ধন্যবাদ যত রকম হয় লেখাটির এরকম শিরোনাম দেওয়ার কারণ হলো, এর মধ্যে মোটামুটি ধন্যবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যে সব বিষয় আলোচনা করা হয়েছে তা হলঃধন্যবাদ অর্থ ও ধন্যবাদের সমার্থক শব্দ,ধন্যবাদ এর উত্তর কিভাবে দিবেন? ধন্যবাদ ছবি শিরোনামে ধন্যবাদ যুক্ত কিছু ছবি বা image আছে,পৃথিবীর বিভিন্ন ভাষায় ধন্যবাদ জানানোর উপায়।আরো আছে কবি আহসান হাবীব এর ধন্যবাদ কবিতা এবং সব শেষে আছে প্রিয় শত্রু! তোমাকে ধন্যবাদ । নামক একটি বই এর ছোট খাটো রিভিউ ।
Page Content Highlights
ধন্যবাদ যত রকম হয়
ধন্যবাদ এর বিষয়ে বাংলা একাডেমির অভিধান বিশ্লেষণ নিচে দেওয়া হল।
ধন্য dhanya
ধন্য dhanya বিণ. 1 সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); 2 কৃতার্থ (স্নেহধন্য); 3 প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য (‘তুমি ধন্য ধন্য হে’: রবীন্দ্র); 4 (বাংলায় বিরল) ধনলাভকারী। ☐ বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)। [সং. ধন + য]। বিণ. স্ত্রী. ধন্যা। ~ বাদ বি. 1 প্রশংসাবাদ; 2 কৃতজ্ঞতা।
ধন্যবাদ অর্থ ও ধন্যবাদের সমার্থক শব্দ
ধন্যবাদ / বিশেষণ পদ / কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা প্রকাশ।কৃতজ্ঞতাজ্ঞাপন।
Thanks giving; ascribing of praise or glory to one; praise; applause.
ধন্যবাদ প্রদান; একজনের প্রশংসা বা গৌরব; প্রশংসা করতালি
কৃতজ্ঞ এর বিষয়ে বাংলা একাডেমির ডিকশনারি বিশ্লেষণ নিচে দেওয়া হল।
কৃতজ্ঞ kr̥tajña
কৃতজ্ঞ kr̥tajña বিণ. 1 উপকারীর উপকার মনে রাখে ও স্বীকার করে এমন; 2 ঋণী (চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব)। [সং. কৃত + √ জ্ঞা + অ]। বি. ~ তা। ~ চিত্ত বিণ. মনে কৃতজ্ঞতার বোধ আছে এমন; উপকারীর উপকার মনে রেখেছে বা রাখে এমন।
ধন্যবাদের সমার্থক শব্দ
- কৃতজ্ঞতা
- প্রশংসা
- সম্মান
- শ্রদ্ধা
- সাধুবাদ
ধন্যবাদ এর বিপরীত শব্দ
ধন্যবাদ এর বিপরীত শব্দ » ধিক্কার ।
- কৃতঘ্নতা
- অকৃতজ্ঞতা
- নেমকহারামি
- প্রশংসাহীন
- অবমাননা
- অসম্মান
- তিরস্কার
- উপহাস
- অপমান
- নিন্দা
- লজ্জিত হওয়া উচিৎ ধন্যবাদ দিতে পারলাম না ইত্যাদি নির্ভর করে পরিস্থিতির উপর।
ধন্যবাদ এর উত্তর কিভাবে দিবেন ?
