ বোয়েসেল নোটিশ বোর্ডে প্রকাশিত হয়েছে।
পরীক্ষা শুরু হবে ২১/০৮/২০১৯ইং এবং শেষ হবে ২৬/০৮/২০১৯ইং তারিখ ।
2. নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ।
(সকল পরীক্ষার্থীকে যথা সময়ে ওয়েটিং রুমে আসন গ্রহণ করতে হবে)
3. মূল পাসপোর্ট ও প্রবেশ পত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহন করা যাবে না।
4. স্কীল টেস্টে অংশ গ্রহণ না করলে জব সার্কুলারে রোস্টারভুক্ত হওয়া যাবে না।
5.কম্পিটেন্সি টেস্টে যারা ভোকেশনাল সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ফটোকপি জমা দিয়েছিল তারা মলূ সার্টিফিকেটটি পরীক্ষার দিন সাথে নিয়ে আসবে।
অন্যথায় কোন পয়েন্টস পাওয়া যবে না ।
পরীক্ষা কেন্দ্র :বাংলাদেশ- কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,দারুসসালাম,মিরপুর।
Skill Test Schedule of EPS for 2019
স্কিল টেস্ট শিডিউল-২০১৯
বিস্তারিত ডাউনলোড লিংক নিচে
http://www.boesl.gov.bd/site/notices/8af869cd-0503-4e95-87b3-c8cd72b0d674/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%89%E0%A6%B2-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AF
আরো পড়ুন:
- ইপিএস বাংলা গ্রীষ্মকালীন মিলন মেলা ২০১৯
- ফেসবুকের মোবাইল ডিভাইসে নতুন আপডেট
- ফরেক্সে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারণা

