যাকাত বন্ধ করলে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়

যাকাত বন্ধ করলে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় । হাদীসটি প্রমাণিত।
সুনানে ইবনু মাজাতে এসেছে –

যাকাত বন্ধ করলে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়

حدثنا محمود بن خالد الدمشقي ، قال : حدثنا سليمان بن عبد الرحمن أبو أيوب ، عن ابن أبي مالك ، عن أبيه ، عن عطاء بن أبي رباح ، عن عبد الله بن عمر قال : أقبل علينا رسول الله صلى الله عليه وسلم، فقال : ” يا معشر المهاجرين، خمس إذا ابتليتم بهن، وأعوذ بالله أن تدركوهن : لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون، والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا، ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المئونة وجور السلطان عليهم، ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء، ولولا البهائم لم يمطروا، ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم، فأخذوا بعض ما في أيديهم، وما لم تحكم أئمتهم بكتاب الله، ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم “.

বঙ্গানুবাদ

আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেনঃ হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে।

তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি।

যখন কোন জাতি ওযন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসীবত ❝এবং যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। ❞

যদি ভূ-পৃষ্ঠি চতুস্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাশীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়।

যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

(হাদীস নং৪০১৯)
তাহকিক-
ইমাম বুসিরী রাহি. এর ভাষ্যমতে হাদীসটি ❝হাসান❞ পর্যায়ের।
(মিসবাহুজ জুজাজাহ হা/৪০১৯)

আরো পড়ুন:
  1. যাদু ও জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যার আমল
  2. যাদুর রুকইয়াহর আয়াতের তালিকা
  3. কবিরা গুনাহের বিবরণ
  4. হস্তমৈথুনের কুফল সমূহ জানতে হবে
  5. পর্নোগ্রাফির মরণকামড় থেকে মুক্তির উপায়
  6. দুরুদ শরীফ পাঠের ফজিলত

Related Posts

Add Comment

You cannot copy content of this page