নেক স্ত্রী পাওয়ার দোয়া নেককার স্বামী বা স্ত্রী সন্তান পাওয়ার দোয়া….
নেক স্ত্রী পাওয়ার দোয়া
অবশ্য নিন্মের দোয়াতে স্ত্রী চাওয়ার কথা উল্লেখ আছে…. কিন্তু কোন মহিলাও নেকার স্বামী পাওয়ার জন্য এই দোয়া পড়তে পারবে… কারন আল্লাহ আমাদের অন্তরের ভাষা জানেন… আর কে কি জন্য কি চাচ্ছেন সেটি তিঁনি জানেন….
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।
রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুনিঁও অজ্ব্‘আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।
সূরা আল-ফুরকান – ২৫:৭৪
লেখকের আরো লেখা পড়ুন