কেউ Thank you বললে বা ধন্যবাদ দিলে তার উত্তরে আপনি কখন কি বলবেন? বা কারও ধন্যবাদ কিভাবে সাদরে গ্রহণ করতে হয় ? চলুন জেনে নেই ।
- কেউ সচরাচর আপনাকে ” Thank you বললে বা ধন্যবাদ” দিলে এর উত্তরে বলবেন ,” You are welcome বা আপনাকে স্বাগতম”।
- কেউ কোনকিছুর জন্য “Thank you বললে বা ধন্যবাদ” দিলে এর অমায়িক প্রত্যুত্তর হল “No problem বা কোন সমস্যা নেই।
- কাউকে সাহায্য করতে পেরে আপনি আনন্দিত হয়েছেন,এমনটি বুঝিয়ে কারো “Thank you বা ধন্যবাদ” এর অমায়িক প্রত্যুত্তর হল (Its my pleasure) এটা আমার জন্য আনন্দের বিষয়।
- যখন কেউ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বা কোন কিছুর জন্য দুঃখিত হয়,তখন আপনি কিছু মনে করেননি এমন বোঝাতে ( Its বা Thats all right) অর্থ: না না ঠিক আছে।
- কারো ছোট্ট উপকার করার কারণে আপনাকে ” Thank you বললে বা ধন্যবাদ” দিলে এর উত্তরে বলবেন ( Its noting) অর্থ: এটা কিছুই না। বা (Think nothing of it ) অর্থ: এ ব্যাপারে কিছুই ভাববেন না।
এ ছাড়া আরো অনেক উপায়ে ধন্যবাদ এর উত্তর দেওয়া যায়।
ধন্যবাদ ছবি
ধন্যবাদ ছবি
ধন্যবাদ in english
ধন্যবাদ সবাইকে = Thanks everyone
অসংখ্য ধন্যবাদ= Many thanks
ধন্যবাদ জ্ঞাপন পত্র =Thank you note
ধন্যবাদ বন্ধু = Thanks buddy or thank you friend
ধন্যবাদ স্যার = Thank you sir
ধন্যবাদ আপনাকে = Thank you
ধন্যবাদ আবার আসবেন =Thanks for coming back
জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ = Thanks for wishing me a happy birthday
অনেক ধন্যবাদ ভাই =Thank you very much brother
আপনাকেও ধন্যবাদ=Thank you too
What is thank you in Bengali?
“Thank you” in Bengali means “ধন্যবাদ” (“Dhonnyobaad”)
Now, “You” keeps on changing according to the tone: Very formal, Formal & Informal.
Very formal :
- “আপনাকে ধন্যবাদ” (“Apnake dhonnyobaad”) in case of a single person.
- “আপনাদের সবাইকে ধন্যবাদ” (“Apnader sobaike dhonnyobaad”) in case of more than one person.
Formal :
- “তোমাকে ধন্যবাদ” (“Tomake dhonnyobaad”) in case of a single person.
- “তোমাদের সবাইকে ধন্যবাদ” (“Tomader sobaike dhonnyobaad”) in case of more than one person.
Informal :
- “তোকে ধন্যবাদ” (“Toke dhonnyobaad”) in case of a single person.
- “তোদের সবাইকে ধন্যবাদ” (“Toder sobaike dhonnyobaad”) in case of more than
ধন্যবাদ image
ধন্যবাদ image
পৃথিবীর বিভিন্ন ভাষায় ধন্যবাদ যত রকম হয়।চলুন জেনে নেই।
Afrikaans (আফ্রিকান) ভাষায় ধন্যবাদ উচ্চারন Dankie =ডানকি
Albanian ( আলবেনীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Faleminderit =ফালেমিনদারিট
Arabic ( আরবী ) ভাষায় ধন্যবাদ উচ্চারন shukraan شكرا =শুকরান
Armenian ( আর্মেনিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Shnorhakalut’yun=শাহনোরহাকালুটুইন
Azerbaijani ( আজারবাইজানীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Təşəkkürlər
Basque ( স্পেন ও ফ্রান্সের পিরেনিজ পর্বতাঞ্চলের অধিবাসী )ভাষায় ধন্যবাদ উচ্চারন Eskerrik asko=এছকিরিক এসকো
Belarusian ( বেলারুশিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Дзякуй= ছেখাজ
Bosnian ( বসনিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন -Hvala= হেমালা
Bulgarian ( বুলগেরিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Blagodarya= ব্লাগোদারিয়া
Burmese ( বার্মিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Kyay Zuu Tin Bar Tal= কেজু টিন বার টাল
Catalan ( ক্যাটালনদেশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Gràcies= গ্রাছিয়াস
Cebuano ( সেবুয়ানো )ভাষায় ধন্যবাদ উচ্চারন Salamat= সালামাত
Chinese ( চাইনিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Xie Xie =শিয়শিয়
Corsican ( কর্সিকান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Vi ringraziu=বি রিংগরাজি
Croatian ( ক্রোয়েশিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন hvala
Czech ( চেক ) ভাষায় ধন্যবাদ উচ্চারন dík =দিক
