গুগল এর এলগরিদম আপডেট সম্পর্কে জানুন: গুগল একটা প্রোডাক্ট রিভিউ এলগরিদম আপডেট এনেছে জানেন সবাই –
(আগেও বলেছি, আবারো রেকমেন্ড করছি এই ২ টা সাইটে প্রতিদিন একবার যেতে এসব নিউজের জন্য)
https://searchengineland.com/
https://www.searchenginejournal.com/
গুগলের এনাউন্সমেন্ট টা আছে এখানেঃ https://developers.google.com/…/04/product-reviews-update
গুগল এর এলগরিদম আপডেট সম্পর্কে জানুন
প্রতি টা আপডেটেই গুগল একবার করে বলে কনটেন্ট ভাল করতে – এবারো বলেছে তবে এর সাথে, যারা রিভিউ টাইপ আর্টিকেল পাবলিশ করে তাদের জন্য কিছু রেকমেন্ডেশন দিয়ে দিয়েছেঃ
- – প্রোডাক্টের ব্যপারে নিজের এক্সপার্ট মতামত দিন
- – শুধু প্রোডাক্টের সেলার / সাপ্লাইয়ার যা পাবলিশ করেছে তা ই আবার না লিখে প্রোডাক্ট টা কিভাবে ইউজ করে, এরকম
- ইউনিক কিছু পাবলিশ করুন
- – বিভিন্ন ক্যাটাগরি তে প্রোডাক্ট টা টেস্ট করে আপনার মতামত দিন
- – কম্পিটিটর দের থেকে এই প্রোডাক্ট ভাল না খারাপ, ভাল হলে কেন ভাল, খারাপ হলে কেন খারাপ এইসব বলুন
- – এই প্রোডাক্টের আগের মডেল গুলা থেকে এটা ভাল না খারাপ, ভাল হলে কেন ভাল, খারাপ হলে কেন খারাপ এই সব বলুন ।
এখন আর আমরা প্রোডাক্টের উপর নির্ভর করে সাইট বানাবো না।
আমরা সাইট বানাবো টপিক এর ওপরে।
ভাই আমি ভ্যাকুয়াম ক্লিনারের ওপরে একটা সাইট বানাচ্ছি <——- এই টাইপ কথা এখন আর বলা যাবে না বা এই টাইপ কাজ করা যাবে না।
সঠিক ল্যাঙ্গুয়েজ টা হবেঃ
আমি হাউজ ক্লিনিং এর ওপরে একটা সাইট বানাচ্ছি। ওখানে হাউজ ক্লিনিং নিয়ে অনেক মতামত থাকবে, টিপস থাকবে, আইডিয়া থাকবে – সাথে কিছু ভ্যাকুয়াম ক্লিনার এর রিভিউ থাকলেও থাকতে পারে।
Read more…
- Content Format For Pillar Keywords
- Article or Content Writing A To Z for Blogger
- SEO content writing tips