Danish ( ড্যানিশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন “takk”,=থাক
Dutch ( ডাচ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন bedankt=বেদআনক্ট
English ( ইংরেজি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Thanks=থ্যাংস
Esperanto ( এস্পেরান্তো ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Dankon=ডানকোন
Estonian ( এস্তোনিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Aitäh= আইদা
Flipino ( ফিলিপিনো ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Salamat=সালামাত
Finnish ( ফিনিশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Kiitos=কিতোশ
French ( ফ্রেঞ্চ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Merci= মারছি
Galician ( গ্যালিশিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Grazas
Georgian ( জর্জিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Madloba (mad-lo-ba)= ম্যাডলোবা
German ( জার্মান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Vielen Dank= ভিলেন ডাংক
Greek ( গ্রীক ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Efcharistó = এফখারিসতো
Gujarati ( গুজরাটি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন aabhar = আবহার
Haitian Creole ( হাইতিয়ান ক্রেওল ) ভাষায় ধন্যবাদ উচ্চারন mèsi = মেসি
Hausa ( হাউসা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Godiya =গুডিয়া
Hawaiian ( হাওয়াইয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Mahalo=মাহালো
Hebrew ( হিব্রু ) ভাষায় ধন্যবাদ উচ্চারন toda
Hindi ( হিন্দি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন dhanyavaad = ধান্যেবাদ
Hmong ( হামং ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Ua tsaug
Hungarian ( হাঙ্গেরিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Köszönöm =কুসুনাম
Icelandic ( আইসল্যান্ডিক ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Takk = থাক
Igbo ( ইগবো ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Daalu’ (Da -ah-lu) =ডাহলু
Indonesian ( ইন্দোনেশিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Terima kasih =তারিমা কাসি
Irish ( আইরিশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Go raibh maith agat= গো রেবহ মাইটহ আগাটহ
Italian ( ইটালিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Grazie =গ্রাজ্জি
Japanese ( জাপানি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Arigatō = আরিগাট্টো
Javanese ( জাভানিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Matur nuwun = মাতুর নুউন
Kannada ( কান্নাডা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Dhanyavaadhagalu =ধনিয়াবধাগলু
Kazakh ( কাজাখ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Рақмет. (rakh-met.)= রাখমেট
ধন্যবাদ
Khmer ( খেমার ) ভাষায় ধন্যবাদ উচ্চারন saum arkoun= সউম আরকুন
Kinyarwanda ( কিনারওয়ান্ডা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Murakoze = মুরাকোজে
Korean ( কোরিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন gamsa = খামছা
Kurdish ( কুর্দি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Sipas = সিপাস
Kyrgyz ( কিরগিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন рахмат rahmat = রেহমাত
Lao ( লাও ) ভাষায় ধন্যবাদ উচ্চারন khobchai = খোবচাই
Latin ( লাতিন ) ভাষায় ধন্যবাদ উচ্চারন gratias = গ্রাটিয়াস
Latvian ( লাত্ভীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Paldies = পালডিস
Lithuanian ( লিথুয়ানিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Ačiū = আচচ্ছু
Luxembourgies ( লাক্সেমবার্গিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Merci = মারছি
Macedonian ( ম্যাসেডোনিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Blagodaram = ব্লাগোডারাম
Malagasy ( মালাগাসি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Misaotra = মিসাওটা
Malay ( মালয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Terima kasih = তারিমা খাইস
Malayalam ( মালায়ালাম ) ভাষায় ধন্যবাদ উচ্চারন nandi = নান্দি
Maltese ( মাল্টিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Grazzi = গ্রাজ্জি
Maori ( মাওরি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন tēnā koe! = ( টেন্না কিউ )
Marathi ( মারাঠি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন dhanyavaad = ধান্যেবাদ
Mongolian ( মঙ্গোলিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Bayarlalaa = বাইয়ারলা
Nepali ( নেপালি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন dhanyavaad = ধান্যেবাদ
Norwegain ( নরওয়েজীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Takk = থাক
Nyanja ( নয়েনজা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Zikomo = জিকোমো
Odia ( ওডিয়া ) ভাষায় ধন্যবাদ উচ্চারন dhanyavaad = ধান্যেবাদ
Pashto ( পশতু) ভাষায় ধন্যবাদ উচ্চারন Manana = মাননাহ
Persian ( ফারসি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Tashakkorتشکر = তাশাক্কোর
Polish ( পোলিশ পোল্যানডের ভাষা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Dzięki = জেংকুইয়াও
Portuguese ( পর্তুগীজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Obrigado = ওব্রিগাদো
Punjabi ( পাঞ্জাবি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Dhanavāda = ধনাবাদ
Romanian ( রোমানিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Mulțumiri = মুলটুমিরি
Russian ( রাশিয়ান )ভাষায় ধন্যবাদ উচ্চারন Spasibo = স্পাছিবা
Samoan ( সামোয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Faʻafetai = ফাফাটাই
Scottish ( স্কটিশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Tapadh leat = তপধ লীট
Serbian ( সার্বিয়ান ) ভাষায় ধন্য বাদ উচ্চারন Хвала = হোয়াওয়া
Shona ভাষায় ধন্যবাদ উচ্চারন Ndatenda = এনডেটেন্ডা
Sindhi ( সিন্ধি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Mahirbaaniمهرباني = মাহিরবানি
Sinhala ( সিংহলা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন sthoo∙thi! = স্টু ∙ থি!
Slovak ( স্লোভাক ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Vďaka = ভিডাকা
Slovenian ( স্লোভেনীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন hvala = হভালা
Somali ( সোমালি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন mahadsanid = মহাদসানিদ
Southern Sotho ( দক্ষিন সোথো ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Kea phela (key-ah-pee-la) = কেয়া ফেললা
Spanish ( স্পেনীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Gracias= গ্রাথিয়াস
Sundanese ( সুন্দানিজ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Hatur nuhun= হাটুর নুহুন
Swahili ( সোয়াহিলি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Asante = আসানতে
Swedish ( সুইডিশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Tack = থাক
Tajik ( তাজিক ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Taşakkur = তাসাক্কুর
Tamil ( তামিল ) ভাষায় ধন্যবাদ উচ্চারন நன்றிNaṉṟi = নানরি
Tatar ( তাতার ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Räxmät Küp = রেক্স্মিট কেপ
Telugu ( তেলেগু ) ভাষায় ধন্যবাদ উচ্চারন ధన్యవాదాలుDhan’yavādālu = ধন’আবাদাডালু
Thai ( থাই ) ভাষায় ধন্যবাদ উচ্চারন ขอบคุณ K̄hxbkhuṇ = খাবখুন
Turkish ( তুর্কি ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Teşekkürler = তাশাক্কুরলার
Turkmen ( তুর্কমেন ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Sag boluň = সাগ বলু
Ukrainian ( ইউক্রেনীয় ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Дякую Dyakuyu = ডাকুউই
Urdu ( উর্দু ) ভাষায় ধন্যবাদ উচ্চারন شکریہ = শুকরিয়া
Uyghur ( উইঘুর ) ভাষায় ধন্যবাদ উচ্চারন রেহমাত =rahmat.
Uzbek ( উজবেক ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Rahmat =রাহমাত
Vietnamese ( ভিয়েতনামী ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Cảm ơn = কাম ওন
Welsh ( ওয়েলশ ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Diolch = ডিওল্স
western Frisian ( পশ্চিম ফ্রিসিয়ান ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Tank = থান্ক
Xhosa ( জোসা) ভাষায় ধন্যবাদ উচ্চারন enkosi = এনকসি
Yiddish ( ইহুদী ) ভাষায় ধন্যবাদ উচ্চারন danken= ডানকিন
Yoruba ( ইওরুবা ) ভাষায় ধন্যবাদ উচ্চারন e ṣeun= এসুন
Zulu ( জুলু ) ভাষায় ধন্যবাদ উচ্চারন Ngiyabonga = নিয়াবোংগা
আরো পড়ুনঃ সরকারি বেতন স্কেল ও গ্রেডিং সিস্টেম
ধন্যবাদ এর আরবি কি
ধন্যবাদ কবিতা
ধন্যবাদ
আসি তবে ধন্যবাদ
না না সে কি, প্রচুর খেয়েছি
আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি
ধারনাই ছিলো না আমার-
ধন্যবাদ।
সত্যি স্যার মজার ব্যাপার।
এমন মজার কথা এর আগে শুনি নাই আর!
চিঠি পরে ভেবেছি,
তাহলে
ডলি বুঝি আপনার মেয়েদের কারো ডাক নাম।
তাই তো সামান্য কিছু চকোলেটও কিনে আনলাম।
এসে দেখি-
তাই নাকি?
চকোলেটও খায় নাকি ডলি?
হতে পারে, সে যাকগে, সত্যি কথা বলি
ডলি নাম কুকুরছানার
আর তার জন্মোৎসব,
সত্যি এক ইউনিক ব্যাপার।
সত্যি নাকি,
ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা?
তাহলেও বলুন তো এমন নিখুঁতভাবে সেটা
এ দেশে আপনি ছাড়া কে আর দেখালো?
অনেকেই?
হবেও বা, সে সব কি জানি?
আপনার অধীনস্থ জনৈক কেরানি-
দয়া করে ডেকেছেন বলে
তবেই না জানা গেলো, তেমন না হলে
এও তো আমার পক্ষে জানা
সম্ভব হতো না স্যার-
সত্যি স্যার কুকুরের ছানা,
তার জন্মদিনে এত খরচের হাত-
দু’হাজার? তা হবে না?
ও ব্যাটার বাদশাহি বরাত!
হাসবো না?
সে কি স্যার, এমন খুশির দিন আর
আমাদের এ জীবনে বলুন তো আসে কতবার?
চোখে পানি?
না না স্যার, ও কিছু না,
কী জানেন? খেয়েছি এমন
শ্বাস নিতে কষ্ট হয়।
তা হলে এখন-
রাতও হলো আপনারও বিশ্রাম নেবার
সময় হয়েছে,
আজ আসি তবে স্যার!
প্রিয় শত্রু! তোমাকে ধন্যবাদ । ধন্যবাদ নিয়ে একটি বই পড়তে পারেন।
ধন্যবাদ নিয়ে একটি বই পড়তে পারেন।
বাংলা অনুবাদ: আশিক আরমান নিলয়
ভাষা সম্পাদনা: সাজিদ ইসলাম
পৃষ্ঠা: ১৪৪ পৃষ্ঠা
আমরা জীবনের পদে পদে অনেক ঝামেলা তৈরি করি,আর সাথে তৈরি হয় আমাদের অনেক শত্রু ও। আমরা একে অপরের সাথে ঝামেলা সৃষ্টি করি।এগুলি কার কথায় করি একবার ভাবুন না?
এর ফলাফল হল ইসলাম আর মুসলমানেরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে।
আমাদের মতের বিরোধ হলেই সমস্যা ।
অথচ নবী,রাসূল,সাহাবী গণ কোনো সমস্যা হলে শত্রুতা না করে, যেভাবে এসব সমস্যা সামাল দিয়েছেন তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এই বইটিতে মাশা আল্লাহ।
আরো পড়ুনঃ গুগলের সেফ সার্চ ফিচার

